শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

দেখা হয় নাই চক্ষু মেলিয়া- ২

শারদীয় দুর্গোৎসবের উৎপত্তিস্থলে…

মার্বেল পাথরে বর্ণনা

বছর ঘুরতে ঘুরতে এসে গেছে শরৎকাল। আর একদিন পরেই দুর্গাপূজা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। কিন্তু এই শারদীয় দুর্গোৎসবের উৎপত্তি কোথায়, বা কবে, তা কি আমরা জানি?

ঘুরছিলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলায় কিছু হেরিটেজ সাইটের খোঁজে। নাটোর জেলার লাগোয়া বাগমারা উপজেলা হলো রাজশাহী জেলার সর্ব পূবের উপজেলা; যেটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলি হেরিটেজ সাইট; অন্তত ১০০ বছরের পুরোনো কিছু স্থাপনা।

তাহেরপুর পৌরসভা এলাকায় প্রবেশ করতেই লোকমুখে খোঁজ পেলাম এক পুরোনো রাজবাড়ির, যা রাজা কংশ নারায়ণ রায়ের রাজবাড়ি নামে পরিচিত। বর্তমানে তাহেরপুর ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাজা কংশ নারায়ণের রাজবাড়ি ছিল দুটি। প্রথমটি ছিল তার আদি বাড়ি। তার আমলেরই, সেটি পুরোনো ও বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় তিনি আরেকটি সুরম্য প্রাসাদ নির্মাণ করেন। পুরোনো দ্বিতল বিশাল বাড়িটি এখন বিলুপ্তপ্রায়। পরে নির্মিত প্রাসাদটি সংস্কার করা হয়েছে বেশ কয়েকবার। সেটিই এখন ডিগ্রি কলেজ। যাচ্ছিলাম এই স্থাপনা দেখতে। খুঁজে পেতে কষ্ট হলো না। কিন্তু কলেজ চত্ত্বরে প্রবেশ করতে গিয়েই পড়লাম সমস্যায়।

শিব মন্দিরের শিলালিপি চুরি হয়ে গেছে

সাপ্তাহিক ছুটির দিনে গেছি বলে কলেজ বন্ধ, মূল ফটকে তালা দেওয়া। চাবি যার কাছে থাকে, সে থাকে কিছুটা দূরে। ঢাকা থেকে গেছি শুনে কেউ একজন দয়া করে আরেকজনকে পাঠাতে চাইলো চাবিওয়ালাকে ডেকে আনার জন্য। কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে দূর থেকে দেখে যতটুকু বুঝলাম, বারবার অপরিকল্পিতভাবে সংস্কার করতে গিয়ে আধুনিকতার পরশ আনার নামে এই চমৎকার পুরাকীর্তিটির সর্বনাশ করে ফেলা হয়েছে।

মন থেকে আর সায় পাচ্ছিলাম না, এমন সর্বনাশ করা একটি স্থাপনা দেখার জন্য ছুটির দিনে শুধুশুধু একজন কর্মচারীকে তার বাড়ি থেকে ডেকে আনার। চলে আসব নাকি অপেক্ষা করবো, এমন দোদুল্যমান অবস্থায় থাকতেই এক তরুণ এগিয়ে এসে জানাল, কলেজের পাশেই কয়েকটি পুরোনো মন্দির আছে, সেগুলি দেখতে পারি। মন্দিরগুলি নাকি কংশ নারায়ণেরই সৃষ্টি। সিদ্ধান্ত নিয়ে ফেললাম, মন্দির দেখব, প্রাসাদ আর দেখব না

কথা প্রসঙ্গে জানলাম আমাদের এই স্বঘোষিত গাইড একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তার কথাবার্তায় শিক্ষিত বলেই মনে হলো। কলেজের বাউন্ডারি দেয়ালের শেষ মাথা পেরিয়ে পশ্চিম পাড়ের দেয়াল ঘেঁষেই নিয়ে গেল মন্দির চত্ত্বরে। যেতে যেতেই এই গাইড বলেছে মোঘল সম্রাট আকবরের সময় রাজা কংশ নারায়ণ রায় এই মন্দির থেকে দুর্গাপূজার প্রচলন করেছিল। হিসাব করলাম, তাহলে মন্দিরটির বয়স অন্তত ৫০০-৫৫০ বছর হবার কথা। বাংলাদেশের বিভিন্ন হেরিটেজ সাইটে এরকম স্বঘোষিত গাইডদের দেওয়া বর্ণনাগুলো আমি বরাবরই খুব উপভোগ করে থাকি। কিছুটা শোনা কথা এবং তাদের কল্পনাশক্তির সংমিশ্রণে চমৎকার গল্প বানিয়ে বসে তারা, যার সঙ্গে অধিকাংশ সময়েই ইতিহাসের মিল পাওয়া দুষ্কর হয়ে পড়ে। তাই এই গাইডের বর্ণনাও শুনছিলাম কিছুটা মনযোগ দিয়েই। তবে বিশ্বাস করছিলাম কি না, সেটি ভিন্ন প্রশ্ন।

মন্দির চত্বরের সামনেই একটি মার্বেল পাথরের ফলক চোখে পড়ল, কিন্তু একে তো ছোট লেখা, আবার বেশ কিছু জায়গায় লেখার রঙও উঠে গেছে। তাই পড়তে কষ্ট হচ্ছিল। পড়ার চেষ্টা না করে বরং ছবি তুলে নিলাম। এরপর পেলাম হাতের ডানে একটি শিবমন্দির, যার ছাদে আটটি ডিম্বাকৃতি চাকতির উপর থেকে অষ্টভূজ আকৃতির ছাদ সরু হয়ে উপরে উঠে গেছে। সংস্কার হয়েছে বলে এটি কবেকার বুঝা গেল না। তবে আকৃতি দেখে মনে হলো না ১৫০ বছরের পুরোনো হবে। মূল ফটকের উপর যে আগে একটি শিলালিপি ছিল, তাও বুঝাই যায়। কে বা কারা সেটি নিজের মনে করে হয়তো নিয়ে গেছে। তারপর অন্তত শতবর্ষী ভগ্নপ্রায় একটি পরিত্যক্ত ভবন, এরপর চোখে পড়ল একটি টিনের চালা বিশিষ্ট ভবন, দরজা-জানালা সব বন্ধ বলে আবাসিক ভবন না অন্য কিছু বুঝলাম না। তারপর সবার সামনে একটি দুর্গা মন্দির। কিন্তু এটি দেখে বড়জোর ২০-২৫ বছরের পুরাতন বলে মনে হলো। গাইডকে জিজ্ঞেস করলাম, ৫০০ বছরের পুরাতন মন্দিরটি তাহলে কোথায়? সে ঘুরে দাঁড়িয়ে পেছনে ফেলে আসা একটি একেবারে বিধ্বস্ত ভবন দেখিয়ে বলল, “ওই যে!” আসলে তার সঙ্গে কথা বলতে বলতে চত্বরে প্রবেশ করে ডানদিকে শিব মন্দির এবং শতবর্ষী ভবনটি চোখে পড়ে যাওয়ায় নজর ছিল সেদিকেই। বামদিকে যে ভাঙা মন্দিরটি রয়ে গেছে, তা আর চোখেই পড়েনি।

যাহোক, পুরোনো কিছু তো দেখলাম। তবে গল্পটি বিশ্বাস করতে পারছিলাম না বলে খুব বেশি গুরুত্ব দেইনি, তেমন ছবিও তুলিনি। এমন ভাঙা পুরোনো মন্দির তো দেশজুড়ে কতই রয়েছে। গাইডকে ধন্যবাদ দিয়ে ফিরে এলাম। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পর ক্যামেরায় তোলা মার্বেল ফলকটির ছবি বের করে এনলার্জ করে পড়তে চেষ্টা করলাম লেখাগুলি। এবার কিন্তু সত্যিই বিস্মিত হলাম। গুগলে সার্চ করা ধরলাম কংশ নারায়ণ রায় এবং তার মন্দির কাহিনি। বাসায় ফিরে এসে আরেকটু গবেষণায় বসতেই হলো, আরও কিছু সোর্সের মাধ্যমে তথ্য-উপাত্ত যোগাড় করার নেশা পেয়ে বসল। বুঝতে পেরেছি, অটোচালক স্বঘোষিত গাইড একটিও মিথ্যে কথা বলেনি, একটুও বাড়িয়ে বলেনি। বড়ই আফসোস হলো, তখন তার কথা বিশ্বাস করে আরও কিছু ভালো ছবি তুলিনি বলে।

শিব মন্দিরের ছাদ

কে ছিলেন কংশ নারায়ণ রায়
কংশ নারায়ণ সম্পর্কে কোনো ডকুমেন্টেই একসঙ্গে খুব বেশি কথা লেখা নেই। বিভিন্ন সোর্স খুঁজে খুঁজে জোড়া দিতে হয়েছে। জানা ইতিহাসের সঙ্গে সময়ের হিসাব মেলাতে হয়েছে তথ্যনির্ভরতার জন্য। বিভ্রান্ত হয়েছি ফলকে লেখা সময়কালের সঙ্গে মেলাতে গিয়ে। আবার খুঁজতে হয়েছে তথ্য। সব একত্র করলে যা দাঁড়ায়, তা তুলে ধরছি।

আজ থেকে প্রায় ৭০০ বছর আগে তৎকালীন বঙ্গে যতগুলি প্রতিষ্ঠিত আঞ্চলিক বংশ ছিল, তার সবচেয়ে সম্মানিত ও প্রতিষ্ঠিতগুলির একটি ছিল এই তাহেরপুরের রায় বংশ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মাণবত্ত রায় (কারও কারও মতে কামদেব রায় বা কামদেব ভট্ট) এবং তার উত্তরসূরিদের মধ্যে সবচেয়ে প্রখ্যাত ছিলেন কংশ নারায়ণ রায়। মানুষ হিসেবে তিনি ছিলেন দয়ালু ও পরোপকারী, প্রশাসক হিসেবে ছিলেন বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন এবং যোদ্ধা হিসেবে ছিলেন সাহসী ও দুর্ধর্ষ।

সুলতানি আমলের শেষ সুলতান ইব্রাহীম লোদীর শাসনকালে তরুণ কংশ নারায়ণ তার বংশের দায়িত্ব পেলেন। এ সময়ে বার্মা থেকে মঘ জলদুস্যুরা প্রায়ই নদীপথে এসে ঢাকা আক্রমণ করত লুটপাটের জন্য। তৎকালীন বাংলার দেওয়ানকে সাহায্য করার জন্য কংশ নারায়ণ কয়েকবার তার বাহিনী নিয়ে শত্রুপক্ষকে পরাভূত করেন। নদীপথে পদ্মা হয়ে তার বাহিনী মেঘনা নদীতেই রুখে দাঁড়াত মঘদের গতিপথ, ঢাকার দিকে আসার সুযোগই দিত না। এভাবে খুব অল্পবয়সেই একজন সাহসী যোদ্ধা এবং সুপ্রশাসক হিসেবে তার পরিচিতি বাড়তে থাকে।

ভগ্নপ্রায় শতবর্ষী ভবন

১৫২৬ সালে বাবরের মাধ্যমে আরম্ভ হয় মোঘল আমল। এসময়ে বাংলার দেওয়ানের মৃত্যু হলে বাবর কংশ নারায়ণকে বাংলা ও বিহারের অস্থায়ী দেওয়ান হিসেবে নিযুক্ত করেন। চার বছর পর বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন হন দ্বিতীয় মোঘল সম্রাট। হুমায়ুনও কংশ নারায়ণকে বাংলা ও বিহারের অস্থায়ী দেওয়ান হিসেবে স্বীকৃতি দেন। ফলে মোঘল সাম্রাজ্যের প্রতি তার আনুগত্য আরও বৃদ্ধি পায়।

হুমায়ুন নিজেও ছিলেন তরুণ। কিন্তু তার ছিল বিচক্ষণতার অভাব। যে কারণে শের শাহ-এর কাছে পরাভূত হলে মোঘল সাম্রাজ্য সাময়িকভাবে হারিয়ে যায় পাঠানদের কাছে। তবে ১৫ বছর পর আবার ক্ষমতায় আসে হুমায়ুন। এই দীর্ঘ সময়ে পাঠান বাহিনীর সঙ্গে বারবার যুদ্ধে লিপ্ত হয়েও তার ক্ষমতা ধরে রাখেন কংশ নারায়ণ।

কিন্তু মোঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার এক বছর পরেই হুমায়ুনেরও মৃত্যু হয়। ক্ষমতায় আসেন তৃতীয় মোঘল সম্রাট হিসেবে আকবর। দীর্ঘ আনুগত্য ও সাহসীকতার স্বীকৃতি হিসেবে সম্রাট আকবর কংশ নারায়ণকে বাংলা ও বিহারের খাস দেওয়ান হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেন। কিন্তু ততদিনে কংশ নারায়ণের বয়স অনেক বেড়েছে। শরীরের বল কমেছে। তিনি আর এই দায়িত্ব নিতে চাননি। সম্রাট আকবরকে তার এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি এই দায়িত্ব কাঁধে নিতে অস্বীকার করেন এই জানিয়ে, এই বৃদ্ধ বয়সে এসে তিনি তার শেষ বছরগুলি ধর্মকর্ম ও জনসেবা করেই কাটাতে চান। যুদ্ধবিগ্রহ বা ক্ষমতার প্রতি আর তার আকর্ষণ নেই।

শতবর্ষী ভবনের দেয়াল ফুঁড়ে গাছের শেকড়

সম্রাট আকবর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন ঠিকই, তবে সম্মান জানিয়ে “রাজা” উপাধিতে ভূষিত করেন। সেই থেকে তিনি অপেক্ষাকৃত ছোট একটি জমিদারি পরিচালনা করলেও রাজা কংশ নারায়ণ রায় হিসেবে পরিচিত হন।

রাজা উপাধি পাবার পর কংশ নারায়ণ মরিয়া হয়ে ওঠেন এমন কিছু করার জন্য, যার জন্য মানুষ তাকে মনে রাখবে এবং সম্রাট আকবরের দেওয়া উপাধিটির অর্থবহতা ও যথার্থতা তিনি প্রমাণিত করতে পারেন। ধর্ম নিয়ে গবেষণায় তিনি মনোনিবেশ করেন এবং গোটা ভারতবর্ষ থেকে প্রখ্যাত ব্রাহ্মণ পণ্ডিতদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন তাহেরপুরে। খবর পেয়ে সম্রাট আকবর তার রাজসভার সবচেয়ে জ্ঞানী ব্রাহ্মণ পণ্ডিতকেও পাঠিয়ে দেন তাহেরপুরে।

বাংলার প্রখ্যাত কবি ও সাহিত্যিক কির্তিমান ওঝার বাংলা অনুবাদ করা রামায়ণ আদ্যপান্ত পড়েছেন কংশ নারায়ণ। সে সময় পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হতো খুবই ছোট আকারে এবং সেটি হতো চৈত্র মাসে। কংশ নারায়ণ রামায়ণের অনুবাদ পড়ে ধারণা পেয়েছেন যে এই পূজা হয়তো সঠিক সময়ে এবং সঠিক গুরুত্বের সঙ্গে আয়োজন হচ্ছে না। তারই অনুরোধে ব্রাহ্মণ পণ্ডিতরা এই নিয়ে গবেষণা ও আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন। দীর্ঘ গবেষণার পর পণ্ডিতদের পক্ষে সেকালের সর্বোচ্চ শ্রদ্ধেয় পণ্ডিত রমেশ শাস্ত্রী রাজা কংশ নারায়ণ রায়কে দুর্গোৎসবের জন্য শরৎকালে নতুনভাবে যজ্ঞ আরম্ভ করার সিদ্ধান্ত অর্পণ করেন।

সেবছরই প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসব আয়োজন করেন রাজা কংশ নারায়ণ। কথিত আছে, প্রথম বছরে ৯ লক্ষ রুপী (কোনো কোনো গবেষকদের মতে ৮.৫ লক্ষ) ব্যয় করা হয়েছিল দুর্গাপূজা আয়োজনের জন্য। এর মধ্যে সবচাইতে বড় খরচ হয়েছিল তারই প্রতিষ্ঠিত একটি পুরোনো মন্দির ঢালাওভাবে সংস্কার এবং স্বর্ণনির্মিত একটি দুর্গা মূর্তির পেছনে। পূজার মণ্ডপ স্থাপন করা হয়েছিল বারনই নদীর পাড়ে। কোনো কোনো ঐতিহাসিকের মতে এটি ছিল ১৫৮০ সাল, কেউ কেউ দাবি করেন ১৫৭০ সাল (ফলকে অবশ্য লেখা রয়েছে ১৪৮০, যা ইতিহাসের হিসেবে মিলে না!)

ভেঙে পড়া মূল মন্দির

সেই থেকে আরম্ভ হলো শারদীয় দুর্গোৎসব! রাজা কংশ নারায়ণ রায় তার জীবদ্দশায় কেবল দুই বছর (কারো কারো মতে তিন বছর) সাড়ম্বরে আয়োজন করতে পেরেছিলেন শারদীয় দুর্গাপূজা। ততদিনে এই খবর পৌঁছে গেছিল চারিদিকে। কংশ নারায়ণের মৃত্যুর পর পূজা আয়োজনে কিছুটা ভাটা পড়ে যায়। আশপাশের কিছু জমিদার ছিলেন মুসলমান। কিন্তু তাদের প্রজাদের অধিকাংশই হিন্দু ধর্মালম্বী হবার কারনে মুসলিম জমিদাররাও ব্যয় বহন করতে থাকেন পূজার। সেই থেকেই এর নাম হয়ে যায় সর্বজনীন শারদীয় দুর্গোৎসব।

রাজা কংশ নারায়ণের মৃত্যুর বহু বছর পরও লোকমুখে তার বিশাল আয়োজনে পূজা উদযাপনের গল্প পৌঁছে যায় ভারতবর্ষে। বাংলার পশ্চিমের জেলাগুলিতে জমিদারদের উপর চাপ আসতে থাকে কংশ নারায়ণের মতো করে অন্তত একবার আয়োজন করার। প্রায় ২০০ বছর পর ১৭৯০ সালে হুগলী জেলার অন্তর্গত ছোট-বড় মিলিয়ে ১২জন ব্রাহ্মণ জমিদার সিদ্ধান্ত নেন, তাদের সবার অর্থ একসঙ্গে করে কংশ নারায়ণের সমপরিমাণ অর্থে উদযাপন হবে দুর্গা পূজা। সেই বারোজনের মিলিত প্রয়াস থেকেই জন্ম হলো বারোয়ারি পূজার!

সম্রাট আকবর বহু চেষ্টা করেও বাংলা আর বিহারের বাইরে শারদীয় দুর্গোৎসবের প্রসার ঘটাতে পারেননি। আজও তেমন ঘটেনি।

মূল মন্দিরে শেষ সংস্কারের নিদর্শন

মন্দিরটির বর্তমান অবস্থা
শারদীয় দুর্গোৎসবের যাত্রা যে মন্দিরটি থেকে, বর্তমানে তার অবস্থা বড়ই করূন, একেবারেই ভগ্নদশা। কংশ নারায়ণের পরবর্তী প্রজন্মগুলি বংশপরম্পরায় জমিদারি ভোগ করলেও তেমন কিছু করতে পারেনি। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর অধিকাংশ বংশধরই কোলকাতায় পাড়ি জমান। সুকুমার রায়ের “সৎ পাত্র” ছড়াতেও এই কংশরাজের বংশধরেরই উল্লেখ রয়েছে।

বিভিন্ন সময়ে যে মন্দিরটিকে সংস্কারের চেষ্টা করা হয়েছে, তার কিছুটা নমুনা চোখে পড়ে। তবে ১৮৯৭ সালের ভূমিকম্পে এর সম্পূর্ণ ছাদ ভেঙে পড়ার পর নতুনভাবে পাশে আরেকটি মন্দির গড়া হয়। ১৯৬৭ সালে কংশ নারায়ণের প্রাসাদটিকে সংস্কার করে এখানে তাহেরপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করলেও মন্দিরটি ১৯৪৭ সালের পর আর সংস্কার হয়নি। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে এই চত্বরের প্রতিটি মানুষ নির্মমভাবে খুন হন। তাদের লাশ খুবলে খেয়েছে শিয়াল আর শকুন। স্বাধীনতার কয়েক বছর পর আবার কিছু মানুষ আসে। কালের পরিক্রমায় একটি নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। যুগ যুগের অবহেলায় অযত্নে পুরোনো মন্দির বিলীন হবার পথে।

ছাদ ভেঙে পড়ার পর মন্দিরটিতে আর হাত দেওয়া হয়নি

কিন্তু আদি মন্দিরটিকে যদি ঠিকভাবে সংস্কার করা যেত, এ নিয়ে প্রচার করা যেত, এটি হতে পারতো দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রধান সারির তীর্থস্থান। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হোক বা ইতিহাসের দৃষ্টিকোণ থেকে হোক, এটি হতে পারত একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কিন্তু কে শোনে কার কথা?

কীভাবে যাবেন
নাটোর থেকে রাজশাহীর পথে মহাসড়কেই পড়বে পুঠিয়া বাসস্ট্যান্ড। এখান থেকে উত্তরে প্রায় ১৮ কিলোমিটার দূরে, তাহেরপুর ডিগ্রি কলেজ। বাসস্ট্যান্ড থেকেই টেম্পু বা অটোরিকশা পাওয়া যাবে। কলেজ গেটে নেমে বাউন্ডারি দেয়াল ধরে পশ্চিমে হেঁটে যেতে সময় লাগবে ৩ মিনিট। যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে।

ভ্রমণ যখন বা যেখানেই করি না কেন, পরিবেশের পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। সবাই যে করে, তা নয়। এই স্থাপনাগুলি দেখলে তা আরও বেশি চোখে পড়ে। আপনার পরবর্তী প্রজন্মের ভ্রমণ পীপাসুদের জন্য হলেও আপনার ব্যবহৃত জিনিস নির্ধারিত জায়গায় ফেলুন বা সঙ্গে করে নিয়ে আসুন।

এসএন

Header Ad
Header Ad

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি সমর্থকের বসতবাড়ি। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর মান্দায় ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থকদের হামলা ও বাড়ি লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এক বিএনপি সমর্থকের বসতবাড়ি। বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম আতাউর রহমান (৬০)। তিনি বিলউথরাইল গ্রামের মৃত ফজের আলীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির সমর্থক। বিবাদমান একটি জমি নিয়ে বিলউথরাইল পশ্চিমপাড়া গ্রামের আওয়ামী সমর্থকদের সঙ্গে ভুক্তভোগী আতাউর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সংবাদ পেয়ে ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাঁদেরকে নওগাঁ কারাগারে পাঠিয়েছে মান্দা থানা পুলিশ।

সংবাদ পেয়ে সেখানে ছুটে যান কেন্দ্রীয় ও উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দরা।

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি সমর্থকের বসতবাড়ি। ছবি: ঢাকাপ্রকাশ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বিলউথরাইল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা তুহিন আলী (৪০), বুলবুল আহমেদ সুমন (৩২), মাইনুল ইসলাম (৪০), মারুফ হোসেন (১৯), পিয়াস আহমেদ (১৯), ফিরোজ হোসেন (২৬), আবু সাইদ মন্ডল (৪৫), বিদ্যুৎ হোসেন গাইন (৩৬) ও এমাজ উদ্দিন মন্ডল (৫৫)।

ভুক্তভোগী আতাউর রহমান বলেন, ‘আমার কবলাকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছেন বিলউথরাইল পশ্চিমপাড়ার আওয়ামীলীগ সমর্থিত লোকজন। আদালতের রায়ের পরও ওই সম্পত্তিতে যেতে পারছি না। বিষয়টি নিষ্পত্তির জন্য একাধিকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পশ্চিমপাড়ার আওয়ামীলীগ সমর্থকের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে হামলা করে। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়ে আমাদের সপরিবারে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের দেওয়া আগুনে পুরো বাড়ির টিনের ছাউনি, দুটি মোটরসাইকেল, জমির দলিলসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সহায়তা আমরা কোনোভাবে প্রাণে বেঁচে যাই।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আতাউর রহমানের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনায় আতাউর রহমান বাদি হয়ে ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই যৌথ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদেরকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে এই বৈঠক শুরু হয়, যা উভয় নেতা মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এটি ছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা। এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের এক নৈশভোজে দুই নেতার কুশলাদি বিনিময় হয়। নৈশভোজে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।

এই নৈশভোজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেগুলোর অধিকাংশই পেছন থেকে তোলা হয়েছে।

এছাড়া, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে ওই নৈশভোজের কিছু ছবি পোস্ট করেছেন, যার ক্যাপশনে উল্লেখ করেন, “ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে।”

ড. ইউনূস বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন, যেখানে তিনি বিমসটেক সম্মেলনে যোগ দিয়েছেন। ২ এপ্রিল শুরু হওয়া এই সম্মেলন ৪ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

Header Ad
Header Ad

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবারের ঐতিহাসিক এই রায়ের মাধ্যমে ইউনের প্রেসিডেন্সি বাতিল করা হয়, যার ফলে দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এই সময় পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

আন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি মুন হিউং-বে আদালতের রায়ে বলেন, প্রেসিডেন্ট ইউন সুক-ইওল তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং তার পদক্ষেপ ছিল গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। তিনি আরও বলেন, ইউন জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন এবং সামরিক আইন জারি করে দেশের শান্তিশৃঙ্খলা ভঙ্গ করেছেন।

এই রায়ের পক্ষে আটজন বিচারপতি একমত হয়েছেন বলে জানানো হয়। আদালতের রায় ঘোষণার পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দে উল্লাস প্রকাশ করেন এবং "আমরা জিতেছি!" স্লোগান দিতে থাকেন, যা দক্ষিণ কোরিয়ার কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটানোর সংকেত।

এছাড়া, ৬৪ বছর বয়সী ইউন সুক-ইওল এখনও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফৌজদারি বিচারের সম্মুখীন হচ্ছেন। জানুয়ারিতে তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন, তবে পরে মার্চে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে তাকে মুক্তি দেয়।

এ সংকট শুরু হয়েছিল ৩ ডিসেম্বর, যখন ইউন সুক-ইওল সামরিক আইন জারি করেছিলেন, কিন্তু মাত্র ছয় ঘণ্টার মধ্যে সংসদ সদস্যরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে পার্লামেন্টে প্রবেশ করে এবং আইনটি নাকচ করে দেয়। পরবর্তীতে ইউন এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং দাবি করেন, তার কখনও জরুরি সামরিক শাসন জারি করার ইচ্ছা ছিল না।

প্রতিবাদ চলতে থাকলেও আদালতের রায়ের ফলে দেশের রাজনৈতিক অস্থিরতার ওপর একটি প্রভাব পড়বে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা
অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান
শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা
পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছালেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের দাবি জয়শঙ্করের
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি