দুটি আইটি কোম্পানিতে চাকরি পাবেন বাউয়েটের ছাত্র-ছাত্রীরা
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’র উচ্চতর বিজ্ঞানের চারটি বিষয়-‘ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’, ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’, ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স’ এবং ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগের শিক্ষানবিশদের কাজ এবং কর্মক্ষেত্র তৈরির জন্য ‘আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেড’ ও ‘বায়োটেক ইন্টারন্যাশনাল’র সঙ্গে চুক্তি হয়েছে।
আজ বৃহস্পতিবার ৭ জুলাই সকাল সাড়ে এগারোটায় সিন্ডিকেট রুমে আইটি কোম্পানি দুটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. মোস্তফা কামাল।
সমঝোতা চুক্তিতে বাউয়েটের পক্ষে স্বাক্ষর করেছেন রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, বায়োটেক ইন্টারন্যাশনালের পক্ষে পরিচালক সালেহ আকরাম ও আইবিসিএস প্রাইমেক্স সফটওয়্যার বাংলাদেশ লিমিটেডের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) এস. এম. সাজ্জাদ হোসেন।
বাউয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি প্যানেলের সঙ্গে তাদের আলোচনা সভাও হয়েছে। উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. মোস্তফা কামাল বলেছেন, ‘আমাদের বাউয়েট প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে মিল রেখে বাস্তব ও কর্মমুখী শিক্ষাপ্রদানের জন্য পাঠ্যক্রম প্রণয়ন ও অনুসরণ করছে।’
আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেড ও বায়োটেক ইন্টারন্যাশনালের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠান পরিচালনা পদ্ধতি তুলে ধরেছেন।
বাউয়েটের অধ্যাপকরা কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, তাদের বিভাগগুলোর মান, ভবিষৎ কর্মপন্থা ও ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গড়ার জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজনীয়তা আলোচনা করেছেন।
এই চুক্তি দুটির আওতায় কোম্পানিগুলোতে বাউয়েটের ছাত্র, ছাত্রী ও গবেষকরা সফটওয়্যার অটোমেশনসহ নানা ধরণের গবেষণা কর্ম এবং প্রকল্পও তৈরি করবেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, অনুষগুদলোর ডিন, বিভাগীয় প্রধান ও অধ্যাপকরা।
সার্বিক তত্বাবধান করেছেন আইসিই (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. মো. রুবেল বাশার।
ওএস।