পদ্মা সেতু দেশের অর্থনীতিতে বড় অর্জন
পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের একটি অর্জন। এই সফলতাকে কাজে লাগিয়ে আমরা একটি ইতিবাচক দিকে এগিয়ে যাব বলে আশা করছি। এই অঞ্চলের অর্থনীতির পাশাপাশি সারা দেশের অর্থনীতির একটি পরিবর্তন আমরা আশা করছি। পদ্মা সেতু শুধুমাত্র সেতু না এটি একটি ট্রান্সপোর্ট করিডোর। একইসঙ্গে একটি ইকোনমিক করিডোরও বলব। সুতরাং সেগুলি করতে গেলে সমান্তরাল উদ্যোগগুলিও আমাদের সাথে সাথে নিতে হবে। তাহলেই ইকোনমিক স্ট্যাবিলিটি ধরে রাখা সম্ভব হবে। এরফলে রিটার্নও ভাল আসবে। পদ্মার মতো একটি প্রমত্তা নদী, বিশেষ করে বলব, নদী শাসনটিও এখানে গুরুত্বপুর্ণ একটি বিষয়।
এত গভীরে পাইলিং করতে হয়েছে, যেটি প্রায় অসম্ভব ছিল। কাজেই পদ্মার উপরে ব্রিজ নির্মাণে কত গভীরে যেতে হয়েছে সেটি অনুমান করতে হলে এবং যেসব যন্ত্রপাতিব্যবহার করা হয়েছে, বিদেশ থেকে সেগুলি নিয়ে আসা এগুলিও এক একটি বিরাট ব্যাপার। সবাই যে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন সেটি অস্বীকার করার কোনো উপায় নেই। তা ছাড়া সবকিছু মিলিয়ে এর খরচওঅনেক বেশি হবে এটিই স্বাভাবিক। অন্যসব প্রকল্পের সঙ্গে এটিকে মিলানো ঠিক হবে বলে আমি মনে করি না।সুতরাং এটি একটি বিশাল কর্মকান্ড আমাদের দেশে। এতবড় স্থাপনা এর আগে হয়নি। পদ্মা সেতু নির্মাণেরমধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আমরা একটি সক্ষমতার স্বাক্ষর রাখতে পারলাম। সুতরাং সবদিক থেকে এটি একটি বড় অর্জন।
আশা করব যে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যে সুদূরপ্রসারি একটি ফলাফল লাভ করতে সক্ষম হবো।যোগাযোগের ক্ষেত্রেও একটি বড় সুবিধা আমরা লাভ করতে সক্ষম হবো। যে বিনিয়োগ আমরা করেছি, সেটিতুলে আনতে গেলে যে কর্মসংস্থান ইকোনমিক জোনগুলোতে সৃষ্টি করতে গেলে মানুষদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, প্রস্তুতিমূলক বিনিয়োগ,এগুলির দিকে আমাদের আরও বেশি জরুরি ভিত্তিতে মনযোগদিতে হবে। সরকারের সম্পদ আহরণের একটি সুযোগ সৃষ্টি করতে হবে। তবে এক্ষেত্রে আমি বলব, বিনিয়োগগুলি যেন পরিবেশ বান্ধব হয়, সেদিকে নজর দিতে হবে আমাদের। সেটিতো অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে।
পরিবেশের ক্ষতি করে শুধুমাত্র টাকার অঙ্কে সবকিছু পরিমাপ করা ঠিক হবে না। আমাদের বিনিয়োগগুলো যখন করা হবে সেগুলি যাতে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়। সেটিতে আমাদের অবশ্যই মনযোগ দিতে হবে । সেক্ষেত্রে আমি একমত অর্থাৎ দ্বিমতের কোন সুযোগ নেই। ইলিশ মাছের প্রজননের যেন সমস্যা না হয়, অভিযোজনের যেন সমস্যা না হয়, সেগুলোও খেয়াল রেখেই কাজটি করা হয়েছে। প্রকল্প শুরুর আগেই এসব বিবেচনা করেও দেখা হয়েছে। এখন পরবর্তী কাজগুলো করার সময় কিছু বিষয় মাথায় রেখেই আমাদের উদ্যোগগুলো নিতে হবে। যেন আমরা সর্বোচ্চ সুফল এবং সফলতা দুটিই লাভ করতে পারি।
লেখক: অধ্যাপক ও সম্মানীয় ফেলো, সিপিডি