রাজশাহীতে দেড় হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশা
রাজশাহীতে চলতি মৌসুমে দেড় হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশা করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার (৪ মে) থেকে শুরু হচ্ছে রাজশাহীর আম বাজারজাত প্রক্রিয়া।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এর আগে এক মৌসুমে আমের ব্যবসা ৭০০ থেকে ৮০০ কোটি টাকার মধ্যে থেকেছে। গত বছর ১ হাজার কোটি টাকার মতো আমের বাণিজ্য হয়। যা এবার দেড় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে এমনই প্রত্যাশা কৃষি বিভাগের।
তথ্য অনুযায়ী, গত বছর রাজশাহী জেলায় ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল। আর এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে ২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেন বলেন, রাজশাহীতে এবার আমের খুবই ভালো ফলন হয়েছে। গত বছর প্রতি মণ আম ৩ হাজার ২০০ থেকে ৪ হাজার টাকাতে বিক্রি হয়েছে। এবারও চাষিরা ভালো দাম পাবে এমনটাই আশা করছি। আর মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য রোধে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবকিছু অব্যাহত থাকলে কৃষকরাও নায্য দাম পাবে।
এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাজারে পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত করতে প্রতি বছরই তারিখ নির্ধারণ করা হয়। এবারও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তারিখ ঠিক করা হয়েছে। আর চাষিরাও যেন ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে প্রশাসন কাজ করছে। মাঠ পর্যায়ে তদারকি থাকবে।
উল্লেখ্য, বুধবার (৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সভায় আম বাজারজাতকরণের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়। ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল ৪ মে থেকে গুটি আম বাজারজাত করা শুরু হবে।
এসজি