১শ পরিবারকে বন্যায় খাবার দিলো সিকৃবি ছাত্রলীগ
সিলেটের গোয়াইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, বাংলাদেশ ছাত্রলীগ।
গোয়াইনঘাট উপজেলার নন্দীর গাঁও এবং তোয়াকুল ইউনিয়নে ১শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ দিয়েছেন করেন সিকৃবি ছাত্রলীগের নেতা, কর্মীরা।
তারা জানিয়েছেন, এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অর্থায়ন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দক্ষিণ কোরিয়া শাখার সভাপতি আবদুল মতিন।
গরীব বন্যার্তদের সাহায্য প্রদান কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডাঃ ফকর উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাত নং নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল।
অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক।
সিকৃবি ছাত্রলীগের দেওয়া ত্রাণের মধ্যে আছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগের ছাত্রীরাও।
লেখা ও ছবি : ইফতেখার আহমেদ ফাগুন, সভাপতি, সিকৃবি সাংবাদিক সমিতি।