বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘ভি’ সাইন দেখিয়ে ছবি তুলে বিপদে পড়তে পারেন

ছবি: সংগৃহীত

ছবি তোলার সময় নানান অঙ্গ ভঙ্গিমা করে থাকেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধরণ হচ্ছে আঙুল দিয়ে ভি সাইন করা। তবে এই সাইন দেখিয়ে ছবি তুলছেন তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। এতে বিপদে পড়ার শঙ্কাও কিন্তু আছে। সম্প্রতি ভারতে এমনই কিছু ঘটনা ঘটেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি থেকে আঙুলের ছাপ বের করে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। আঙুলের ছাপ ব্যবহার করে এনেবলড পেমেন্ট সিস্টেমের (এইপিএস) মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে তার।

আঙুলের ছাপ জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনা নতুন নয়। বিশেষ করে বায়োমেট্রিক ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার বেশ কয়েকটি ঘটনা গত কয়েক মাসে দেশেটির বিভিন্ন প্রান্তে। নতুন করে বিপদ বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি থেকেও ফিঙ্গার প্রিন্ট চুরির ঘটনা।

এজন্যই তাদের পরামর্শ, আপনার ফিঙ্গার প্রিন্ট যাতে কোনোভাবেই ক্লোন না করা যায়, সেজন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার ও সেখানে ছবি পোস্ট করার আগে সতর্ক হতে হবে। যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সুরক্ষা বাড়ানোর জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা প্রয়োজন।

পাশাপাশি আপনি যে সব ছবি পোস্ট করছেন, তা যাতে যে কেউ ডাউনলোড করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। তার জন্য আপনাকে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সেটিংস অপশনে গিয়ে নির্দিষ্ট কিছু বদল করতে হবে। কোনো আনঅথরাইজড অ্যাপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বায়োমেট্রিক ডাটা না দেওয়াই ভালো।

আপনার স্মার্ট গ্যাজেটের অপারেটিং সিস্টেম ও বিভিন্ন সফটওয়্যার নির্দিষ্ট সময় অন্তর আপডেট করুন। আর অবশ্যই লাইসেন্সড অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি-ম্যালওয়্যার রাখুনবে আপনার গ্যাজেটে। আপনার ফোনে আসা সব মেসেজ এবং ই-মেইল ভালোভাবে পড়ে দেখুন। অনেকসময় ফোন আমাদের সতর্ক করলেও ভালোভাবে না দেখার কারণে তা নজর এড়িয়ে যায়।

Header Ad
Header Ad

জাতীয় সরকারের মাধ্যমেই খুনি হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে: ছাত্রদল সভাপতি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, জাতীয় সরকারের মাধ্যমে খুনি হাসিনার কাছে একটি স্পষ্ট বার্তা পাঠানো হবে। তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের রূপরেখা নির্ধারণের মাধ্যমে বর্তমান পরিস্থিতির ৮০ শতাংশ সমাধান সম্ভব।

বুধবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত 'বিপ্লবোত্তর ছাত্র ঐক্য' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন শেখ ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ।

রাকিবুল ইসলাম আরও বলেন, যারা আজও প্রতিবিপ্লবের স্বপ্ন দেখে এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে লিপ্ত, তাদের সংস্কার করা হয়নি। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন ছাত্রদের পড়ালেখা নিশ্চিত করার দায়িত্ব পালন করা হয় এবং বিশৃঙ্খলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে বিশ্বজিৎ থেকে সাজিদ পর্যন্ত সকলকে স্মরণে রেখে ঐক্যের পথে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, জুলাই অভ্যুত্থানের কথা জাতি চিরকাল স্মরণে রাখবে। এ বিজয় চিরঞ্জীব থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

Header Ad
Header Ad

ভারতের প্রচারণার বিরুদ্ধে জাতীয় সমাবেশের প্রস্তাব এসেছে: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতের প্রচারণার জবাব দিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি জাতীয় সমাবেশ করার প্রস্তাব এসেছে। এ ব্যাপারে তিনি বলেছেন, একটা প্রস্তাব এসেছে যে, ভারতের এসব প্রচারণার বিরুদ্ধে আমরা সবাই মিলে একটা সমাবেশ বা কাউন্সিল করতে পারি কিনা।

এই সভার মূল সূর ছিল, আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু দেশ-সার্বভৌমত্ব-অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। এটা একটি জাতীয় সমাবেশের মধ্য দিয়ে, রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। জাতীয় ঐক্য নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, ‌‘ফ্যাসিবাদের দোসর ছাড়া সব রাজনৈতিক দল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। মতাদর্শের ভিন্নতা স্বত্বেও তারা সবাই একত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা ও সম্মান রক্ষার্থে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐকমত্য জানিয়েছেন।’ তিনি বলেন, ভারতে বাংলাদেশবিরোধী তৎপরতা এবং বাংলাদেশ মিশনে হামলা, বাংলাদেশবিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়েছে বৈঠকে। এসবের বিরুদ্ধে বর্তমান সরকারের সাহসী ভূমিকার প্রশংসা এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়েছে।

উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, ভারতের এসব প্রচারণার বিরুদ্ধে আরও শক্তিশালী ও বেগবান ভূমিকা নিতে বলা হয়েছে। এজন্য বন্ধুরাষ্ট্রের, প্রবাসীদের ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার সহযোগিতা নিতে বলা হয়েছে। বিদেশি সাংবাদিকদের এ দেশে ডেকে নিয়ে আসা এবং আমাদের কমিউনিকেশন ও লিগ্যাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে গত ১৫ বছরে বাংলাদেশ-ভারত যত চুক্তি হয়েছে সেগুলো প্রকাশ করতে বলা হয়েছে। রামপালসহ দেশের জন্য ক্ষতিকর যেসব চুক্তি করা হয়েছে সেগুলো বাতিলের দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ওপর ভারতের নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্যের চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টার নিন্দা জানানো হয়েছে। ভারতকে সৎ প্রতিবেশীসুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। ভারত বাংলাদেশ বিরোধী যেসব প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতিতে সব সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে। সব ধরনের উসকানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবাই একটা কথা বলেছেন যে, আমাদের শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনোরকম অবকাশ নেই। যেকোনো ধরনের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা সাহসী থাকব।

Header Ad
Header Ad

রোগী খরায় কলকাতার হাসপাতাল, এক প্রতিষ্ঠানের ১০ শতাংশ ছাড়ের ঘোষণা

ছবি: সংগৃহীত

কলকাতার বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার বাংলাদেশি রোগীদের চিকিৎসা খরচে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হাসপাতালের সুপার ডা. সুশান্ত সেনগুপ্ত এবং ট্রাস্টের সম্পাদক দীপক সরকার।

তারা জানান, বাংলাদেশি রোগীদের বয়কট নয় বরং অতিথির মতো সম্মান জানিয়ে চিকিৎসা সেবা দেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখ করে যে, বাংলাদেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে অনেক রোগী আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাদের পরিবারের দিক বিবেচনা করেই মানবিক দৃষ্টিকোণ থেকে এই ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই ছাড় কতদিন কার্যকর থাকবে, তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

বাংলাদেশি রোগীদের বয়কটের প্রেক্ষিতে ভারতের চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর আগে এই ধরনের ঘোষণার তীব্র নিন্দা করে। তাদের অবস্থানকে সমর্থন জানিয়ে বেহালার এই হাসপাতালের উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গসহ ভারতের চিকিৎসা মহলে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জাতীয় সরকারের মাধ্যমেই খুনি হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে: ছাত্রদল সভাপতি
ভারতের প্রচারণার বিরুদ্ধে জাতীয় সমাবেশের প্রস্তাব এসেছে: আসিফ নজরুল
‘ভি’ সাইন দেখিয়ে ছবি তুলে বিপদে পড়তে পারেন
রোগী খরায় কলকাতার হাসপাতাল, এক প্রতিষ্ঠানের ১০ শতাংশ ছাড়ের ঘোষণা
ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের বিশাল ঋণ কেলেঙ্কারি
সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য
সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরতে শুরু করেছে পর্যটকরা
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করলেন খিজির হায়াত খান
সাড়ে ৩ বছর পর কারামুক্ত হলেন বাবুল আক্তার
বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ
ন্যাটোর সদস্যপদ পেতে চায় ইউক্রেন, ট্রাম্প চায় কি?
ব্রিটেনে পাচার হওয়া টাকা ফেরত চাইলেন উপদেষ্টা মাহফুজ
প্রথমবারের মতো গাধার দুধ পান করলেন বাবা রামদেব, জানালেন অভিজ্ঞতা (ভিডিও)
আইনজীবী সাইফুল হত্যার বিচারে সর্বোচ্চ পদক্ষেপ: অ্যাটর্নি জেনারেল
বিয়ে করাটাই বড় ভুল, সন্তানদেরও বিয়ে করতে উৎসাহ দেব না: তিশা
পুত্র সন্তানের বাবা হলেন মুস্তাফিজ
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
আসছে জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নতুন নোট, বাদ বঙ্গবন্ধুর ছবি
ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্নে রুপি: ভারতের অর্থনীতিতে তোলপাড়