যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনকারীর পোস্ট যাচাইয়ে এআই টুলের ব্যবহার
ছবি : সংগৃহীত
মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এআই সমর্থিত টুল দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট স্ক্যান করেছে বলে সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে।
কোনো পোস্টে যুক্তরাষ্ট্রকে অবমাননা করে কিছু লেখা হয়েছে কি না তা শনাক্ত করতে ভিসা আবেদনকারীদের পোস্ট স্ক্যান করে তারা। ‘জায়ান্ট ওয়াক সার্চ টেকনোলজি’ (ঘোস্ট) ব্যবহার করে আবেদনকারীদের ১০০-এর মধ্যে নম্বর দেওয়া হয়। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং এ ধরনের নজরদারি চালানো কতটা নৈতিক তা নিয়ে উঠেছে প্রশ্ন।
ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট (এফওআইএ) আইনে মামলা করছে মানবাধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)। আরো জানা গেছে, ২০১৪ সাল থেকে এই ‘ঘোস্ট’ টুল ব্যবহার করেছে আইসিই। এ জন্য ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত জায়ান্ট ওয়াক ইনকরপোরেশনকে এক কোটি ডলার প্রদান করে আইসিই। সূত্র : টেক স্পট