রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

নতুন বছরে নতুন চ্যালেঞ্জ

টানটান উত্তেজনাপূর্ণ একটি বছর পার করল বিশ্ব। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গেল বছর বেশ উদ্বেগ-উৎকণ্ঠাও ছড়িয়েছিল। নতুন বছর কেমন যাবে তা হয়তো জ্যোতির্বিদরাই ভালো বলতে পারবেন। তবে বিশ্ব খাদ্য সংস্থা আগাম সতর্ক বার্তা দিয়েছে।

সংস্থাটি বলেছে, ২০২৩ সালে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। খাদ্য সংকট যে ভয়াবহ রূপ নেবে সে কথা নির্দ্বিধায় বলা যায়। কারণ, খাদ্য উৎপাদনকারী দুটি বড় দেশ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে অবতীর্ণ হয়েছে। যুদ্ধ এখনো চলছে। করোনা অতিমারির কারণে সারাবিশ্ব যখন অর্থনৈতিক সংকটে হিমশিম খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বিশ্বের উপর একটি যুদ্ধ চাপিয়ে দিল রাশিয়া। এ যেন গোদের উপর বিষফোঁড়া।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নানামুখি নেতিবাচক প্রভাব ফেলেছে। সারা বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকট ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমদানি-রপ্তানি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদেশিক বিনিয়োগ, কর্মসংস্থানের বড় ধরনের আঘাত এসেছে। বিদ্যমান পরিস্থিতিতে অনুন্নত-উন্নয়নশীল দেশই নয়, উন্নত দেশগুলোকেও আগামী বছরের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। এরমধ্যে সবচেয়ে বেশি ভোগাবে খাদ্য সংকট ইস্যুটি।

বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন রাশিয়া গেল বছর খাদ্য উৎপাদন করতে পারেনি। বাংলাদেশ ইউক্রেন থেকে বিপুল পরিমাণ গম আমদানি করত। রাশিয়া থেকেও আমদানি করা হতো। চাল আমদানি করে ভারত, ভিয়েতনাম থেকে। এ বছর উৎপাদন কম হওয়ায় এসব দেশ থেকে আমদানি করা সম্ভব হচ্ছে না। থাইল্যান্ড ও মিয়ানমার থেকে কী পরিমাণ চাল আমদানি করতে পারবে তার ওপর অনেক কিছুই নির্ভর করছে। আবার বিকল্প বাজারও খোঁজা হচ্ছে।

নতুন বছরের শুরু থেকে বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এরমধ্যে খাদ্যদ্রব্য আমদানির বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একইসঙ্গে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার কাজটিও অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হবে। এক্ষেত্রে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। বাজারের লাগামটা ব্যবসায়ীদের হাতে তুলে না দিয়ে সরকারের হাতে রাখতে হবে। উন্নত দেশগুলো কোনো পণ্যের দাম বাড়াতে হলে ক্রেতাসাধারণকে আগেভাগেই জানানো হয়। শুধু তাই নয়, দাম কেন বাড়ানো হচ্ছে তার কারণও ব্যাখ্যা করা হয়। আমাদের দেশে বিনা নোটিশে যখন তখন দাম বাড়ানো হয়। ভোক্তার অধিকার তারা থোরাই কেয়ার করেন।

বহুজাতিক কোম্পানি ইউনিলিভার সাম্প্রতিক সময়ে তাদের প্রায় সব পণ্যের দাম বাড়িয়েছে। এই কোম্পানি সারা বিশ্বেই তাদের পণ্য বিক্রি করছে। উন্নত দেশে তারা কোনো পণ্যের দাম বাড়ালে ক্রেতাদের আগাম নোটিশ করে। আর বাংলাদেশে এর উল্টোচিত্র। এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট করলে মামলার ভয় দেখায়। আসলে ক্রেতারা বেনিয়া গোষ্ঠীর হাতে জিম্মি। তারা কথায় কথায় ক্রেতাদের পকেট কাটবে। কিন্তু কোনো জবাবদিহি করবে না।

আমাদের দেশীয় কোম্পানিগুলিও মওকা খোঁজে। সুযোগ পেলেই এরা দাম বাড়িয়ে দেয়। কখনো কখনো সরকারকেও জিম্মি করে পণ্যের দাম বাড়িয়েছে। এ অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য সরকারকে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবশ্য প্রতিযোগিতা কমিশন ইতিমধ্যেই বড় কয়েকটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। এই মামলা যেন শুধু লোক দেখানো না হয়!
অব্যাহত অর্থনৈতিক মন্দাবস্থার কারণে দেশে রিজার্ভের পরিমাণ দ্রুত কমে গেছে। রিজার্ভ বাড়ানোর জন্য রেমিটেন্স প্রবাহ বাড়াতে হবে।

গত বছর বিপুল সংখ্যক জনশক্তি বিদেশে রপ্তানি হয়েছে। যা বিগত বছরগুলোর তুলনায় দেড়গুণ বেশি। নতুন বছরে নিশ্চয়ই একটা ইতিবাচক ফল পাওয়া যাবে। ব্যাংকে তারল্য সংকট কিংবা ডলার সংকট ব্যবসায়ীরাই সৃষ্টি করেন। দেশের বাজারও নিয়ন্ত্রণ করেন তারা। তারা যদি সরকারের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে অগ্রসর না হয় তাহলে সংকট থেকে উত্তরণের পথ নেই। বিষয়টা সরকারকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পারলে অন্য সমস্যাগুলো কাটিয়ে ওঠা দুরহ হবে না।

অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা কাটিয়ে ওঠার পাশাপাশি সরকারকে রাজনৈতিক উত্তাপ প্রশমনের উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে সরকারকে অনেক বেশি কৌশলী হতে হবে। ধারণা করা হচ্ছে, নতুন বছর রাজনৈতিক অঙ্গণ উত্তপ্ত হয়ে উঠবে। গেল বছরের রাজনৈতিক সংঘাতের উত্তাপ নতুন বছরে আরও বেশি ছড়িয়ে পড়তে পারে। দেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা হিসাবনিকাশ চলছে। জোট গঠন নিয়েও প্রধান প্রধান দলগুলো সলাপরামর্শ করছে। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনের সব প্রস্তুতি ২০২৩ সালের ডিসেম্বরেই শেষ করতে হবে। সেক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের সবচয়ে বড় চ্যালেঞ্জ হবে সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনা। সেই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা। কোনো কারণে অন্যতম প্রধান বিরোধীদল বিএনপি নির্বাচনে না এলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সরকার নিশ্চয়ই আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে না।

নতুন বছরে গণমাধ্যমকেও অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সেই চ্যালেঞ্জ হচ্ছে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের চ্যালেঞ্জ। সুসাংবাদিকতার চ্যালেঞ্জ। গেল বছরের সাংবাদিকতা আগের বছরগুলোর মতোই নানা কারণে প্রশ্নবিদ্ধ ছিল। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি ছিল। সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা, এজেন্ডা সাংবাদিকতা, তোষামোদী সাংবাদিকতা বেশিমাত্রায় হয়েছে। এতে সত্যনিষ্ঠ সাংবাদিকতা কখনো কখনো মুখ থুবড়ে পড়েছে। আমরা এ অবস্থার অবসান চাই।

গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু এই স্তম্ভ নড়বড়ে হয়ে গেলে পুরো রাষ্ট্রীয় কাঠামোই নড়বড়ে হয়ে যায়। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে স্বাধীন মতপ্রকাশের অধিকার দিতে হবে।

দ্বিধাহীন চিত্তে একটি কথা বলতে চাই। আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু এখনো চলছে। আমরা এখনো একটি যুদ্ধের মধ্যেই আছি। এখনো প্রতিক্রিয়াশীল শক্তি সক্রিয়। এখনো পাকিস্তানপন্থীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলেছে। উগ্র মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ভাবমূর্তিতে কুঠারাঘাত করতে চায়। এসব অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষের ঐক্য দরকার। এই ঐক্য সৃষ্টিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ‚ ভুমিকা রাখতে পারে। আমরা নিশ্চয়ই এই চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত।
ঢাকাপ্রকাশ-এর পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঢাকাপ্রকাশ-এর সঙ্গে থাকুন।

মোস্তফা কামাল: প্রধান সম্পাদক, ঢাকাপ্রকাশ ও কথাসাহিত্যিক। 

 

Header Ad
Header Ad

টাঙ্গাইলে শ্রমিকদলের নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি : ঢাকাপ্রকাশ

জমি বিরোধকে কেন্দ্র করে টাঙ্গাইলের মির্জাপুরে ফজল হক (৫০) নামে এক শ্রমিকদলের নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ফজল হক উপজেলার বংশীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বাশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি।

এ ঘটনায় নিহত ফজল হকের স্ত্রী মরিয়ম বেগম ও তার ছেলে মনির হোসনকেও পিটিয়ে আহত করা হয়। তারা দু’জনেই মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজল হক ও তার ভাতীজা পারভেজের সাথে দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে ভাতিজা পারভেজসহ অন্তত ২৫ জন নিহত ফজল হকের দখলে থাকা জমি দখল নিতে যায়। এতে ফজল হক ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফজল হক, ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে।

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত বলে ঘোষণা করে।

বাশতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, ওই জমি নিয়ে ইতোপূর্বে একাধিবার গ্রাম্য শালিস হয়েছে। রবিবার তার ভাতিজা পারভেজ, আনোয়ার, জিন্নাহসহ ২৫-৩০ জন ফজল হকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।

তিনি আরও জানান, ফজল হক বাশতৈল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হিসাবে আজই দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Header Ad
Header Ad

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধে ভারতের ১.১৪ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ হামলার জন্য ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ তুলে নয়া দিল্লি সিন্ধু নদী পানিবণ্টন চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তান গত বৃহস্পতিবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি, ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ইসলামাবাদ। এমন তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

রোববার (২৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তান বিজনেস ফোরামের (পিবিএফ) কর্মকর্তারা জানান, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ হওয়ার ফলে ভারত বছরে প্রায় ১.১৪ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে পারে। পিবিএফের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ভারত পাকিস্তানে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যেখানে একই সময়ে পাকিস্তান থেকে ভারতের আমদানি ছিল মাত্র ৪.২ মিলিয়ন ডলার।

এছাড়াও, পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে প্রবেশ করা ভারতীয় পণ্যের পরিমাণ ছিল প্রায় ৬৪০ মিলিয়ন ডলার। এই নিষেধাজ্ঞার ফলে সেই বাণিজ্যেও বড় ধরনের বিঘ্ন ঘটবে, যার ফলে ভারতের আর্থিক ক্ষতি আরও বাড়বে বলে সতর্ক করেছে পিবিএফ।

পাকিস্তান বিজনেস ফোরামের সভাপতি খাওয়া মেহবুব উর রহমান বলেন, "পাকিস্তান সশস্ত্র বাহিনীকে সমর্থন জানিয়ে ভারতের অগ্রহণযোগ্য প্ররোচনার বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।" তিনি আরও বলেন, "ভারত বারবার পাকিস্তানকে দোষারোপের পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারছে না, যা আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে।"

পিবিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমনা মুনাওয়ার আয়ান পাহেলগাম হামলার পর ভারতের আনিত অভিযোগগুলোকে ‘অবিচারপূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছেন এবং ভারতের কাশ্মীর নীতির তীব্র সমালোচনা করেছেন।

ফোরামের চিফ অর্গানাইজার আহমদ জাওয়াদ বলেন, "ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্ত অবৈধ এবং এটি দক্ষিণ এশিয়ার শান্তির জন্য মারাত্মক হুমকি।" তিনি আরও উল্লেখ করেন, "পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সমাধান না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তান বাণিজ্য বন্ধ রাখা উচিত।"

পাকিস্তান বিজনেস ফোরাম দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে এবং একইসঙ্গে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

Header Ad
Header Ad

দেশের পথে প্রধান উপদেষ্টা

দেশের পথে প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

চারদিনের কাতার সফর শেষে ইতালিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের পথে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১টায় তিনি ইতালির রোম ত্যাগ করেন।

রোম সফরকালে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভ্যাটিকান সিটির প্রভাবশালী দুই কার্ডিনাল—সিলভানো মারিয়া টমাসি ও জ্যাকব কুভাকাদ। বৈঠকে তারা ভূ-রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন এবং বিশেষভাবে পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের মানবকল্যাণমুখী কর্মকাণ্ড নিয়ে কথা বলেন।

কার্ডিনালরা প্রয়াত পোপ ফ্রান্সিসকে ইউনূসের একজন “ঘনিষ্ঠ বন্ধু” বলে উল্লেখ করেন এবং বলেন, দু’জনই বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে কাজ করেছেন। তারা ড. ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, “আপনি যেমন দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করেছেন, পোপ ফ্রান্সিসও তা-ই করেছেন নিজের পথ থেকে।”

শনিবার রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরিতে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়। এরপরই কার্ডিনালদের সঙ্গে ড. ইউনূসের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, আগামী সপ্তাহেই ভ্যাটিকান সিটিতে নতুন পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে এই দুই কার্ডিনাল নিজরাও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে শ্রমিকদলের নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধে ভারতের ১.১৪ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা
দেশের পথে প্রধান উপদেষ্টা
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
উত্তাল ইউআইইউ ক্যাম্পাস, ভিসি-ডিনসহ ১১ কর্মকর্তার পদত্যাগ
এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিশাল নিয়োগ, পদ ৬০৮
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছে: আলী রীয়াজ
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান: ‍শেহবাজ শরীফ
স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি, দুই সেনাসদস্যসহ নিহত ১৭
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
হজের ফ্লাইট শুরু মঙ্গলবার, উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা
ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত সাড়ে ৭ শতাধিক
ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিন্ধুর পানি ছাড়ল ভারত, হঠাৎ বন্যায় ডুবলো পাকিস্তানের কাশ্মীর
রিয়ালের হৃদয়ভাঙা রাত, কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
উত্তরায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণ-তরুণীর মৃত্যু
জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটিতে ১০ জেলায় বিদ্যুৎ বিভ্রাট