নড়াইলে শঙ্কা নিয়ে বোরো ধান চাষ
সার ও ডিজেলের দাম বৃদ্ধিতে মনে শঙ্কা নিয়ে বোরো ধান চাষ শুরু করেছেন নড়াইলের কৃষকেরা। ধানের চারার দামও এবার বাড়তি। অতিরিক্ত ব্যয়ে বোরো ধান চাষে উৎপাদন খরচ উঠাবে কি না তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। তবে আবহাওয়া অনুকূলে আর ধানের বাজার মূল্য ভালো থাকায় কৃষক বোরো আবাদ অব্যাহত রাখবে বলে মনে করছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর বোরো চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার হেক্টর জমিতে। এরমধ্যে ২৭ হাজার হেক্টর জমিতে হাইব্রিড এবং ২৩ হাজার হেক্টর জমিতে উফশী ধানের আবাদ হবে। ইতোমধ্যে তার প্রায় ৭৯ শতাংশ জমি চাষের আওতায় এসেছে।
জেলার বোরো চাষিরা জানান, এই মুহূর্তে আবহাওয়া বোরো চাষের জন্য উপযুক্ত। তবে ডিজেলের দাম বৃদ্ধিতে সেচ দিতে এ বছর অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। ঠিকমতো সার পাওয়া যাচ্ছে না। পেলেও দূর থেকে আনতে হচ্ছে। খরচ বেশি পড়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চারার দামও এবছর অনেক বেশি। ধানের বাজারদাম ভালো হলেও এ মৌসুমে ধান উৎপাদনে যে খরচ হবে তা উঠালেও লাভের দেখা মনে হয় মিলবে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় বলেন, বৈশ্বিক কারণে ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষকের সেচ খরচ বেশি হবে। তবে তারা কৃষকদের উদ্বুদ্ধ করছেন পর্যায়ক্রমে শুকনা ও ভিজানো পদ্ধতি অবলম্বন করে কৃষক যেন সেচের ব্যাপারে সাশ্রয়ী হয়। দুশ্চিন্তার কিছু নেই। সারের পার্যাপ্ত মজুদ রয়েছে। কৃষক যাতে পর্যাপ্ত পরিমাণে সার পায় সেটি কৃষি বিভাগ নিশ্চিত করবে।
এসএন