হঠাৎ মোবাইল ফোন গরম হলে যা করবেন
ফোন অনেক বেশি পুরোনো হলে এর হার্ডওয়্যারে সমস্যা দেখা দেয় ফলে ফোন গরম হতে পারে।
ফোন ঠান্ডা রাখতে যা করবেন:
ফোনে জাঙ্ক ফাইল ডিলিট করুন। অপ্রয়োজনীয় ফাইল গুলি জমতে থাকলে ফোন গরম হতে পারে। জাঙ্ক ফাইল ডিলিট করার জন্য Google Files Go -এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। Android গ্রাহকরা শুধুমাত্র Play Store থেকেই অ্যাপ ইনস্টল করুন।
ফোন নিয়মিত রিস্টার্ট:
অনেক সময় মেমোরিতে প্রয়োজনীয় ফাইল জমতে থাকার কারণেই গরম হয় ফোন। এই জন্য দিনে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে গরম হওয়ার সম্ভাবনা কমে। ফোন গরম হলে সঙ্গে সঙ্গে রিস্টার্ট করলেও সুফল পাবেন।
ক্ষতিকর ভাইরাস:
অনেক সময় ফোনে ভাইরাস ও ম্যালওয়্যার প্রবেশ করার কারণে তা গরম হতে থাকে। সেই ক্ষেত্রে ফোন থেকে ভাইরাল ও ম্যালওয়্যার দুর করতে হবে। এই কাজের জন্য ফোনে রাখতে পারেন একটি অ্যান্টিভাইরাস।
গেমিংয়ে বিরতি:
গেম খেললে প্রায় সব ফোনই কম-বেশি গরম হয়। তবে গেম খেলার সময় 2টি গেমের মধ্যে কয়েক মিনিটের বিরতি নিন। পারলে সেই সময় ফোন বন্ধ করে রাখুন। এতে ফোন গরম হওয়ার সম্ভাবনা কমবে।
অতিরিক্ত ফোন কভার:
অনেকে ফোনের সঙ্গে অতিরিক্ত কভার বা কেসযুক্ত করে ব্যবহার করেন। এ ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে ফোন বেশি গরম করে। ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এ ধরনের কেস বা কভার সরিয়ে ফেলুন।
ডিসপ্লে ব্রাইটনেস:
প্রায় সময় দেখা গেছে যে, আপনার মোবাইলের ডিসপ্লের ব্রাইটনেস (display brightness) অনেক বেশি থাকার ফলে, মোবাইলের ওপরের ভাগ গরম হয়ে পরে।তবে, এটা কোনো সমস্যা নয়।কিন্তু, এতে আপনার চোখ এবং মোবাইলের ব্যাটারিতে চাপ পরার সুযোগ রয়েছে।তাই, নিজের মোবাইলের display brightness, সব সময় auto settings এ রাখার পরামর্শ আমি দিবো।
লম্বা সময় WiFi সংযোগ:
অনেক সময়, আপনি হয়তো নিজের মোবাইলের wifi চালু করে ইন্টারনেট ব্যবহার করেন বা মোবাইলের hotspot চালু করে, মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট চালান।এই প্রক্রিয়া স্বাভাবিক, এবং আমি প্রত্যেক দিন এই প্রক্রিয়া গুলি মোবাইল ফোনে ব্যবহার করি।এই ক্ষেত্রে, অনেক বেশি সময়ের জন্য mobile wifi বা mobile hotspot ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করার ফলেও আপনার মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার সুযোগ রয়েছে।তবে, এই কারণে হওয়া মোবাইল হিটিং (mobile heating), অনেক সাধারণ এবং স্বাভাবিক।
তাছাড়া, একটি খারাপ ব্যাটারী, খারাপ চার্জার বা মোবাইলের কোনো হার্ডওয়্যারের সমস্যা, “battery overheating” এর কারণ হয়ে দাঁড়াতে পারে।