লাউ চাষে সফল শ্রীপুরের ফারুক শেখ
অনেক তরুণ এখন চাকরির জন্য ধরনা না দিয়ে কৃষি কাজ শুরু করছেন। তেমনই একজন গাজীপুর শ্রীপুর উপজেলার পশ্চিম সোনাব গ্রামের তরুণ কৃষক মো. ফারুক শেখ।
পড়ালেখা শেষ করে পেশা হিসেবে বেছে নেন কৃষিই। বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের শাক-সবজি রোপণ করেন। গত বছর ফারুক শেখ ৪ বিঘা জায়গায় লাউ চাষ করে পরিবার এবং আত্মীয়দের চাহিদা মিটিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা আয় করেন।
এবছর তিনি ৫ বিঘা জায়গায় লাউ চাষ করে এলাকায় হৈ-চৈ ফেলে দিয়েছেন। ফারুক বর্তমান তার লাউ ক্ষেত থেকে প্রতিদিন ২০০ থেকে আড়াইশ লাউ উঠাতে পারেন। পাইকারি হিসেবে গড়ে প্রতিটি লাউ বিক্রি করেন ৫০ টাকা করে। এ ছাড়া পেঁপে, কলার বাগানও রয়েছে তার। রয়েছে গরু ও ছাগেলের ফার্মও। ফারুক শেখকে দেখে এলাকার তরুণ ও শিক্ষিত বেকারেরা কৃষি কাজের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।
স্থানীয়রা জানান, ফারুক শেখ একজন তরুণ কৃষক। তিনি প্রতি মৌসুমে বিভিন্ন ধরনের শাক-শবজি চাষ করে সফলতা অর্জন করেছেন। আমাদের এলাকায় ফারুকের আগে এত পরিমাণ জায়গায় কেউ লাউ বা সাক-সবজি চাষ করেনি। ফারুকের কৃষি ব্যবস্থা দেখে আমরাও এখন শাক-সবজি চাষ করছি।
তরুণ কৃষক মো. ফারুক শেখ ঢাকাপ্রকাশ-কে বলেন, বাল্যকাল থেকেই কৃষিকাজের প্রতি আকৃষ্ট ছিলাম আমি। তাই লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে কৃষি কাজ শুরু করি। কৃষি একটি সম্মানজনক পেশা। যার একটু জায়গা রয়েছে সে যেন ওই জায়গা পতিত না রেখে কোনো না কোনো ফসল ফলায়। তা ছাড়া সরকার যদি কৃষকদের বিনা সুদে ঋণ এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করে তাহলে কৃষি কাজের প্রতি মানুষের আরও আগ্রহ বাড়বে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মূয়িদুল ইসলাম জানান, ফারুক একজন তরুণ কৃষক। তিনি শাক-সবজি চাষের পাশাপাশি বিভিন্ন ফলের চাষ করে করে আসছে। ভালে ফলনের আশায় আমরা ফারুককে বিভিন্ন পরামর্শ দেব। আমরা আশাবাদী ফরুকের সফলতা দেখে অনেকেই কৃষি কাজের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে এবং দেশের পুষ্টির চাহিদা অনেকটায় পূরণ হবে।
এসএন