এসএইউপিএস কাল সারাদিনের আলোকচিত্র কর্মশালা করবে
এবারও একটি দিনব্যাপী কর্মশালা আয়োজন করতে যাচ্ছে ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি বা সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (এসএইউপিএস)’।
আলোকচিত্রের মৌলিক বিষয়গুলো নিয়ে কর্মশালাটি আগামীকাল শনিবার, ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি তোলায় আগ্রহী করতে আয়োজন করা হচ্ছে।
এজন্য ১শ টাকা নিবন্ধন ফি ধার্য করা হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।
প্রশিক্ষক থাকবেন-দেশের খ্যাতনামা প্রেস ফটোগ্রাফার মোহাম্মদ রাফায়েত হক খান। তিনি বর্তমানে জুমা প্রেসে কর্মরত আছেন।
কর্মশালাটি নিয়ে ক্লাব সভাপতি কিবরিয়া রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরোনো ছাত্র, ছাত্রীরা আমাদের এই কর্মশালার মাধ্যমে ভালোভাবে ছবি তোলা শিখতে পারবেন। ছবি সম্পর্কে জানতে পারবেন। প্রভাবগুলো তাদের ক্যারিয়ারে অনেক অবদান রাখবে।”
মৌলিক কর্মশালাটির পাশাপাশি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি শীঘ্রই আরেকটি অ্যাডভান্স কর্মশালার আয়োজনের পরিকল্পনা করছে।
উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় ক্লাবটি ৪টি অন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী এবং ৩টি জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : রাজিবুল ইসলাম, মোবাঃ +৮৮০১৭৫৯-৪৮১৭০৭।
ছবি : টাঙ্গুয়ার হাওর-রামসার সাইট, ছবি রাজিবুল ইসলাম।
ওএফএস।