সেপ্টেম্বরেই আসছে আইফোন ১৫
আইফোন বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন। স্মার্টফোন নির্মাতা সংস্থা অ্যাপলের আইফোন মানেই বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনা নতুন সিরিজ আসার সময় যেমন শুরু হয় তেমনি দেখা যায় নতুন সিরিজ আসার খবরেও। এবারও তার ব্যতিক্রম নয়, আইফোন ১৫ এর কানাঘুষা শোনা যাচ্ছে বেশ কিছুদিন আগে থেকেই।
এ বছর অ্যাপল আইফোন ১৫ সিরিজে ৪টি নতুন স্মার্টফোন আনবে, এগুলো হচ্ছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। তবে বর্তমান মডেলের তুলনায় আইফোন ১৫ প্রো মডেলের দাম বেশি হতে পারে। এর সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ মডেল ও আইওএস ১৭ লঞ্চ হতে পারে।
নতুন ডিসপ্লে প্রযুক্তির সুবাদে আইফোন ১৫ প্রো লাইনআপের ফোন স্ক্রিনের বেজেল আগের চেয়ে সরু হবে। বলা হচ্ছে, বেজেলের আকার আগের মডেলের ফোনের তুলনায় এক-তৃতীয়াংশ কমে আসতে পারে।
Apple এর আসন্ন iPhone 15 এবং iPhone 15 Plus এই দুই ফোনেই থাকছে স্ট্যাকড্ CMOS ইমেজ সেন্সর। তবে প্রো মডেলগুলিতে এই ফিচার থাকবে না। এই অত্যাধুনিক প্রযুক্তি দুটি ফোনেরই ক্যামেরা পারফরম্যান্স আরও চমৎকার করবে।
একাধিক রিপোর্ট থেকে আবার এ-ও জানা গিয়েছে, iPhone 15 স্ট্যান্ডার্ড মডেলগুলিতে থাকতে পারে 48MP Sony IMX803 ইমেজ সেন্সর, যা এই মুহূর্তের অন্যান্য আইফোন মডেলগুলির 12MP সেন্সরের তুলনায় অনেকাংশেই একটা ভাল ক্যামেরা আপগ্রেড।
পাশাপাশি, নতুন সিরিজের ফোনে ক্যামেরা ও চার্জিং পোর্টসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনে চমক দিতে পারে অ্যাপল। তবে এবার যুক্তরাষ্ট্রের বাইরে আইফোনের দাম বাড়তে পারে। গুঞ্জন রয়েছে, যুক্তরাষ্ট্রে না বাড়লেও অন্যান্য দেশে আইফোনের ম্যাক্স মডেলগুলোতে দাম বাড়তে পারে ২০০ ডলার পর্যন্ত।