‘ভি’ সাইন দেখিয়ে ছবি তুলে বিপদে পড়তে পারেন
ছবি: সংগৃহীত
ছবি তোলার সময় নানান অঙ্গ ভঙ্গিমা করে থাকেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধরণ হচ্ছে আঙুল দিয়ে ভি সাইন করা। তবে এই সাইন দেখিয়ে ছবি তুলছেন তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। এতে বিপদে পড়ার শঙ্কাও কিন্তু আছে। সম্প্রতি ভারতে এমনই কিছু ঘটনা ঘটেছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি থেকে আঙুলের ছাপ বের করে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। আঙুলের ছাপ ব্যবহার করে এনেবলড পেমেন্ট সিস্টেমের (এইপিএস) মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে তার।
আঙুলের ছাপ জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনা নতুন নয়। বিশেষ করে বায়োমেট্রিক ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার বেশ কয়েকটি ঘটনা গত কয়েক মাসে দেশেটির বিভিন্ন প্রান্তে। নতুন করে বিপদ বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি থেকেও ফিঙ্গার প্রিন্ট চুরির ঘটনা।
এজন্যই তাদের পরামর্শ, আপনার ফিঙ্গার প্রিন্ট যাতে কোনোভাবেই ক্লোন না করা যায়, সেজন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার ও সেখানে ছবি পোস্ট করার আগে সতর্ক হতে হবে। যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সুরক্ষা বাড়ানোর জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা প্রয়োজন।
পাশাপাশি আপনি যে সব ছবি পোস্ট করছেন, তা যাতে যে কেউ ডাউনলোড করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। তার জন্য আপনাকে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সেটিংস অপশনে গিয়ে নির্দিষ্ট কিছু বদল করতে হবে। কোনো আনঅথরাইজড অ্যাপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বায়োমেট্রিক ডাটা না দেওয়াই ভালো।
আপনার স্মার্ট গ্যাজেটের অপারেটিং সিস্টেম ও বিভিন্ন সফটওয়্যার নির্দিষ্ট সময় অন্তর আপডেট করুন। আর অবশ্যই লাইসেন্সড অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার রাখুনবে আপনার গ্যাজেটে। আপনার ফোনে আসা সব মেসেজ এবং ই-মেইল ভালোভাবে পড়ে দেখুন। অনেকসময় ফোন আমাদের সতর্ক করলেও ভালোভাবে না দেখার কারণে তা নজর এড়িয়ে যায়।