অ্যান্ড্রয়েড ১৪ তে থাকছে নতুন ফিচার
ছবি সংগৃহিত
মার্কিন টেক জায়ান্ট কোম্পানি গুগল তার লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ আপডেটে পরিবর্তন নিয়ে এসেছে। এখন থেকে আর হোম স্ক্রিনে অ্যাপ আইকন ‘লং প্রেস’ করে নোটিফিকেশন প্রিভিউ করা যাবে না। আগে এই ফিচারের সাহায্যে ডিভাইস আনলক না করেই দ্রুত নোটিফিকেশন দেখা যেত। তবে এখন থেকে আর সেই সুযোগ থাকছে না।
এর আগে, হোম স্ক্রিন বা অ্যাপ ড্রয়ারে অ্যাপ আইকন ‘লং প্রেস’ করে অ্যাপের নোটিফিকেশন দেখা যেত। একাধিক নোটিফিকেশন থাকলে, শুধুমাত্র প্রথমটি সম্পূর্ণ দেখা যেত,সেই সঙ্গে নোটিফিকেশন কাউন্টও থাকত। এরপর চাইলে ব্যবহারকারী ‘সোয়াইপ’ করে নোটিফিকেশন খুলতে পারতেন, চাইলে বাতিলও করতে পারত।
এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েড ১৪ কোনো ব্যবহারকারী যখন একটি আইকন দীর্ঘক্ষণ ব্যবহার করবে, তখন অ্যাপের তথ্য, পজ অ্যাপ এবং উইজেটসহ অ্যাপ শর্টকাট দেখতে পাবেন। এই মেনুতে আর নোটিফিকেশন পাওয়া যাবে না৷ তবে নোটিফিকেশন পাওয়ার পরিবর্তে, গুগল এই তিনটি শর্টকাটের জন্য মাথার উপরে একটি পৃথক তালিকা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যেগুলো আরো বেশি প্রাধান্য পাবে।
যদিও অ্যান্ড্রয়েড ১৪ বিটা প্রোগ্রাম চালানোর সময় গুগল এই পরিবর্তনের বিষয়টি জানিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, টেক জায়ান্ট তার অ্যান্ড্রয়েড ১৪-এ লং-প্রেস নোটিফিকেশন ফিচারটি সরিয়ে নিয়েছে। ব্যবহারকারীদের কাছে আরো সহজ করে তোলার লক্ষ্যেই এটা করা হয়েছে। এর আগে, হোম স্ক্রিন বা অ্যাপ ড্রয়ারে অ্যাপ আইকন ‘লং প্রেস’ করে অ্যাপের নোটিফিকেশন দেখা যেত। একাধিক নোটিফিকেশন থাকলে, শুধুমাত্র প্রথমটি সম্পূর্ণ দেখা যেত,সেই সঙ্গে নোটিফিকেশন কাউন্টও থাকত। এরপর চাইলে ব্যবহারকারী ‘সোয়াইপ’ করে নোটিফিকেশন খুলতে পারতেন, চাইলে বাতিলও করতে পারত।