মিলছে ভালো দাম, শীতের সবজি চাষে বাড়ছে আগ্রহ
দাম ভালো পাওয়ায় শীতের সবজি চাষে আগ্রহ বাড়ছে নড়াইলের কৃষকদের। অল্প সময়ে, স্বল্প খরচে অধিক উৎপাদনই কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে। বাজরে শীতের সবজির চাহিদাও ব্যাপক। তাই জেলাজুড়ে শুধু আবাদি জমিতে নয়, বাড়ির আঙিনায়ও চাষ হচ্ছে আগাম শীতের সবজি।
শীতকালীন সবজি চাষ করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। উৎপাদিত সবজি বিক্রি করে অভাব মোচনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৫ হেক্টর। ইতোমধ্যে ৮৬ শতাংশ জমিতে সবজি চাষ হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, জেলায় শীতের শুরু থেকে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজরসহ এই মৌসুমের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ তার আবাদি জমিতে আবার কেউ তার বাড়ির আঙিনায় সবজি চাষ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় সবজি চাষে ফলনও ভালো হয়েছে। পোকামাকড়ের আক্রমণ না থাকায় ও পণ্য পরিবহনের সুব্যবস্থা থাকায় কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। উৎপাদিত সবজি বাজারে ভালো দামে বিক্রি করছেন তারা।
সবজি চাষিরা জানান, এ বছর ফলন ভালো হয়েছে। বাজারেও চাহিদা রয়েছে। পণ্য পরিবহন ব্যবস্থা ভালো থাকায় কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। স্থানীয় বাজারে পাইকারি বিক্রি করে দামও ভালো পাচ্ছেন তারা। ফলে আর্থিক সচ্ছলতা বাড়ছে। কৃষি অফিস থেকে খোঁজখবর নিয়ে দেওয়া হচ্ছে পরামর্শ। আগাম শীতের সবজি চাষ লাভজনক হওয়ায় অনেক কৃষকই এ সবজি চাষে ঝুঁকছেন। মাঝে যারা ছেড়ে দিয়েছিল তারাও আবার সবজি চাষে ফিরছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, শীতের সবজির বাজারদর আকাশচুম্বী হওয়ায় কৃষক ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর প্রতিটি ফসলেই ভালো মূল্য পাচ্ছেন। রোগ নেই, পোকা নেই, আবহাওয়া অনূকুলে থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে। কৃষকের সঙ্গে থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সবজি চাষ হবে বলে আশা করছেন এই কর্মকর্তা।
এসজি