টুইটারে ‘এডিট বাটন’ আসছে
টুইটার বলেছে, ‘ভেতরে-কী বাকি আছে?’ একটি টুইট করেছেন তারা গতকাল ১ সেপ্টেম্বর সকালে যে, কিছু ব্যবহারকারী শুরু করবেন সম্পাদিত টুইটগুলো তাদের ফিডে। কারণ, টুইটার দীর্ঘকালের অপেক্ষার প্রহর শেষে ‘এডিট বাটন’ পরীক্ষা করছে। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ‘এই কার্যক্রম ঘটছে ও আপনারা ভালো থাকবেন।’ এই দিন তারা তাদের ব্লগ পোস্টে আরো বলেছেন, “এডিট করা টুইট (বাংলায় মানে কিচির-মিচির) শুরুর দিকে পরীক্ষা করা হয়েছে। এই মাসের শেষের দিকে খরচ প্রদান করা সাপেক্ষে ব্যবহার করা ‘টুইটার ব্লু সাভিস’-এর ব্যবহারকারীদের মধ্যে সম্প্রসারিত করা হবে।”
প্রথম কিস্তিতে টুইটার ব্লু সার্ভিস ব্যবহার করা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অনুসরণের জন্য দেওয়া হবে।
এই প্লাটফর্মের টেস্ট হিসেবে ব্যবহার করা ভাগগুলোর মানুষদের বাদে অন্যরা এডিটেড টুইটগুলো দেখতে পারবেন এর কদিনের মধ্যে বলে জানিয়েছেন তারা।
এপ্রিলে টুইটার জানিয়েছিল যে, এক বছরের জন্য তারা একটি এডিট ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। কয়েক মাসের মধ্যে এই সার্ভিসটি টুইটার ব্লু সার্ভিস ব্যবহারকারীদের কাছে সুবিধাটি সহজলভ্য করা হতে পারে।
এই ঘোষণাটি সেদিনই এসেছিল যেদিন, প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে যে, তারা তাদের বোর্ডে ইলন মাস্ককে যুক্ত করতে পারেন। এরপর তিনি তার অনুসরণকারীদের জানিয়েছেন যে, তারা প্ল্যাটফর্মটিতে একটি এডিট বাটন পছন্দ করবেন নাকি সেই বিষয়ে ভোট দেবেন।
যখন টুইটার নিশ্চিত করলো, এডিট ফিচারটি তার কাজগুলোতে আছে, আরো জানালো, ‘না আমরা এই ভাবনাটিকে ফেলে দেওয়া গ্রহণ করবো না।’
খোলাখুলিভাবে টুইটার কিনতে রাজি হয়েছিলেন তিনি। ইলন মাস্ক টুইটার বোর্ড থেকে সরে গেলেন।
তিনি এরপর এগিয়ে গিয়েছিলেন, টুইটার অর্জন চুক্তিগুলোকে বাতিল করতে।
এখন তিনি একটি মামলা মোকাবেলা করছেন, যেখানে টুইটার তাকে চুক্তি অনুসরণ করে এগুনোর পথগুলো খুঁজে বের করছে।
যদিও অনেক মানুষ কয়েক বছর ধরে টুইটারকে একটি ‘এডিট বাটন’ যুক্ত করতে বলছে, যেটি তাদের প্রতিদ্বন্দ্বী ফেসবুক ও ইনস্ট্রাগ্রামের অফারের মতো হবে। অন্যরা এই ধরণের একটি ফিচারের সুপ্ত শক্তির বিষয়ে তাদের মনোযোগ কেড়ে নিতে আলোচনা তুলেছেন।
এডিটেড টুইটগুলো থাকবে একটি আইকন নিয়ে, তাতে একটি লেবেল থাকবে, টাইমস্টাম্প থাকবে। ফলে অবশ্যই সেগুলো পুণব্যবহার করে প্রদান করা হবে। এর আগের ভাসনগুলো দেখার জন্য এডিট হিস্ট্রিতে যেতে হবে ব্যবহারকারীদের।
‘নতুন যেকোনো ফিচারের মতো, আমরা ইচ্ছাকৃতভাবে এডিট টুইট পরীক্ষা করছি। একই ধরণের গ্রুপগুলোর সাহায্য নিয়ে। তাতে সাহায্য লাভ করব ফিডব্যাকের সঙ্গে সংযুক্ত হতে। ফলে সনাক্তকরণ এবং কার্যকর বিষয়গুলো পুর্ণ:সমাধান সম্ভব হবে। তার ফলে কত মানুষ এই ফিচারটি ভুল ব্যবহার বা বাজে ব্যবহার করতে পারেন জানাও যাবে’ জানিয়েছে টুইটার।
ওএফএস।