ভারতে প্রযুক্তিখাতে প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের ২শ কোটির ফান্ড
বিশ্বখ্যাত ‘প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল’র ভারতীয় অফিস প্রযুক্তি প্রাধান্যভিত্তিক সলিউশনগুলোর জন্য, যেগুলো তাদের ব্যবসায় সমস্যাগুলোর সমাধান করবে-খাতটিতে ২শ কোটি রূপীর একটি ফান্ড ঘোষণা করেছে। তারা এজন্য একটি বিবৃতি প্রদান করেছেন সম্প্রতি।
ভারতে তাদের অন্যান্য পণ্যের মতো ‘টাইড’ নামের ডিটারজেন্ট ও ‘হুইসপার’ নামের স্যানিটারি ন্যাপকিনগুলো খুব জনপ্রিয়।
তারা ‘জিলেট’ নামের শেভিং মেশিন ও ক্রিমেরও মালিক।
ফান্ডটি ‘পিঅ্যান্ডজি টেকনোভেট ফান্ড’ হিসেবে গণ্য হবে।
প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল আরো জানিয়েছে, ‘ব্যবসায় সমস্যাগুলোর সমাধান, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য লক্ষ্য রেখে এই ফান্ড করা হয়েছে।’
ফান্ডটির মাধ্যমে ব্র্যান্ডটির উন্নয়ন, নির্মাণ এবং তৃণমূল জনসচেতনতাও তৈরি হবে।
‘গবেষণা’র দিকে ঝুঁকে পড়বে ফান্ডে প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল। ভোক্তাখাতে গবেষণা করা হবে।
বাজারগুলোতে যাবেন তারা, নিজেদের সাপ্লাই চেইনের উন্নয়ন ও বিস্তৃতি ঘটাবেন।
প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল জানিয়েছে, ‘আমাদের এই যাত্রাপথ ভারত সরকারের ডিজিটাল ক্রমবিকাশের দিকে যাত্রার লক্ষ্যমাত্রার সঙ্গে কাজ করবে।’
পিঅ্যান্ডজি ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এলভি বিদ্যানাথন বলেছেন বিবৃতিতে, ‘আমরা বিশ্বাস করি যে, নতুন বয়সের মানুষদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ও টেকসই সমাধান করে আমরা আমাদের ক্রেতাদের জন্য মূল্যবোধ তৈরি করতে পারব। আমাদের অংশীদার ও সমাজগুলোতে নবমূল্যবোধ এবং কার্যক্রমও ছড়িয়ে দিতে পারব।'
‘আমাদের কার্যক্রমে বর্হিবিশ্বের অংশীদার, যারা প্রযুক্তিখাতে বিশ্বেষজ্ঞ, তারাও সহযোগিতা করবেন, উল্লেখ করেছেন তিনি।