অ্যাপলের সবচেয়ে সেরা ঘড়ি-‘অ্যাপল ওয়াচ আল্টা’
অ্যাপল কয়েক বছর ধরে নতুন নতুন ভালো মানের ঘড়ি তৈরি করে চলেছে। সেগুলোর বেশিরভাগই একই ধরণের নিয়মানুসরণ করে বানানো। তবে ‘দি অ্যাপল ওয়াচ আল্টা’ আগের ডিজাইনের ঘড়িগুলোর চেয়ে আলাদা। সেখানে ঘড়ির কাঁটা এবং রঙটিও আলাদা।
অ্যাপল জানিয়েছে, এই ঘড়িটি আগেরগুলোর চেয়ে সবচেয়ে ভালো। একটি ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস আছে। টানা ৩৬ ঘন্টা ব্যাটারিতে চার্জ থাকে। সেলুলার সমর্থন করে। তিনটি বিশেষ ব্র্যান্ড তৈরি করা হয়েছে খেলোয়াড়দের জন্য। সেগুলো ব্যবহার করতে পারবেন যেকোনো ধরণের অভিযাত্রী। তাদের জন্য একেবারে আদর্শ। গাড়িচালক, পর্বতারোহনকারী, টেনিস খেলোয়াড়, জুডো ইত্যাদি খেলোয়াড় এমনকি যাদের মনে অন্য ধরণের ঘড়ির প্রতি আগ্রহ আছে তারাও ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দ্যে।
১০০ মিটার পর্যন্ত পানিতে থাকলে এই ঘড়ির কোনো কিছু হবে না।
সবচেয়ে খারাপ ও সবচেয়ে উঞ্চ আবহাওয়াতে এই ঘড়িটি খুব ভালোভাবে কাজ করবে।
ঘড়িটিতে আছে যেকোনো মানুষের ফিটনেস ও স্বাস্থ্য সেবা পাওয়ার অ্যাপসগুলো।
তারা যেকোনো ঘড়ির সঙ্গে তুলনীয় অবিশ্বাস্য কার্যক্ষমতার এই ঘড়িটি বানিয়েছেন।
অ্যাপলের সবচেয়ে ভালো ও উজ্জ্বল ঘড়ি। আছে রেটিনা ডিসপ্লে।
ওএফএস।