বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ | ১৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গাইবান্ধায় শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অধিক লাভের আশায় শীতের আগাম সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। এরই মধ্যে মূলা, পটল, ঢেঁড়শসহ আরও কিছু শীতের আগাম সবজি বাজারে উঠতে শুরু করেছে। ভালো দাম পেয়ে কৃষকরা খুশি।

জেলার গোবিন্দগঞ্জ উপজেলা অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে বেগুন, মূলা, ঢেঁড়শ, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, পেপে, শিম, লাউ, গাজর, মিষ্টি কুমড়া, বরবটি, ক্ষিরা, পালংশাক, লালশাকসহ বিভিন্ন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভালো দামের আশায় এসব সবজি চাষে কৃষক ঝুঁকেও পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, জেলার গোবিন্দগঞ্জ উপজেলা গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়রা, কালিকাডোবা, অনন্তপুর, জরিপপুর, কামারদহ ইউনিয়নের বকশিচর, বার্ণাচন্দ্র শেখর, মাস্তা, বাইচপুর, ঘোড়ামারা, ফাঁসিতলা গ্রামে শতের আগাম সবজি চাষ হচ্ছে। কৃষকরা বেগুন, মূলা, কপি, ঢেঁড়শ, লাল শাক, পুঁইশাক ক্ষেতে আগাছা পরিষ্কারের জন্য নিড়ানি দিচ্ছেন। কেউবা বেগুন, ঢেঁড়শ গাছে লাকড়ি পুঁতে দিচ্ছেন। কেউবা সবজি ক্ষেতে কীটনাশক স্প্রে করছেন। মাঠে মাঠে শোভা পাচ্ছে লাল-সবুজ শাক-সবজি বিভিন্ন সবজি। দিন দিন বেড়ে উঠছে সবজি চারাগুলো। কিছু কিছু গাছে ফুল এসেছে আবার কোনোটা থেকে ফসল তোলা হচ্ছে। অনেকেই মূলা, ঢেঁড়শ, লাল শাক বিক্রি শুরু করেছেন। বাজারে আগাম সবজির ভালো দামও পাচ্ছেন।

উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে জায়েদ আলী ৩০ শতক জমিতে মূলা এবং ২০ শতক জমিতে লাল শাক লাগিয়েছেন। এরই মধ্যে তিনি মূলা বাজারে বিক্রিও শুরু করেছেন। বাজারে এখন প্রতিটি সবজির দাম বেশি। তাই ভালো দাম পেয়ে তিনি খুশি।

পৌর এলাকার গোরস্থান পাড়ার বাবলু মিয়া জানান, তিনি তার ৪০ শতক উঁচু ভিটায় পটল আবাদ করেছেন। হাট বাজারে পটল বিক্রি করে তিনি ভালো দাম পেয়ে তিনি খুশি। এখন ওই জমিতে ফুলকপি ও বাঁধাকপি লাগিয়েছেন। কপির গাছও ভালো হয়েছে। শীতের আগেই এসব ফুলকপি ও বাঁধাকপি তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে বলে তিনি জানান।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই- মাহমুদ জানান, গোবিন্দগঞ্জ উপজেলা ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকরা আমন ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। আগাম শীতকালীন সবজি যেমন- লালশাক, পালং শাক, পুঁই শাক, মুলা, ঢেঁড়শ, কপি, বেগুন, শিম, বরবটিসহ বিভিন্ন সবজি চাষ শুরু করেছে কৃষকরা। আগাম সবজির বাজার মূল্য ভালো পাওয়ায় লাভবান হবেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস কৃষকদের উৎসাহ ও বিভিন্ন রকম সহায়তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি সরকারের কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হচ্ছে বলেও তিনি জানান।

এসএন

Header Ad
Header Ad

রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়

ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিংয়ের সামনে সম্পূর্ণ ব্যর্থ হলো ফরচুন বরিশালের ব্যাটাররা। ১২৪ রানের অল্প পুঁজিতে বরিশালের বোলাররাও প্রতিরোধ গড়তে পারেনি। অপরাজিত ফিফটির মাধ্যমে সাইফ হাসানের দুর্দান্ত ইনিংস রংপুরকে সহজ জয় এনে দিয়েছে। এ জয়ের ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। অভিষিক্ত ওপেনার আজিজুল হাকিম তামিম শূন্য রানে আউট হন। এরপর তিনে নামা তৌফিক খান তুষারও কোনো রান করতে পারেননি। দ্রুত ১৫ রানে দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে রংপুর।

তবে চাপ সামলে অ্যালেক্স হেলস ও সাইফ হাসান মিলে অবিচ্ছিন্ন ১১৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সাইফ ৪৬ বলে অপরাজিত ৬২ রান করেন, আর হেলস অপরাজিত থাকেন ৪৯ রানে।

বরিশালের ব্যাটিং লাইনআপে শুরুর থেকেই ছিল বিশৃঙ্খলা। ওপেনার নাজমুল হোসেন শান্ত ১০ বলে ৯ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ের পর তাওহিদ হৃদয়ও ব্যর্থ হন, মাত্র ৬ বলে করেন ৪ রান।

অধিনায়ক তামিম ইকবাল শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১৮ বলে ২৮ রান করে নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও ব্যর্থ হন।

শেষদিকে মোহাম্মদ নবি লড়াইয়ের চেষ্টা করলেও রান আউট হয়ে তার ইনিংস থেমে যায়। বরিশালের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার ফলে সহজ জয় তুলে নেয় রংপুর।

Header Ad
Header Ad

ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

একের পর এক ফ্লপ ছবিতে যখন বলিউডের অবস্থা নাজেহাল তখন ‘জওয়ান’ অবতারে বক্স অফিসে ঝড় তোলেন বলিউড কিং শাহরুখ খান। এদিকে যখন পান মাসালার বিজ্ঞাপন নিয়ে অক্ষয় কুমার, অজয় দেবগণকে ঘিরে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করছেন।

অন্যদিকে কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করায় শাহরুখকে নিয়েও সমালোচনা নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়েছে। সুপারস্টার হয়ে কেন কোল্ড ড্রিঙ্কের মতো অস্বাস্থ্যকর জিনিস প্রচার করছেন, তা নিয়েও শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে কিছু স্বাস্থ্য বিষয়ক সংস্থার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কটাক্ষের কড়া জবাব দিলেন বলিউড কিং। স্পষ্ট জানালেন, ‘যারা মনে করছেন, কোল্ড ড্রিঙ্ক পান করা ভালো নয়, তারা এটাকে নিষিদ্ধ করার জন্য আবেদন জানাতে পারে।

শাহরুখ আরও বলেন, ‘এগুলো নিষিদ্ধ হবে না, কারণ এগুলো বিক্রি হলে সরকারের ঘরে অর্থ আসে। সরকারে ঘরে যদি অর্থ আসে, তাহলে এক অভিনেতা হয়ে আমারও পারিশ্রমিক জুটছে। সেটাও তো বন্ধ হওয়া উচিত নয়।’

‘সরকার এগুলো নিষিদ্ধ করুক। সবাই জানে সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক। ভারতে কোল্ড ড্রিঙ্ক তৈরি করা বন্ধ হয়ে যাক। তাহলেই তো সব সমস্যার সমাধান।’

Header Ad
Header Ad

ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় সারা রাত ধরে চালানো ইসরায়েলি বিমান হামলায় ভূখন্ডটির ভেঙে পড়া হামাস পুলিশ ফোর্সের প্রধানসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য দিয়েছে। খবর এএফপির।

এক বিবৃতিতে সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুহারা মানুষের একটি তাঁবু লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী বিমান থেকে বোমা হামলা চালালে তিন শিশু, দুইজন নারীসহ মোট ১১ জন শহীদ হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ এবং তার উপপ্রধান হুসাম শাওয়ান রয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।

গতকাল বুধবার (১ জানুয়ারি) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছিলেন, হামাস যদি ইসরায়েলে রকেট হামলা চালানো বন্ধ না করে তবে ইসরায়েল গাজায় হামলা চালানো আরও জোরদার করবে।

সম্প্রতি গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা আগের চেয়ে বেড়ে গেছে যদিও তা যুদ্ধ শুরুর প্রথম ধাপের চেয়ে সংখ্যার বিচারে অনেক কম। তবে গত ১৫ মাস ধরে চলতে থাকা যুদ্ধে এই ঘটনা ইসরায়েলি সরকারের জন্য একটি রাজনৈতিক আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রংপুরের টানা তৃতীয় জয়, বরিশালের বিপক্ষে সহজ জয়
ভারতে সিগারেট খাওয়া নিষিদ্ধ চান বলিউড কিং
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ১১
নওগাঁয় একবছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫
অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
৪৩তম বিসিএস: বাদ পড়া ২২৭ প্রার্থীদের পুনর্বিবেচনার সুযোগ
জানুয়ারিতে বোতলজাত এলপিজি’র দাম অপরিবর্তিত, অটো গ্যাসের দাম সামান্য কম
বছরের শুরুতেই বিয়ে করলেন গায়ক আরমান মালিক
টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেল ঢাকা, রাজশাহীর প্রথম জয়
গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ
ভারতে তুলনামূলক হারে কমেছে বাংলাদেশী পর্যটক
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
কেন খাবেন সারা রাত ভেজানো কিশমিশ-পানি
বছরের শুরুতেই উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, নারীসহ আহত ১৫!
বিপিএলে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
ম্যাজিস্ট্রেট সেজে নারী চিকিৎসকের সঙ্গে ডিম ব্যবসায়ীর মধুর প্রেম, অতঃপর...
‘ডাক’ মেরে নতুন বছর শুরু লিটন দাসের
আজ চুপচাপ থাকা মানুষদের দিন: বিশ্ব অন্তর্মুখী দিবস