বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ফর দোজ হু ডেয়ার, আসুস রগ ফোন সিক্স

পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী নতুন সিরিজের দুই মডেলের গেমিং স্মার্টফোন লঞ্চ করলো আসুস। গেল ৫ জুলাই তাইওয়ানের রাজধানী তাইপেই, জার্মানির রাজধানী বার্লিন এবং যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে 'ফর দোজ হু ডেয়ার' স্লোগান নিয়ে একযোগে উন্মোচিত হল আসুস রগ ফোন সিক্সসিক্স প্রো। এর মাধ্যমে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সর্বাধুনিক চার ন্যানোমিটার প্ল্যাটফরমের নতুন প্রসেসর এইট প্লাস জেন ওয়ান চিপসেটের প্রথম দুই গেমিংফোন বাজারে আসলো। ২০১৮ সালের অক্টোবরে আত্মপ্রকাশ করার পর থেকে এখন পর্যন্ত ৫ বছরে ৬ সিরিজে মোট ১১ টি মডেল বাজারে ছাড়লো আসুস

আসুস বরাবরই নতুন প্রসেসরের গেমিং ফোন বাজারে ছাড়ে সবার আগে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। একটি গেমিং স্মার্টফোনের ব্যবহারকারীর যা যা চাহিদা থাকে তার সর্বোচ্চ পূরণ করার চেষ্টা করে আসুস। আসুসের দাবি গেমিং ফোনের ক্ষেত্রে এর বাহ্যিক ডিজাইনের বদলে এর কার্যক্ষমতার উপর বেশি প্রাধান্য দেয় তারা এবং ব্যবহারকারী যেন এর থেকে সর্বোচ্চ উপযোগিতা পান সেটা বাস্তবায়ন করতেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আসুসের টেকনিক্যাল টিম।

রগ ফোন সিক্স ও সিক্স প্রো এর মাঝে বিশেষ কোনো পার্থক্য নেই। প্রথম পার্থক্য এর র‍্যাম ও দ্বিতীয় পার্থক্য এর ব্যাকশেলের ডিজাইনে। রগ ফোন সিক্স এর পিছনে থাকছে একটি অপটিক্যাল আরজিবি লাইট প্যানেল, যার পরীবর্তে রগ ফোন সিক্স প্রো তে থাকছে একটি প্রোগ্রামেবল মিনি অ্যামোলেড ডিসপ্লে। এর বাইরে দুটো স্মার্টফোনের ক্যামেরা মডিউল থেকে শুরু করে ব্যাটারি সব একই থাকছে।

স্মার্টফোন দুটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সর্বশেষ সংস্করণ 'এইট প্লাস জেন ওয়ান' চিপসেট। আট কোরের এই প্রসেসরটির কার্যক্ষমতা ৩.১৯ গিগাহার্জ। গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো ৭৩০। ফোনটি চলবে অ্যান্ড্রোয়েড টুয়েলভ অপারেটিং সিস্টেমে।

রগ ফোন সিক্স ফোনটিতে র‍্যাম থাকছে ৮ থেকে ১৬ গিগাবাইট পর্যন্ত। আর স্টোরেজ সুবিধা থাকছে ১২৮ থেকে ৫১২ গিগাবাইট পর্যন্ত। এই ফোনটি পাওয়া যাবে ৮/১২৮; ১২/১২৮; ১২/২৫৬ ও ১৬/৫১২ চারটি ভ্যারিয়েন্টে। অপরদিকে রগ ফোন সিক্স প্রো ফোনটিতে র‍্যাম থাকছে ১৮ গিগাবাইট। আর স্টোরেজ সুবিধা থাকছে ৫১২ গিগাবাইট।

দুটো ফোনে একই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে ১ বিলিয়ন কালার সাপোর্টেড ৬.৭৮ ইঞ্চির স্যামসাং অ্যামোলেড মনিটর যা ১৬৫ হার্জ রিফ্রেশ রেটে অপারেট করা যাবে। এছাড়াও থাকছে এইচডিআর টেন প্লাস ও ১২০০ নিট পিক ব্রাইটনেস। ডিসপ্লের রেজুলেশন ১০৮০বাই২৪৪৮ (ফুল এইচডি)। ডিসপ্লের সুরক্ষায় স্ক্রিন হিসাবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাসের সর্বশেষ ও সর্বাধুনিক সংস্করণ গরিলা গ্লাস ভিক্টাস।

দুটো ফোনেই পিছনের ক্যামেরা প্যানেলে ৩টি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ১.৯ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ওয়াইড। প্রাইমারি ক্যামেরার সেন্সর সনির আইএমএক্স ৭৬৬ (IMX 766) ১/১.৫৬ ইঞ্চি ইমেজ সেন্সর। স্মার্টফোন, ড্রোন, অ্যাকশন ক্যামেরা প্রভৃতি ডিভাইসে ব্যবহৃত সেরা ইমেজ সেন্সরের র‍্যাঙ্কিং তালিকায় এই সেন্সরটির অবস্থান সপ্তম। এই ক্যামেরা এইট কে ফরম্যাটের ভিডিও ধারণে সক্ষম। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২.২ অ্যাপারচারের ১৩ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স আল্ট্রাওয়াইড। তৃতীয় ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে একটি ৫ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ম্যাক্রো। আর সেলফি ক্যামেরা হিসাবে একটি ১২ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ২৮ মিলিমিটার ওয়াইড। সেলফি ক্যামেরার সেন্সরট সনির আইএমএক্স ৬৬৩ (IMX 663)।

দুটো ফোনেই সাউন্ড সিস্টেম হিসাবে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার ও ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। সাউন্ড কার্ডে ব্যবহার করা হয়েছে ডিরাক এর অডিও টেকনলজি আর ব্লুটুথ অডিও আউটপুটে থাকছে কোয়ালকমের এপিটিএক্স অ্যাডাপ্টিভ কোডেক। তবে বরাবরের মতই থাকছে না আলাদা মেমোরি কার্ড স্লট। দুটো ফোনই অ্যালুমিনিয়াম ফ্রেমের এবং ওজন ২৩৯ গ্রাম এবং। পিছনের ব্যাকশেল হিসাবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস থ্রি।

স্মার্টফোন দুটো সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের দুটো মোট ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি। যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। দ্রুত চার্জের জন্য থাকছে কোয়ালকমের কুইক চার্জ ফাইভ টেকনলজি। ফোনের নিরাপত্তায় থাকছে সুপার ফাস্ট আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর পাশাপাশি গেমিং এর জন্য সুপার সেন্সিটিভ আল্ট্রাসনিক সেন্সর তো থাকছেই। রগ সিক্স সিরিজে আসুস দিয়েছে এয়ার ট্রিগার সিক্স। আগের মতই এবারও ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দুটোই থাকছে তবে বাম পাশের টাইপ-সি পোর্টের সঙ্গে থাকা এক্সেসরিজ কানেক্টর বাদ দেওয়া হয়েছে।

রগ ফোন সিক্স এর বিষয়ে ব্যবহারকারীদের বিশেষ সুখবর দিয়েছে আসুস। তাদের দাবি আসুস রগ সিক্স সিরিজে ব্যবহৃত কুলিং সিস্টেমটি নতুন প্রসেসরের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা। যা আগের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি তাপ কমাতে সক্ষম। সেক্ষেত্রে বলা যায় রগ সিক্স এ গেমিংয়ের সময় হিটিং ইস্যু অনেকটাই কম হবে।

আসুস রগ ফোন সিক্স পাওয়া যাবে সাদা ও কালো দুটো রঙে এবং সিক্স প্রো পাওয়া যাবে কেবল সাদা রঙে।

আসুস জানিয়েছে আগামী ১৩ জুলাই থেকে স্মার্টফোন দুটো আন্তর্জাতিক বাজারে কিনতে পাওয়া যাবে। রগ ফোন সিক্স এর দাম নির্ধারণ করা হয়েছে ১০০০ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬ হাজার টাকা। আর সিক্স প্রো এর দাম নির্ধারণ করা হয়েছে ১৩০০ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা। ফোনগুলো আন্তর্জাতিক বাজারে চলে আসলেও অফিশিয়াল ডিস্ট্রিবিউটর না থাকায় বাংলাদেশে কখনোই অফিশিয়ালি এই স্মার্টফোন আসবে না।

Header Ad
Header Ad

ছয় দফা দাবিতে সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও ছয় দফা দাবি আদায়ে এবার রেলপথ অবরোধের ডাক দিয়েছে দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশব্যাপী রেল অবরোধের ঘোষণা দেওয়া হয়।

কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন জুবায়ের পাটোয়ারী। তিনি বলেন, “আমরা আজ সড়ক ছেড়ে দিলাম, কিন্তু আন্দোলন থেমে যাচ্ছে না। কাল থেকে সারাদেশে রেলপথ অবরোধ কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।”

তিনি জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের একটি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনও লিখিত আশ্বাস পাননি তারা। ফলে, দাবি আদায়ে আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে রেল অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরেক আন্দোলনকারী মাশফি রহমান বলেন, “জনদুর্ভোগ বিবেচনা করে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করা হলো। তবে কাল থেকে শুরু হবে আরও জোরালো কর্মসূচি—রেলপথ অবরোধ।” তিনি জানান, অবরোধ কখন থেকে শুরু হবে, তা কারিগরি ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার্থীদের ৬ দফা মূল দাবি-

১. ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ ও ইংরেজি মাধ্যমে কারিকুলাম চালু।
৩. ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেডে চাকরির নিশ্চয়তা ও নিচু পদে নিয়োগ বন্ধ।
৪. কারিগরি সেক্টরে অপ্রশিক্ষিত নিয়োগ বন্ধ ও নিজস্ব জনবল নিয়োগ নিশ্চিত করা।
৫. স্বতন্ত্র ‘কারিগরি শিক্ষা মন্ত্রণালয়’ গঠন এবং সংস্কার কমিশন প্রতিষ্ঠা।
৬. উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল কলেজে আসন সংরক্ষণ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে এই ছয় দফা দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচির পর এবার রেল অবরোধে নামছেন তারা

Header Ad
Header Ad

তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন: আব্দুস সালাম পিন্টু

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, অনেক আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের ঘোষণা দিয়েছেন। সেখানে শিক্ষা থেকে শুরু করে প্রতিটি গুরত্বপূর্ণ বিষয়ই তুলে ধরা হয়েছে। তারপরও কেউ কেউ নির্বাচনের আগে সংস্কার দাবি করছে। আগামীতে তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির মনোনয়নের জন্য অনেকেই দৌঁড়ঝাপ শুরু করেছেন। যাদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ আছে, তাদের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দেওয়া হবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী বাছাই শুরু করেছেন। যাদের জন সমর্থন আছে, সেই সমস্ত ক্লিন ইমেজের ত্যাগী নেতাদের আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হবে।

এ সময় টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি জহুর আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এসএম ফাইজুর রহমান, বার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, বার সমিতির সাবেক সভাপতি সরকারি কৌশুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাবেক সভাপতি আব্দুস সালাম চাকলাদার, মাইদুল ইসলাম শিশির, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

Header Ad
Header Ad

পাকিস্তানের আরশাদ খানকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি

আরশাদ খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার আরশাদ খান। প্রাথমিকভাবে পাঁচ মাসের জন্য চুক্তি হলেও ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে আরশাদ খান বাংলাদেশে এসে কাজ শুরু করেছেন। বর্তমানে এইচপি দলের প্রধান কোচ হিসেবে আছেন ডেভিড হেম্প এবং পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কলি মুর। আরশাদের যুক্ত হওয়ায় পূর্ণতা পেল দলের বোলিং বিভাগ। পাশাপাশি, ফিল্ডিং কোচ নিয়োগের জন্যও কাজ করছে বোর্ড।

আরশাদ খান পাকিস্তানের হয়ে খেলেছেন ৯টি টেস্ট এবং ৫৮টি ওয়ানডে ম্যাচ। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৫৬ এবং টেস্টে ৩২। ১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে পাকিস্তান দলের অধিনায়কত্ব করেছেন তিনি। খেলা ছাড়ার পর জীবিকার প্রয়োজনে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে ট্যাক্সি চালান। এরপর ২০২০ সালে আবার ক্রিকেট জগতে ফিরে এসে শুরু করেন কোচিং ক্যারিয়ার।

সর্বশেষ তিনি পাকিস্তান নারী দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার বাংলাদেশের তরুণ স্পিনারদের দক্ষতা বাড়ানোর দায়িত্ব পড়েছে তার কাঁধে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ছয় দফা দাবিতে সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন: আব্দুস সালাম পিন্টু
পাকিস্তানের আরশাদ খানকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন
চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলেন ট্রাম্প
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ
প্রখ্যাত ইসলামী বক্তা বজলুর রশীদের বিরুদ্ধে প্রতারণার মামলা
দারিদ্র্যপীড়িত রাজিবপুরে শিক্ষার্থীদের পকেট কাটছে রাজিবপুর সরকারি কলেজ
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা
গোবিন্দগঞ্জে স্কুলছাত্র সাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, দোষীদের শাস্তির দাবি
৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ
৮৬ জনকে চাকরি দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
নওগাঁ শহরে বাসায় ঢুকে এক তরুণকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
মেহেরপুরে ছাত্রদলের দুই নেতাকে কারাগারে প্রেরণ
ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ
মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশগ্রহণ বিবেচনাধীন থাকবে: নাহিদ ইসলাম
বিড়ালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ, পরিবারের সদস্য নিয়ে যাওয়া নিষিদ্ধ