মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ২৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাজশাহী অঞ্চলে ধানের জমি কমেছে ১ লাখ ৩৩ হাজার হেক্টর

রাজশাহী কৃষি অঞ্চলে এক যুগে ধানের জমি কমেছে ১ লাখ ৩৩ হাজার ৩৮২ হেক্টর। ব্যাপক পরিমাণ ফলের উৎপাদন বেড়ে যাওয়ায় ধানি জমি কমছে। এদিকে ধানের জমির পরিমাণ কমলেও কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও উন্নত উদ্ভাবনী শক্তির কারণে উৎপাদন তুলনামূলকভাবে বেড়েছে। তবে ক্রমবর্ধমান হারে ধানের জমিতে ফলবাগান, আবাসিক ভবন ও কারখানা নির্মাণ হলে অদূর ভবিষ্যতে সংকটের শঙ্কাও প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০১৪-২০১৫ অর্থবছরে এ অঞ্চলে ৮৭ হাজার ৩২ হেক্টর জমিতে ফলের বাগান ছিল। পাঁচ বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৮৫৫ হেক্টরে। লাভজনক হওয়ায় কৃষক বাণিজ্যিক ফলবাগানে ঝুঁকেছেন। এক যুগ আগে থেকেই এই অঞ্চলে বাণিজ্যিক ফলবাগান বাড়তে শুরু করেছে। এক যুগে এই অঞ্চলে ধান চাষের পরিধি কমেছে প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩৮২ হেক্টর। তবে উল্টো চিত্র উৎপাদনে। এই এক সময়ের ব্যবধানে ধানের উৎপাদন বেড়েছে ৩৪ হাজার ৮৫ টন।

রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ নিয়ে রাজশাহী কৃষি অঞ্চল। আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৮-২০০৯ মৌসুমে এই চার জেলায় আউশ, আমন ও বোরো মিলে মোট ধানের আবাদি জমি ছিল ১০ লাখ ৭৩ হাজার ৯১৩ হেক্টর। ওই সময় ধান উৎপাদন হয়েছে ৩২ লাখ ৭০ হাজার ২৪৩ টন। অন্যদিকে ২০২১-২০২২ অর্থবছরে এই চার জেলায় মোট ধানের আবাদি জমি ছিল ৯ লাখ ৪০ হাজার ৫৩১ হেক্টর। তাতে ধান উৎপাদন হয়েছে ৩৩ লাখ ৪ হাজার ৩২৮ টন। ১৪ বছরের ব্যবধানে ১ লাখ ৩৩ হাজার ৩৮২ হেক্টর জমিতে ধানের আবাদ কমেছে। তবে এই সময়ে উৎপাদন বেড়েছে ৩৪ হাজার ৮৫ টন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই বছরেই এই অঞ্চলের চার জেলার ৭৬ হাজার কৃষক এক বিঘা জমিতে ধান চাষের জন্য প্রণোদনার আওতায় ৫ কেজি করে উচ্চ ফলনশীল জাতের ধানবীজ এবং ২০ কেজি করে সার পেয়েছেন। এর মধ্যে ২০২১-২০২২ মৌসুমে ৪৩ হাজার ২০০ জন আউশ, ১ হাজার ৪০০ জন রোপা আমন হাইব্রিড এবং ১১ হাজার ৬০০ জন উফশি রোপা আমন বীজ ও সার পেয়েছেন। ওই বছরই চাষাবাদের জন্য আরও ৬৪৩ জন কৃষককে প্রণোদনার সার-বীজ দেওয়া হয়েছে।

জানা গেছে, রাজশাহী অঞ্চলে চাষের জন্য উপযোগী ধানের বেশ কিছু জাত উদ্ভাবন করেছে ধান গবেষণা কেন্দ্রের আঞ্চলিক দপ্তর। খরাসহিষ্ণু জাত ব্রি ধান-৭১ ও পুষ্টি গুণাগুণ সম্পন্ন জিংকসমৃদ্ধ জাত ব্রি ধান-৭৪ এবং ব্রি ধান-৮৪ উদ্ভাবন করেছেন এখানকার বিজ্ঞানীরা। বোরো মৌসুমে অধিক ফলনশীল ব্রি ধান-৮১, ব্রি ধান-৮৮ এবং ব্রি ধান-৮৯ উদ্ভাবনেও এখানকার বিজ্ঞানীদের অবদান আছে। ব্রি ধান-৭৫ উদ্ভাবনেও এখানকার বিজ্ঞানীরা বিশেষ ভূমিকা রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রি রাজশাহী অঞ্চলের প্রধান ড. ফজলুল ইসলাম বলেন, ধানের নতুন নতুন জাত উদ্ভাবনে এখানকার বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু ধানের উন্নত জাত উদ্ভাবন হয়েছে। এগুলো এই অঞ্চলে চাষের উপযোগী। এখানে চাষ উপযোগী ব্রি হাইব্রিড ধান-৭ এবং ব্রি ধান-৯৮ উদ্ভাবন করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী ও নওগাঁর মহাদেবপুরে এই ধান চাষ হয়। এই ধান তুলে গোদাগাড়ীতে টমেটো ও মোহনপুরে আলু চাষ করেন কৃষকরা। সম্প্রতি ব্রি ধান-১০২ উদ্ভাবন হয়েছে। উচ্চ মাত্রার জিংকসমৃদ্ধ এবং রোগ প্রতিরোধী এই জাতটি আগামী বোরো মৌসুমে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। কৃষকদের দিন বদলে দিয়েছে চাষের আধুনিক কৌশল ও উচ্চ ফলনশীল জাতের এসব ধান।

রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শামসুল ওয়াদুদ জানান, আধুনিক প্রযুক্তি, সেচ সুবিধা ও উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবনের মধ্যে দিয়ে ধানের জমির পরিমাণ কমলেও উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। এটি এ অঞ্চলের কৃষক, কৃষি দপ্তর ও উদ্ভাবকদের সফলতা। তবে উত্তরোত্তর যদি ধানের জমি কমে যায়; তবে অদূর ভবিষ্যতে নতুন সংকটের মুখে পড়তে হবে। অনেকে তিন ফসলি, দুই ফসলি জমিতে কারখানা, আবাসিক ভবন করছেন। যেটা আইনত নিষিদ্ধ। এ ছাড়া তিন ফসলি ধানের জমিতে ফলের বাগানেও নিষেধাজ্ঞা আছে। বিষয়টি সরকারের সুনজরে আছে। অচিরেই প্রশাসনিক তৎপরতাও হয়তো বাড়বে।

এসএন

Header Ad
Header Ad

দুর্দান্ত ডেথ বোলিংয়ে ঘুরলো ম্যাচের মোড়, রংপুরের সাতে সাত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনাপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্স টানা সপ্তম জয় তুলে নিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে অপরাজিত অবস্থান ধরে রেখেছে তারা।

টসে জিতে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা ছিল নড়বড়ে। তবে খুশদিল শাহের ৩৫ বলে অপরাজিত ৭১ রানের ঝড়ো ইনিংস এবং ইফতিখার আহমেদের ৩৬ বলে ৪৩ রানের সুবাদে ২০ ওভারে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা। খুলনার হয়ে আবু হায়দার রনি ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈম (৪১ বলে ৫৮) এবং মেহেদী হাসান মিরাজের (২৪ বলে ৩৯) দ্রুতগতির ইনিংসে জয়ের কাছাকাছি পৌঁছে যায় খুলনা টাইগার্স। কিন্তু রংপুরের ডেথ বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনীতে শেষ ওভারে ১২ রান দরকার থাকা সত্ত্বেও মাত্র ৩ রান করতে পারে খুলনা। আকিফ জাভেদের ৩ উইকেট এবং সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিং রংপুরকে জয় এনে দেয়।

এ জয়ের ফলে রংপুর রাইডার্স বিপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে।

Header Ad
Header Ad

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে বললেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আয়োজনের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

সাক্ষাতের সময় উপাচার্য কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের জীবনযাত্রার মানোন্নয়ন, এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি উল্লেখ করেন যে, জাকসু নির্বাচনের রোডম্যাপ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং আগামী ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া গত ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

জাকসু নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, "যদি আপনারা চান, তাহলে জাকসু নির্বাচন আয়োজন করুন। নির্বাচনটি আপনাদের নেতৃত্বে সফলভাবে অনুষ্ঠিত হোক।"

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে প্রতিষ্ঠার পর থেকে মাত্র ৯বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ ৩৩ বছর প্ল্যাটফর্মটি নিষ্ক্রিয় থাকার পর নতুন করে এটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনার মামলা এবং আহতদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৩৭ লাখ টাকা প্রদানের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রবসহ আরও অনেকে।

Header Ad
Header Ad

এইচএমপিভি নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করেছে। সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরামর্শ অনুযায়ী বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এই ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রী, স্টাফ এবং দর্শনার্থীদের মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে। কারো মধ্যে জ্বর, কফ, বা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে বলা হয়েছে।

এয়ারলাইন্সগুলোকে তাদের ফ্লাইট পরিচালনার সময় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত, যেসব দেশে এইচএমপিভি সংক্রমণের হার বেশি, সেসব দেশ থেকে যাত্রী পরিবহনের সময় বাড়তি সতর্কতা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া, ফ্লাইটে কোনো আক্রান্ত রোগী থাকলে এয়ারক্রুদের কীভাবে তাকে সেবা দিতে হবে, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে এই ভাইরাসে প্রথম আক্রান্ত হিসেবে একজন নারী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

সংক্রমণ প্রতিরোধে করণীয়:

  • মাস্ক পরিধান করুন।
  • হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন।
  • ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ঝুড়িতে ফেলুন এবং হাত ধুয়ে ফেলুন।
  • আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং তিন ফুট দূরত্ব বজায় রাখুন।
  • নিয়মিত সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন।
  • অসুস্থ হলে বাড়িতে থাকুন এবং প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

 

স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সচেতন থাকার পাশাপাশি নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুর্দান্ত ডেথ বোলিংয়ে ঘুরলো ম্যাচের মোড়, রংপুরের সাতে সাত
বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে বললেন প্রধান উপদেষ্টা
এইচএমপিভি নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি
স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত : নির্বাচন কমিশনার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ
এবার মাদক অধিদপ্তরের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ
জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বাংলাদেশে কিছুই নেই, ওই দেশে দরিদ্র মানুষ বেশি: বিজেপি নেতা
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জামায়াতের
ভারতে পালানোর সময় ইডেন ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি
সীমান্তে উত্তেজনা: নয়া দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব
পুলিশে বড় রদবদল, ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, তফসিল ১ ফেব্রুয়ারি
বিপিএলে টানা তিন জয়ে উড়ছে চট্টগ্রাম কিংস
প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ পেলেন পেসার নাহিদ রানা
সচিবালয়ের সামনে এসআইদের আমরণ অনশনের ডাক