বাউয়েটে ‘সাইবার সিকিউরিটি’র কর্মশালা
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’-এ ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)’ বিভাগের আয়োজনে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-অক্টোবর’ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আয়োজনগুলোর অন্যতম ছিল ‘সাইবার সিকিউরিটি’ কর্মশালা।
উদ্বোধন করেছেন ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি।
স্বাগত বক্তব্য দিয়েছেন প্রক্টর ও সিএসই বিভাগের প্রধান-সহযোগী অধ্যাপক মোহাম্মাদ গোলাম সরওয়ার ভূঁইয়া।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
রিসোর্স পার্সন ছিলেন ‘পেনটেস্টার স্পেস’, ঢাকার কো-ফাউন্ডার এম. ইব্রাহিম খলিল।
প্রধান অতিথি বলেছেন, ‘আমাদের শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতাগুলো বাড়ানোর জন্যই এই কর্মশালাটি আয়োজন করা হলো।’ তিনি সাইবার হামলা প্রতিরোধে করণীয়গুলো মেনে চলার জন্য সবাইকে আহবান জানিয়েছেন।
সামজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেছেন তিনি।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানরা।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচায রিসোর্স পার্সনকে ক্রেস্ট প্রদান করেছেন।
সিএসই বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র, ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ এই আয়োজনগুলো করেছেন।
ওএফএস।