বইমেলার অষ্টম দিনে নতুন এসেছে ১১৪ বই
বইমেলার অষ্টম দিনে নতুন বই এসেছে ১১৪টি। গত মঙ্গলবার এ সংখ্যা ছিল ১০৪। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৬৫৯টিতে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্যে নতুন বইয়ের সংখ্যা জানা গেছে।
জানা যায় বুধবার মেলাতে, গল্প ১৩টি, উপন্যাস ১৩টি, প্রবন্ধ ৬টি, কবিতা ৪৪টি, গবেষণা ১টি, ছড়া ২টি, জীবনী ৭টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ২টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ১টি, ইতিহাস ৬টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, বঙ্গবন্ধু ১টি, ধর্মীয় ৪টি, অনুবাদ ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ৭টি বই নতুন এসেছে।
আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল অমর একুশে বইমেলার নবম দিনে ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মেলা বিকাল ৩টা থেকে শুরু হয়ে চলবে ৯টা পর্যন্ত।
এদিকে ৪টা বইমেলার মূলমঞ্চে মুস্তাফিজ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি: কবীর চৌধুরী এবং জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি: সাংবাদিক-সাহিত্যিক জহুর হোসেন চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আবদুস সেলিম ও জাহীদ রেজা নূর। আলোচনার অংশগ্রহণ করবেন কাজল বন্দ্যোপাধ্যায়, খায়রুল আলম সবুজ, মনজুরুল আহসান বুলবুল।
এমএমএ/