১৫০ বছর পিডব্লুসি’র, ১০ হাজার কর্মী নেবেন তারা
১৫০ বছর পূর্তি উৎসব করছে ভারতীয় প্রতিষ্ঠান ‘পিডব্লুসি ইন্ডিয়া’। তারা সৌভাগ্যবান যে, ভারতের প্রধান রূপান্তরকারী সেবাগুলোর মিলনস্থান হতে পেরেছেন। সুবৃহৎ ও অনন্য গৌরবের অধিকারী প্রতিষ্ঠানটি এখন ১০ হাজার কর্মীকে তাদের ক্লাউড, ডিজিটাল, বিশ্লেষণ, সাইবার ও উদীয়মান প্রযুক্তিসেবা খাতগুলোতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে নিয়োগ প্রদানের পরিকল্পনা করছেন, জানিয়েছেন আজ।
‘ইন্ডিয়া ইনকরপোরেশনের সঙ্গতিপূর্ণ আকাংখা তৈরি করতে উন্নয়ন পরিকল্পনাগুলো করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানটি এখন অদম্যভাবে নিয়োগ প্রক্রিয়ায় আছে। আমাদের পরিকল্পনা হলো, ১০ হাজার কর্মীকে নিয়োগ দেব আমাদের অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে। একটি সংখ্যা তারা হবেন, যেটি এই সময়ের মধ্যে অর্জনীয় এখন’-বলেছেন তাদের দেড়শ বছরের কথামালায়।
‘আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি এখন তাদের সকল কর্মপ্রচেষ্টা নিযুক্ত করেছে একটি প্রতিযোগিতামূলক ও ঐতিহাসিক কর্ম এলাকায় তাদের কর্ম পরিবেশ ফিরিয়ে দিতে। যেটি বিন্যস্ত বৈচিত্রময়তায়, উন্নত পেশাদারীত্বে। যেখানে মনোযোগের কেন্দ্রবিন্দু সুযোগগুলোর উন্নয়ন’ তারা আরো জানিয়েছেন তাদের ভারতে দেড়শ বছর পূর্তিতে।
পিডব্লুসি ইন্ডিয়া’র চেয়ারম্যান সঞ্জীব কৃষাণ। এই ব্যবসায় প্রতিষ্ঠানে তিনি ২৯ বছর ধরে চাকরি করছেন। ১৯৯১ সালে একজন আর্টিকেল লেখার কাজে প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে যোগ দিয়েছেন। ২০০৬ সালে অনন্য যোগ্যতা ও মেধাসম্পন্ন এই অফিসারকে পিডব্লুসির একজন অংশীদার করা হয়। তিনি প্রতিষ্ঠানটিকে লেনদেন খাত, বেসরকারী সমতা ও চুক্তি খাতে অনেক বছর ধরে নেতৃত্ব দিয়েছেন অত্যন্ত সাফল্যের সঙ্গে। তিনি একজন চাটার্ড অ্যাকাউন্টট্যান্ট।
সঞ্জীব কৃষাণ বলেছেন, ‘গেল শতাব্দী ও তার পরের ৫০ বছর কেটেছে কেবল জয়লাভ ও অর্জনের ধারাতেই নয়, আমাদের এই সময়কাল শিক্ষারও ছিল। এই শেখাগুলোর মাধ্যমে আমরা আরো শক্তিশালী হয়েছি সবাই। আরো মনোযোগ দিয়েছি কাজে, নব ভুবনে। ভালো অবস্থানে গিয়েছি নিজেরা ও প্রতিষ্ঠান। এ কাজগুলো আমাদের গুরুত্বপূণ সমস্যাগুলোর মোকাবেলাতেও গিয়েছে। আমরা তৈরি করেছি একটি শক্তিশালী সংস্কৃতি। যেখানে আছে সম্মানবোধ, অর্ন্তভুক্তি-মানুষ ও কর্ম এবং স্বচ্ছতা।’
তাদের চেয়ারম্যান আরো বলেছেন তার বার্তায়, ‘পিডব্লুসি সৌভাগ্যবান যে, ভারতের প্রধান রূপান্তরকারী পরিবর্তনগুলোর মিলনস্থল হয়েছে। সেই কাজগুলো এখন আমাদের ইতিহাসে কালানুক্রমে আছে।’
সরকারী রাজস্বে তারা শেষ কটি বছর ২২ শতাংশ মুনাফা জমা দিয়েছেন। তবে প্রতিষ্ঠানটি এখন জানিয়েছে, তাদের রূপান্তর প্রক্রিয়ায় পথচলার প্রয়োজনতাগুলোর কথা।
আরো বলেছে, ভারতীয়দের ব্যবসাগুলো এখন গ্রহণ করছে তাদের উদ্দেশ্য সাধনের শক্তিকে নানা খাতের অনুশীলনে।
কমিউনিকে ম্যাগাজিনের একটি লেখা অনুসারে, সাম্প্রতিককালের প্রধান বিনিয়োগগুলো পিডব্লুসি ইন্ডিয়া করেছে প্রযুক্তি ক্ষেত্রগুলোতে। এছাড়াও তারা বিনিয়োগ করেছেন ব্যাবস্থাপনা পরামর্শ সেবাখাতে, ঝুঁকি ও চুক্তি ক্ষেত্রগুলোতে, জৈব উৎপাদন ও বিপনন ব্যবসাখাতে। তারা এই কাজগুলো গভীরভাবে করেছেন তাদের বর্তমান সমস্যা ও সমাধান সক্ষমতার ভিত্তিতে। তারা যোগ করেছেন লভ্যাংশ, সুনাম ও অর্জনের মাত্রা।
তাদের একশ ৫০ বছরের বার্তায় জানিয়েছেন, ‘আমাদের দেশের ভেতরের বাজার একটি বিরাট মনোযোগের বিষয় এবং এই বাজারটিকে আরো ভালো করে ধরার জন্য নিজেদের বিকশিত করতে চাইছি আমরা। এজন্য কর্মী নিয়োগ বাদেও এই বছরের মধ্যেই তিনটি নতুন অফিস চালু করবো। ফলে আমরা আমাদের ভোক্তাদের আরো কাছে চলে আসব-এও আমাদের লক্ষ্য। দেশের ভেতরের বিরাট তরুণ প্রতিভাগুলোতে বিস্তৃতভাবে যুক্ত করতে কাজ করব।’
ওএফএস।