বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ভোগান্তিতে দ্বীপের হাজারো মানুষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন পুরো দ্বীপের হাজারো মানুষ। হঠাৎ বিদ্যুতের এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন দ্বীপবাসী। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সেন্টমার্টিন।

সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুতের এমন বিপর্যয় হয়েছে।

ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছে, গত শনিবার (২৬ অক্টোবর) থেকে বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যার সার্ভারে সমস্যা দেখা দেয়। যার কারণে রিচার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামার যৌথভাবে সমস্যা নিরসনে চেষ্টা করে যাচ্ছে। সাময়িক এ সমস্যার জন্য তারা দুঃখও প্রকাশ করেছে।

এদিকে, বিদ্যুৎ না থাকায় ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ দিচ্ছেন সেন্টমার্টিনের সাধারণ মানুষ।

সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, সেন্টমার্টিনের মানুষ এখন আইসিইউতে আছেন। সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। এদিকে সাগরে মাছ ধরা বন্ধ। পর্যটক আসা নিষিদ্ধ। জাহাজ চলাচল বন্ধ। একমাত্র হাসপাতালের কার্যক্রম বন্ধ। সব রুটি-রোজগারের পথ বন্ধ।

জসিম উদ্দিন শুভ নামে আরেক বাসিন্দা বলেন, সন্ধ্যা থেকে আলোহীন। পুরো দ্বীপ অন্ধকারে। মোবাইলে চার্জ নেই। এভাবে চলতে থাকলে দ্বীপের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। নিজেদের জীবন বাঁচাতে ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ করছি আমরা।

আব্দুর রহমান নামে আরেক বাসিন্দা বলেন, দ্বীপের মানুষ খুব কষ্টে আছেন। নেই বিদ্যুৎ, নেই রোজগার। আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। দ্বীপের বাসিন্দাদের বাঁচাতে দেশের মানুষের সহযোগিতা চাই।

Header Ad
Header Ad

ঈদযাত্রায় কেবল ঢাকা ছাড়তেই অতিরিক্ত ৮৩২ কোটি টাকা ভাড়া আদায়

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা ও আশেপাশে সড়ক, রেল, নৌ ও আকাশপথের বিভিন্ন শ্রেণির গণপরিবহনে ২২ কোটি ৭৪ লাখ ৯০ হাজার ট্রিপ মানুষের যাতায়াত হতে পারে। এসব যাত্রীদের ঈদ বকশিশ বা অতিরিক্ত ভাড়া আদায়ের নামে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এ পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিবেদন তুলে ধরে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ঢাকা থেকে এক কোটি ৫০ লাখ মানুষ গ্রামের বাড়ি যাবেন। তাছাড়া ঈদবাজারসহ নানান প্রয়োজনে বিভিন্ন গণপরিবহনে বাড়তি ট্রিপ সম্পন্ন হবে। এসব যাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের বিভিন্ন সংস্থার নানামুখী তৎপরতার মধ্যেও এবারে ঈদযাত্রায় কেবল ঢাকা ছাড়তেই ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার বাস-লঞ্চ ও বিভিন্ন গণপরিবহনের ভাড়া নির্ধারণে চালক, সহকারীর বেতন-ভাতা ও দুই ঈদের বোনাস প্রতিদিনের আদায়কৃত ভাড়ায় ধার্য থাকলেও দেশের কোনো পরিবহনে তা কার্যকর নেই। ফলে এবারের ঈদে ৯৮ শতাংশ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সড়ক ও নৌপথের পরিবহন মালিকদের নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় মনিটরিং ভিজিল্যান্স টিম থাকলেও এসব টিমে যাত্রী প্রতিনিধি না রাখায় যাত্রীর স্বার্থ কেউ দেখছেন না।

সংগঠনের মহাসচিব বলেন, এবারের ঈদে সবচেয়ে বেশি যাত্রী নৌ-পথে পরিবহন হবে। ঢাকার সদরঘাট ও নারায়ণগঞ্জ নদীবন্দরসহ বিভিন্ন ঘাট দিয়ে ২০০টি ছোট-বড় নৌযানে প্রায় ৪০ লাখ যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাবে। যাত্রীপ্রতি গড়ে ৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত শ্রেণিভেদে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। গড়ে যাত্রীপ্রতি ২০০ টাকা হারে বাড়তি ভাড়া আদায় হলে ঈদের আগে এসব যাত্রীদের কাছ থেকে ৮০ কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, প্যাডেলচালিত রিকশা ঈদ বকশিসের নামে যাত্রীপ্রতি গড়ে ২০ টাকা হারে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রী কল্যাণ সমিতি মনে করে, রাজধানীতে চলাচলকারী প্রায় ৮ লাখ ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, প্যাডেলচালিত রিকশায় ৮ কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে। এসব যানবাহনে যাত্রীদের ১৬০ কোটি টাকা বাড়তি ভাড়া গুনতে হবে। লেগুনা, দুরস্ত, দিগন্ত নানান নামে পরিচিত রাজধানীতে চলাচলকারী ৭ হাজার হিউম্যান হলারে ঈদের আগে প্রায় ৮০ লাখ ট্রিপ যাত্রীকে ঈদ বকশিশের নামে গড়ে প্রায় ২০ টাকা ভাড়া বাড়তি দিতে হবে। সেই হিসাবে ঢাকার হিউম্যান হলারেই কেবল ১৬ কোটি টাকার বেশি বাড়তি ভাড়া আদায় হবে।

‘প্রাইভেটকার, জিপ ও মাইক্রোবাস ২০ হাজার, যেখানে ৬০ হাজার ট্রিপে গড়ে ৩ হাজার ৫০০ টাকা হারে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। সেই হিসাবে এ পরিবহন ব্যবহারকারী যাত্রীদের ২১ কোটি টাকা বাড়তি ভাড়া গুনতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এবারের ঈদে ঢাকা থেকে দূরপাল্লার রুটে বাস-মিনিবাসে ৩০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াতে যাত্রীপ্রতি গড়ে ৩০০ টাকা হারে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। সেই হিসাবে দূরপাল্লার রুটে বাস-মিনিবাসের যাত্রীদের ৯০ কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে।

‘প্রতি বছর ঈদে ঢাকা মহানগরীতে চলাচলকারী সিটি বাস সার্ভিসগুলো ঈদের ২ দিন আগে থেকে যে কোনো গন্তব্যে গেলে ঈদ বকশিশের নামে ৫০ টাকা হারে যাত্রীর মাথাপিছু ভাড়া আদায় করে থাকে। এবারও ঈদের আগের দুদিনে ঢাকার ৩ হাজার সিটি বাসে ৪০ লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে গড়ে মাথাপিছু ৩০ টাকা হারে বাড়তি নিলে এ খাতে ১২ কোটি টাকা যাত্রীদের বাড়তি গুনতে হবে।’

পর্যবেক্ষণ প্রতিবেদনের তথ্যমতে, ঈদে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন ঠেকাতে নানান ব্যবস্থা গ্রহণের পরও বিপুলসংখ্যক নিম্নআয়ের লোকজন কম খরচে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রী হিসেবে ভ্রমণ করে থাকে। এবারের ঈদে ঢাকা থেকে ৮০ হাজার যাত্রী ট্রেনের ছাদে করে বাড়ি যাবে। তাদের প্রত্যেককে গড়ে কমপক্ষে ১০০ টাকা হারে ৮০ লাখ টাকা রেলে নিয়োজিত কর্মকর্তাদের ঘুষ দিতে হবে। খাবার গাড়ি, ইঞ্জিন, দুই বগির মাঝে, কোচের ভেতরে বিনাটিকিটে যাতায়াত করবে আরও প্রায় আড়াই লাখ যাত্রী। ট্রেনে কর্মরত টিটিই, গার্ড, সরকারি-বেসরকারি স্টুয়ার্ড, বেসরকারি ক্যান্টিন অপারেটরের লোকজন, ট্রেনে দায়িত্বরত জিআরপি, এনআরবি ও স্টেশনে দায়িত্বরত টিকিট চেকারদের যাত্রী প্রতি গড়ে ৩০০ টাকা হারে ৭ কোটি ৫০ লাখ টাকা ঘুস দিতে হবে।

মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আকাশপথে সরকারি-বেসরকারি উড়োজাহাজে ঈদের ১০ দিন আগে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে। কোনো কোনো পথে দ্বিগুণ থেকে তিনগুণ বাড়তি ভাড়া আদায় হচ্ছে। এ ঈদে কমপক্ষে এক লাখ যাত্রী অভ্যন্তরীণ রুটে আকাশপথ ব্যবহারে যাত্রীপ্রতি গড়ে ৩ হাজার ৫০০ টাকা বাড়তি ভাড়া নিলে ৩৫ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও বরা হয়, ঢাকা শহরে অভ্যন্তরীণ যাতায়াত ও ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ঈদযাত্রায় কেবল ৮৩২ কোটি ৭৪ লাখ টাকার বেশি অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। আন্তঃজেলাসহ সারাদেশে সব মহানগর হিসাবে আনলে তা আরও ১০ গুন বাড়বে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক সৈয়দ আহমদ, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকা আফরোজ, মোহাম্মদ আরিফ প্রমুখ।

Header Ad
Header Ad

দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

ছবি: সংগৃহীত

২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২৬ মার্চ) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।

নতুন রুটিন অনুযায়ী, বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে ২১ এপ্রিল, যা পূর্বে ২০ এপ্রিল হওয়ার কথা ছিল। এছাড়া, উচ্চতর গণিতের তত্ত্বীয় পরীক্ষা নতুন সময়ে অনুষ্ঠিত হবে ১৫ মে, যা পূর্বের রুটিনে ১৩ মে নির্ধারিত ছিল। ব্যবহারিক পরীক্ষার তারিখেও পরিবর্তন আনা হয়েছে।

এটি ছাড়াও, মাদ্রাসা বোর্ড ১৬ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানায় যে, ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা নতুন রুটিনে ১৩ মে অনুষ্ঠিত হবে। তবে বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিতের পরিবর্তন ছাড়া অন্যান্য সব পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা ২০ মে পর্যন্ত চলবে।

২০২৫ সালের দাখিল পরীক্ষা ১০ এপ্রিল শুরু হবে, একই দিনে এসএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে কোরআন মাজিদ এবং তাজভিদ বিষয়ের পরীক্ষা।

এ বছর মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ২,৯৪,৭২৬ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবেন, আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১,৪৩,৩১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

Header Ad
Header Ad

সেনাবাহিনীতে ২৯ জনকে অনারারি কমিশন প্রদান

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ২৯ জন সেনা সদস্যকে অনারারি কমিশন প্রদান করেছে। এর মধ্যে ১৪ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অনারারি লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- বিজেও-১৩৬১৫ অনা. লে. মো. আব্দুল কাফি সরকার, এসপিপি, আর্টিলারি; বিজেও-১৩৫৮১ অনা. লে. মো. শাহিনুর ইসলাম, আর্টিলারি; বিজেও-১৫৬৭৫ অনা. লে. মোহা. মাহাবুর রহমান, এসজিপি, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৭৬ অনা. লে. মো. হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫০৪৩ অনা. লে. মো. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৭০৮১ অনা. লে. মো. জহুরুল ইসলাম, সিগন্যালস; বিজেও-১৯১০১ অনা. লে. মো. আমিরুল ইসলাম, এএসসি; বিজেও-২৩০৩৯ অনা. লে. মো. রফিকুল ইসলাম, অর্ডন্যান্স; বিজেও-৭৫০৮৭ অনা. লে. মো. হারুন-অর-রশিদ, অর্ডন্যান্স; বিজেও-২৫৬২৩ অনা. লে. মোহাম্মদ মাইন উদ্দিন ভূঁইয়া, ইএমই; বিজেও-২৫৬৫৪ অনা. লে. মোহাম্মদ সেলিম ভূঞা, ইএমই; বিজেও-২৬৭৭১ অনা. লে. মো. শাহ আলম, এসিসি; বিজেও-২০৯৭৬ অনা. লে. মুহাম্মদ মতিউর রহমান, এএমসি; বিজেও-২১০১৪ অনা. লে. মো. আলাল উদ্দীন, এএমসি।

সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন– বিজেও-৫০০৫৬ মাস্টার ওয়া. অফি. মোহাম্মদ ফিরোজ আলম, আর্মার্ড; বিজেও-৫২০৩২ মাস্টার ওয়া. অফি. মো. মুসারুল হক, আর্টিলারি; বিজেও-১৩৭৭০ মাস্টার ওয়া. অফি. মোহাম্মদ নুরুল ইসলাম, আর্টিলারি; বিজেও-৫৫১২৪ মাস্টার ওয়া. অফি. মো. রইছ উদ্দিন, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫২০০ মাস্টার ওয়া. অফি. মো. আক্তারুজ্জামান, ইঞ্জিনিয়ার্স; বিজেও-৫৫২২৯ মাস্টার ওয়া. অফি. মো. রুহুল আমিন, ইঞ্জিনিয়ার্স; বিজেও-১৭০৪৩ মাস্টার ওয়া. অফি. ফরাজী মো. কামরুজ্জামান, সিগন্যালস; বিজেও-৫৮১১১ মাস্টার ওয়া. অফি. মোহাম্মদ মিজানুর রহমান, সিগন্যালস; বিজেও-৫৮০৫৮ মাস্টার ওয়া. অফি. মো. রেজাউল করিম, সিগন্যালস; বিজেও-৪৪৭৬১ মাস্টার ওয়া. অফি. মো. আব্দুল ওয়াহেদ মিয়া, ই বেঙ্গল; বিজেও-৬১০৫৭ মাস্টার ওয়া. অফি. মুহ. শফিকুল ইসলাম, ই বেঙ্গল; বিজেও-৬১০৪২ মাস্টার ওয়া. অফি. মো. হাফিজুর রহমান, ই বেঙ্গল; বিজেও-৪৪৭৪৮ মাস্টার ওয়া. অফি. নূর আহাম্মদ ভূঞা, ই বেঙ্গল; বিজেও-৬১২৬১ মাস্টার ওয়া. অফি. মুহাম্মদ মাসুদ উদ্দিন, ই বেঙ্গল; বিজেও-৬১১৫৯ মাস্টার ওয়া. অফি. মো. রফিকুল ইসলাম, ই বেঙ্গল; বিজেও-৬১১৫৩ মাস্টার ওয়া. অফি. এ কে এম কামরুজ্জামান, ই বেঙ্গল; বিজেও-৪৫৫৫৬ মাস্টার ওয়া. অফি. মো. রফিকুল ইসলাম, বীর; বিজেও-৬৬২৫১ মাস্টার ওয়া. অফি. মো. মতিয়ার রহমান, বীর; বিজেও-৪৬২৯৯ মাস্টার ওয়া. অফি. মোহাম্মদ আবুল বাসার, বীর; বিজেও-২৩০০৮ মাস্টার ওয়া. অফি. মো. হাবিবুর রহমান, অর্ডন্যান্স; বিজেও-২৫৬৩৯ মাস্টার ওয়া. অফি. মো. জাহাঙ্গীর আলম, ইএমই; বিজেও-৮৬০১৬ মাস্টার ওয়া. অফি. মোহাম্মদ আবুল হাসান, সিএমপি; বিজেও-২৬৭৬৬ মাস্টার ওয়া. অফি. মো. আবু নাঈম ভূঞা, এসিসি; বিজেও-২৬৯২৬ মাস্টার ওয়া. অফি. এস এম আবু সাঈদ, এসিসি; বিজেও-২০৯৯০ মাস্টার ওয়া. অফি. মো. সাদেকুল ইসলাম, এএমসি।

সেনাবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৫ থেকে কার্যকর হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঈদযাত্রায় কেবল ঢাকা ছাড়তেই অতিরিক্ত ৮৩২ কোটি টাকা ভাড়া আদায়
দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ
সেনাবাহিনীতে ২৯ জনকে অনারারি কমিশন প্রদান
নওগাঁয় গ্যাস পাম্পের পাশ থেকে ৬ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার
এক হালি গোল খেয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক, বরখাস্ত হচ্ছেন কোচ দোরিভাল
চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা  
জাতীয় জীবনে ২৬ মার্চ গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস: সেনাপ্রধান
মিঠাপুকুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, বিপদে কৃষকরা
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৭ লাখ টাকা টোল আদায়
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
মীরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি    
গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয়ে রাতে ঘুমাতে পারছেন না অভিনেত্রী
দ্বিতীয় স্বাধীনতা যাঁরা বলেন, তাঁরা স্বাধীনতা দিবসকে খাটো করতে চান: মির্জা আব্বাস  
গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক  
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন  
বাংলাদেশের স্বাধীনতার সাজে সেজেছে গুগল    
এবার ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান  
একাত্তর আর চব্বিশ আলদা কিছু নয়: নাহিদ ইসলাম  
বড় বড় কথা বলা রাফিনিয়াদের মাঠেই চুপ করিয়ে দিলো আলভারেজরা  
শ্রদ্ধার ফুলে বীর সন্তানদের স্মরণ