বেরোবিতে চট্টগ্রাম ছাত্র কল্যাণ সমিতির ইফতার ও নবীণবরণ
লেখা ও ছবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রংপুরের সরকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের নবীণবরণ এবং প্রীতি ইফতার হয়ে গেল।
একই দিন এই দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ১৭ এপ্রিল। ফলে সারাদিন তারা ব্যস্ত ছিলেন বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঢাকাপ্রকাশ ২৪.কমের প্রতিনিধি ও ছাত্র ইভান চৌধুরী।
তিনি লিখেছেন, ‘এই আয়োজনগুলো করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৃহত্তর চট্টগ্রাম ছাত্র কল্যাণ সমিতি (বেরোবিবৃছাকস)। হয়েছে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে, অথর্নীতির গ্যালারিতে। উপস্থাপনা করেছেন সমিতির সভাপতি সাজ্জাদ হোসাইন মেহেদী। অতিথি ছিলেন বেরোবিবৃছাকস’র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়টির অথনীতির সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন, রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ শাখা সভাপতি পোমেল বড়ুয়া ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তিনি-ইভান চৌধুরী।’
অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগের চট্টগ্রামের ছাত্র, ছাত্রীরা ও সমিতির সদস্যরা। তারা সবাই পরস্পরের সঙ্গে আলাপ করেছেন। খোঁজ নিয়েছেন। গল্প হয়েছে অনেক। সবাই মিলে একসঙ্গে ইফতার করেছেন।
এরপর নবীণবরণে নতুন ভতি হওয়া বিভিন্ন বিভাগের চট্টগ্রামের ছাত্র, ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেছেন তাদের সমিতির সদস্যরা।
ওএস।