শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

হঠাৎ মোবাইল ফোন গরম হলে যা করবেন

ফোন অনেক বেশি পুরোনো হলে এর হার্ডওয়্যারে সমস্যা দেখা দেয় ফলে ফোন গরম হতে পারে।

ফোন ঠান্ডা রাখতে যা করবেন:

ফোনে জাঙ্ক ফাইল ডিলিট করুন। অপ্রয়োজনীয় ফাইল গুলি জমতে থাকলে ফোন গরম হতে পারে। জাঙ্ক ফাইল ডিলিট করার জন্য Google Files Go -এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। Android গ্রাহকরা শুধুমাত্র Play Store থেকেই অ্যাপ ইনস্টল করুন।

ফোন নিয়মিত রিস্টার্ট:

অনেক সময় মেমোরিতে প্রয়োজনীয় ফাইল জমতে থাকার কারণেই গরম হয় ফোন। এই জন্য দিনে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে গরম হওয়ার সম্ভাবনা কমে। ফোন গরম হলে সঙ্গে সঙ্গে রিস্টার্ট করলেও সুফল পাবেন।

 ক্ষতিকর ভাইরাস:

অনেক সময় ফোনে ভাইরাস ও ম্যালওয়্যার প্রবেশ করার কারণে তা গরম হতে থাকে। সেই ক্ষেত্রে ফোন থেকে ভাইরাল ও ম্যালওয়্যার দুর করতে হবে। এই কাজের জন্য ফোনে রাখতে পারেন একটি অ্যান্টিভাইরাস।

গেমিংয়ে বিরতি:

গেম খেললে প্রায় সব ফোনই কম-বেশি গরম হয়। তবে গেম খেলার সময় 2টি গেমের মধ্যে কয়েক মিনিটের বিরতি নিন। পারলে সেই সময় ফোন বন্ধ করে রাখুন। এতে ফোন গরম হওয়ার সম্ভাবনা কমবে।

অতিরিক্ত ফোন কভার:

অনেকে ফোনের সঙ্গে অতিরিক্ত কভার বা কেসযুক্ত করে ব্যবহার করেন। এ ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে ফোন বেশি গরম করে। ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এ ধরনের কেস বা কভার সরিয়ে ফেলুন।

ডিসপ্লে ব্রাইটনেস:

প্রায় সময় দেখা গেছে যে, আপনার মোবাইলের ডিসপ্লের ব্রাইটনেস (display brightness) অনেক বেশি থাকার ফলে, মোবাইলের ওপরের ভাগ গরম হয়ে পরে।তবে, এটা কোনো সমস্যা নয়।কিন্তু, এতে আপনার চোখ এবং মোবাইলের ব্যাটারিতে চাপ পরার সুযোগ রয়েছে।তাই, নিজের মোবাইলের display brightness, সব সময় auto settings এ রাখার পরামর্শ আমি দিবো।

লম্বা সময় WiFi সংযোগ:

অনেক সময়, আপনি হয়তো নিজের মোবাইলের wifi চালু করে ইন্টারনেট ব্যবহার করেন বা মোবাইলের hotspot চালু করে, মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট চালান।এই প্রক্রিয়া স্বাভাবিক, এবং আমি প্রত্যেক দিন এই প্রক্রিয়া গুলি মোবাইল ফোনে ব্যবহার করি।এই ক্ষেত্রে, অনেক বেশি সময়ের জন্য mobile wifi বা mobile hotspot ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করার ফলেও আপনার মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার সুযোগ রয়েছে।তবে, এই কারণে হওয়া মোবাইল হিটিং (mobile heating), অনেক সাধারণ এবং স্বাভাবিক।

তাছাড়া, একটি খারাপ ব্যাটারী, খারাপ চার্জার বা মোবাইলের কোনো হার্ডওয়্যারের সমস্যা, “battery overheating” এর কারণ হয়ে দাঁড়াতে পারে।

Header Ad
Header Ad

নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে

ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি খেলতে নামলেই সাইডলাইনে এক অবিচ্ছেদ্য সঙ্গী হিসেবে ইয়াসিন চুকোকে দেখা যায়। মেসির দেহরক্ষী হিসেবে দীর্ঘ সময় ধরে তিনি তার পাশে থাকেন এবং মেসির নিরাপত্তা নিশ্চিত করেন। তবে এমএলএসের নতুন নিয়মের কারণে এখন থেকে আর তাকে মেসির পাশে দেখা যাবে না।

লিওনেল মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন চুকো সম্প্রতি মার্কিন ফুটবল লিগ এমএলএসের নিয়ম ভাঙায় নিষেধাজ্ঞার শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রে মেসির সঙ্গে পাড়ি দেওয়ার পর থেকেই তার দৃঢ় শারীরিক গঠন এবং মাঠে মেসির নিরাপত্তা নিশ্চিত করতে চুকো প্রায়ই খেলোয়াড়দের নির্ধারিত ক্ষেত্রের বাইরে গিয়ে ভক্তদের ঠেকিয়ে দেওয়ায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে উঠেছেন। তবে এমএলএস কর্তৃপক্ষের নতুন নিয়মের কারণে চুকোকে এখন থেকে খেলার সময় মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না।

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী, খেলা চলাকালে শুধুমাত্র খেলোয়াড়, কোচ ও রেফারিরা মাঠে প্রবেশ করতে পারেন। নিয়মের বাইরে গিয়ে মাঠে প্রবেশ করার জন্য ইয়াসিন চুকোকে নিষিদ্ধ করা হয়েছে, এবং এখন থেকে তিনি কেবল মাঠের বাইরে থেকে মেসির নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

এ সম্পর্কে চুকো নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন। তিনি বলেছেন, "আমি নিজে সমস্যা নই, সমস্যাটা এখানকার। ইউরোপে সাত বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার, সেখানে আমি শুধু ৬ জনকে মাঠে প্রবেশ করতে দেখেছি। কিন্তু যুক্তরাষ্ট্রে গত ২০ মাসে ১৬ জন মাঠে ঢুকেছে। আমি মেসিকে সাহায্য করতে চাই, তবে আমাদের একসাথে কাজ করতে হবে।”

ইয়াসিন চুকো আরও বলেন, “আমি এমএলএস ও কনকাকাফ ফুটবলকে ভালোবাসি, তবে আমাদের আরও ভালোভাবে একসাথে কাজ করা উচিত। আমি যে নিষেধাজ্ঞা পেয়েছি, সেটা মেনে নিয়েছি, কিন্তু আরও ভালো কাজ করতে পারতাম।”

এদিকে, চুকোর সিদ্ধান্ত মেনে নেওয়ার পর এমএলএস কর্তৃপক্ষ মাঠে মেসির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। তাছাড়া, নিজের দায়িত্বে থাকা নিরাপত্তা দলটির ৫০ সদস্যকে সমন্বয় করছেন চুকো, যারা মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ও মাঠের বাইরে কাজ করছেন।

মেসির সঙ্গে কাটানো কয়েক মাসের অভিজ্ঞতা নিয়ে চুকো বললেন, “নিজেকে শুধু মেসির দেহরক্ষী নয়, তার পরিবারের একজন সদস্য মনে করি। আমি শুধু শারীরিক নিরাপত্তা নিশ্চিত করি না, মানসিকভাবেও তাকে রক্ষা করি। মেসি আমাকে পুরোপুরি বিশ্বাস করে, এবং আমি তার ওপর মনোযোগ দিয়ে কাজ করি।”

মেসি ২০২৩ সালে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই ইয়াসিন চুকোকে নিজের দেহরক্ষী হিসেবে নিয়োগ দেন। এরপর থেকে তিনি মেসির নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত। এমনকি মেসি ও তার স্ত্রীর একাকী সময় কাটানোর মুহূর্তগুলোতেও চুকো তাকে কাছ থেকে তদারকি করতে দেখা যায়।

এমনই একজন নিরাপত্তাকর্মী যিনি মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকলেও, এমএলএসের নিয়মের কারণে এখন থেকে তাকে মাঠের বাইরে থেকেই তার দায়িত্ব পালন করতে হবে।

Header Ad
Header Ad

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।’

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

শেখ হাসিনার প্রত্যর্পণ বা বাংলাদেশ অন্যান্য যেসব বিষয় তুলে ধরেছে সেসব বিষয়ে ভারত কী ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শুরুতে ভারতের ধারণা ছিল এটা একটা ‘স্টপওভার’ আর তার মেয়াদ বড়জোর ছয়-সাত ঘণ্টা। সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি। প্রায় ৮ মাস হতে চললেও শেখ হাসিনাকে এখনও পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে– এবং রাষ্ট্রের অতিথি হিসেবে তিনি আজও ভারতেই অবস্থান করছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। এর আগে গতকাল বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

Header Ad
Header Ad

ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো

ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো। ছবি: সংগৃহীত

ঈদের দিন থেকেই ভ্যাপসা গরম। ছাতা ছাড়া বাইরে বের হওয়া যেন কষ্টকর। এমন অসহ্য গরমেও থেমে নেই ঈদ আনন্দ। গত তিন দিনের মতো ঈদুল ফিতরের চতুর্থ দিনেও রংপুরের বিনোদন কেন্দ্র গুলো সহ দর্শনীয় স্থানে বেড়েছে মানুষের ভিড়। ছোট-বড় সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়ে রঙিন হয়ে উঠেছে দর্শনীয় স্থানগুলো।

প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে বিনোদন উদ্যান চিড়িয়াখানা, তাজহাট জমিদার বাড়ি, প্রয়াস সেনাপার্ক, ভিন্নজগত সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন মানুষ। রংপুর ছাড়া উত্তরের বিভিন্ন জেলা থেকে ছোট-বড় পরিবহনে করে আসছেন হাজারো বিনোদন পিপাসু মানুষ। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রংপুরের বিনোদন কেন্দ্রগুলো।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রংপুর চিড়িয়াখানা বিনোদন উদ্যান সহ রংপুর শিশুপার্ক, তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, সিটি চিকলি বিনোদন পার্ক, প্রয়াস সেনাপার্ক, চিকলি ওয়াটার পার্ক ও রূপকথা থিম পার্ক ঘুরে দেখা যায় টিকিটের জন্য দর্শনার্থীদের লম্বা লাইন। টিকিট কেটে প্রবেশ করতেও যেন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে বিনোদনপ্রেমীদের।

তবে শহরের বিনোদন কেন্দ্রেই ঈদ আনন্দে মাতোয়ারা শিশু-কিশোরদের উপস্থিতি চোখে পড়ার মতো। গরম উপেক্ষা করে নিজেদের মতো করে ছুটে বেড়াচ্ছে। তাদের উল্লাসে প্রাণ ফিরেছে জনসমাগমশূন্য দর্শনীয় স্থানগুলোতে। সঙ্গে আছেন অভিভাবকরা। সবমিলে গরমও হার মেনেছে ঈদ আনন্দের কাছে।

রংপুর চিড়িয়াখানায় অন্যান্য বছরের তুলনায় এবার কিছু বন্যপ্রাণীর সংযোজন শিশু কিশোরদের উপস্থিতি বাড়িয়েছে। চিড়িয়াখানা ভেতরে প্রবেশের পর এক খাঁচা থেকে আরেক খাঁচায় হেঁটে দর্শনার্থীরা বিভিন্ন পশু-পাখি দেখছেন। আর বড়রা তাদের শিশুসন্তানকে বিভিন্ন পশুপাখির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।

বেশি ভিড় লক্ষ্য করা গেছে জেব্রা, বাঘ ও সিংহের খাঁচার সামনে। বানরের ভেংচি কাটা আর লাফালাফি দেখতে বানরের খাঁচার সামনেও ছিল দর্শনার্থীর ভিড়। এ ছাড়া কুমির, ঘড়িয়াল, জলহস্তি, ঘোড়া, হনুমান, গাধা, ভাল্লুক, হরিণ, ময়ূর, উটপাখি সহ চিড়িয়াখানার সবগুলো খাঁচার সামনেই ছিল জটলা।

এদিকে চিকলি বিনোদন পার্ক সাজানো হয়েছে শিশু-কিশোরদের আকৃষ্ট করার মতো নানা আয়োজনে। বিলের বুকে স্পিডবোট চলছে দ্রুত বেগে এ পাশ থেকে ওপাশ। হই হুল্লোড়ে মেতে উঠছে সবাই।

একই চিত্র দেখা গেছে রংপুর নগরী থেকে একটু দূরের খলেয়া গঞ্জিপুরের ভিন্নজগত, পীরগঞ্জের আনন্দনগর, বদরগঞ্জের মায়াভুবন, কাউনিয়ার তিস্তা পার্ক, পীরগাছা-সুন্দরগঞ্জের আলী বাবা থিম পার্কেও। ছোট-বড় সব বয়সী মানুষের মাঝে ঈদ উদযাপনের খোরাক যোগাচ্ছে এসব বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থান।

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মো. আমবার আলী তালুকদার জানান, গত কয়েক বছর থেকে এবার দর্শনার্থী বেশি লক্ষ্য করা গেছে। সবাই আনন্দচিত্তে চিড়িয়াখানায় ঘুরছেন, শিশুরা খুবই আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটাচ্ছে। বিনোদনপ্রেমীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ সার্বক্ষণিক রয়েছে। তা ছাড়া পুরো চিড়িয়াখানা সিসি ক্যামেরার আওতাভুক্ত।
প্রতিটি বিনোদন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ রংপুর জোনের পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, রংপুরের সব বিনোদন কেন্দ্রে পুলিশ রয়েছে, সেইসঙ্গে সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। আশা করি কোথাও সমস্যা হবে না। নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা
অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান
শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা
পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা