শীতের সবজি চাষে ব্যস্ত ভোলার চাষিরা
ভোলায় শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন ভোলার কৃষক। সদর উপজেলার রাজাপুর, টুমচর, বাহেরচর, চর চটকিমারা, কাঝিরচর, ভোলার চর, মাঝেরচর, মদনপুর, বাহাদুরপুর চরসহ বিভিন্ন ইউনিয়নের চরে দেখা গেছে, শীতের আগাম সবজির চারা রোপণ করছেন কেউ কেউ। আবার কেউ রোপণ করা গাছের পরিচর্যা করছেন।
চলতি বছর আনুপাতিক হারে বৃষ্টিপাত কম হওয়ায় চাষিরা সময়মতো আগাম সবজি চাষ শুরু করতে পেরেছেন বলে জানান চাষি লিটন। আবহাওয়া অনুকূলে ও তেমন রোগবালাই না থাকায় শীত মৌসুমে সবজি চাষে বাম্পার ফলনের আশা করছেন ভোলার কৃষকরা। তারা বলেন, এক একর জমিতে ক্যাপসিকাম চাষ করতে প্রায় চার লাখ টাকা খরচ হবে। ভালো ফলন হলে ভালো লাভ হবে।
এ বিষয়ে একাধিক কৃষক বলেন, চলতি বছর শীতকালীন সবজি ব্যবসায় নতুন মোড় সৃষ্টি হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় সবজি চাষিরা স্বল্পসময়ে তাদের উৎপাদন করা সবজি রাজধানী ঢাকায় পৌঁছাতে পারবেন বলে আশা করছেন। চাষিরা বলেন, জেলার উৎপাদিত আগাম সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে পদ্মাসেতু হয়ে মাত্র ৪ থেকে ৫ ঘণ্টায় রাজধানী ঢাকার বাজারে পৌঁছানো সম্ভব হবে।
সদর উপজেলার ইলিশা ইউনিয়নের লিটন, সরিফুল ও সবুজ মিয়া জানান, শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন তারা। বর্তমানে লিটন তার ক্যাপসিকাম ক্ষেতে চারা রোপন করেছেন। চারার দৈর্ঘ্য চার পাঁচ ইঞ্চি হয়েছে সকাল-বিকাল এসব গাছের পরিচর্যায় ব্যস্ত সময় করছেন লিটন।
চাষি বিল্লাল বলেন, শীতের আগেই জমিতে শসা, করলা লাগানোর জন্য জমি তৈরি করছেন। এখন নদীতে মা ইলিশের ধরা বন্ধে অভিযান চলছে তাই ক্ষেতে কাজ করার লোকের অভাব হচ্ছে না। একাধিক চাষি বলেন আবহাওয়া অনুকূলে থাকলে শীত পড়ার আগেই আমরা এসব সবজি বাজারে তুলতে পারব বলে আশাবাদী।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর ব্যাপক শসা, লাউ, করলা, ক্যাপসিকাম, শিমসহ নানা শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন ভোলার চাষিরা। বর্তমানে খুচরা ও পাইকারি বাজারে সবজির বিক্রিও বেশ ভালো। তাই এসব সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এ কৃষকরা।
এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাসান মো. ওয়ারিসুল কবির বলেন, ভোলার চরাঞ্চল নিচু তবুও এখানকার কৃষক শীতের আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছেন। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় এবার শুরু থেকেই সবজির আবাদ হচ্ছে আশানুরূপ। শীতকালীন আগাম জাতের এসব সবজি চাষ লাভজনক করে তুলতে আমাদের মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বিক সহযোগিতা করবেন।
এসএন