বঙ্গবন্ধু স্যাটেলাইটে যান্ত্রিক ত্রুটি, টেলিভিশন সম্প্রচার বিঘ্নিত
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর টেলিপোর্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে দেশের সব টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটে।
আজ দুপুর ১২টা ১৪ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাহান মাহমুদ বলেন, আমাদের এমসিপিসি সেন্টার, যেটাকে সংক্ষেপে বলে টেলিপোর্ট, ওটা আজকে হঠাৎ করে পাওয়ার আউট হয়ে গেছে। গোটা বিল্ডিংয়ের পাওয়ারই চলে গিয়েছিল। শুধু আমাদেরটাই না, ওই ভবনে খুবই গুরুত্বপূর্ণ জাদুর একটা ডেটা সেন্টার আছে, সেটারও পাওয়ার চলে গেছে। প্রায় ২০ মিনিটের মতো এটা ছিল না।
উল্লেখ্য, বঙ্গবন্ধু-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১১ মে (বাংলাদেশ সময় ১২ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পণ্য উৎক্ষেপণ ছিল।