সবচেয়ে দুর্দান্ত ডিজাইনে রেড ম্যাজিক সেভেন এস প্রো
গেমিং স্মার্টফোন ট্রেন্ডে অপর এক লিজেন্ড জেডটিই (ZTE) এর নুবিয়া রেড ম্যাজিক। এশিয়া মহাদেশে এই স্মার্টফোনের তেমন কদর না থাকলেও বিশ্ব বাজারে গেমারদের কাছে এর যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। ডিজাইন এবং আউটলুকের ক্ষেত্রে রেজ ম্যাজিক বরাবরই অনন্য।
গেমিং স্মার্টফোন ট্রেন্ডের শুরুর দিকে ২০১৮ সালের এপ্রিল মাসে নুবিয়া রেড ম্যাজিক বাজারে ছাড়ে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। তারপর গেমিং ক্যাটাগরিতে একে একে সাতটি সিরিজে ১৩ টি মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে জেডটিই। নুবিয়া রেড ম্যাজিক সিরিজের সর্বশেষ সংযোজন রেড ম্যাজিক সেভেন প্রো। যা ২০২২ সালের মার্চ মাসে বাজারে আসে।
সম্প্রতি রেড ম্যাজিক সেভেন সিরিজের দুটো নতুন গেমিং স্মার্টফোন, রেড ম্যাজিক সেভেন এস ও রেড ম্যাজিক সেভেন এস প্রো বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে জেডটিই। আসছে ১১ জুলাই এই স্মার্টফোন দুটোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ইতোমধ্যেই স্মার্টফোন দুটো টেনা'র (TENAA) ছাড়পত্র পেয়েছে।
রেড ম্যাজিক সেভেন এস ও সেভেন এস প্রো এর এবারের মূল আকর্ষণ এর নতুন আউটলুক ও ডিজাইন। যদিও আগের সেভেন ও সেভেন প্রো এর ডিজাইন একই থাকছে। কিন্তু এবারের ফুল মেটালিক বডির সঙ্গে স্বচ্ছ সাদা ব্যাকশেল এক অনন্য মাত্রা যুক্ত করেছে, যা আগের সিক্স সিরিজে ছিল না।
এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে যা জানা গিয়েছে সে অনুসারে রেড ম্যাজিক সেভেন এস ও রেড ম্যাজিক সেভেন এস প্রো স্মার্টফোন দুটোর সঙ্গে তাদের পূর্বসূরি রেড ম্যাজিক সেভেন ও সেভেন প্রো এর বাহ্যিক তেমন কোনো পার্থক্য থাকবেনা। আসল পার্থক্য হবে প্রসেসরে। তবে বাকি সব কিছু একই থাকবে বলে ধারণা করা হচ্ছে।
দুটো স্মার্টফোনেই প্রসেসর হিসাবে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সর্বাধুনিক চার মিলিমিটার প্ল্যাটফরমের এইট প্লাস জেন ওয়ান চিপসেট। আট কোরের এই প্রসেসরটির কার্যক্ষমতা ৩ গিগাহার্জ। গ্রাফিক্স কার্ড হিসাবে থাকতে পারে অ্যাড্রিনো ৭৩০। কোয়ালকমের নতুন এই প্রসেসর ব্যবহার করা দ্বিতীয় ও তৃতীয় গেমিং স্মার্টফোন হতে যাচ্ছে রেড ম্যাজিক সেভেন এস ও সেভেন এস প্রো। ফোন দুটো চলবে অ্যান্ড্রোয়েড টুয়েলভ অপারেটিং সিস্টেমে আর ইউজার ইন্টারফেস বা ইউআই থাকছে রেডম্যাজিক ৫।
রেড ম্যাজিকের বেসিক ও প্রো সিরিজের মধ্যে মূল পার্থক্য হয় ব্যাটারি, ডিসপ্লে রিফ্রেশ রেট ও সেলফি ক্যামেরায়। সে অনুসারে সেভেন ও সেভেন প্রো এর মতই নতুন দুটো স্মার্টফোনের র্যাম থাকবে ৮ থেকে ১৮ গিগাবাইট পর্যন্ত এবং স্টোরেজ সুবিধা থাকবে ১২৮ গিগাবাইট থেকে ১ টেরাবাইট পর্যন্ত।
দুটো ফোনে একই ডিসপ্লে মডিউল ব্যবহার করা হবে। ডিসপ্লে হিসাবে দেওয়া হবে ১ বিলিয়ন কালার সাপোর্টেড ৬.৮ ইঞ্চির অ্যামোলেড মনিটর। ডিসপ্লের রেজুলেশন ১০৮০বাই২৪০০ (ফুল এইচডি)। দুটো স্মার্টফোনে একই ডিসপ্লে দেওয়া হলেও একটি পার্থক্য থাকবে। সেটি হলো রেড ম্যাজিক সেভেন এস এর ডিসপ্লে অপারেট করা যাবে ১৬৫ হার্জ রিফ্রেশ রেটে আর সেভেন এস প্রো এর ডিসপ্লে অপারেট করা যাবে ১২০ হার্জ রিফ্রেশ রেটে। ডিসপ্লের সুরক্ষায় স্ক্রিন হিসাবে ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস ফাইভ। তবে এক্ষেত্রে কর্নিং গরিলা গ্লাসের সর্বশেষ ও সর্বাধুনিক সংস্করণ গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করলে তা আরও বেশি সমৃদ্ধ হতো।
দুটো ফোনের পিছনের ক্যামেরা প্যানেলে থাকছে ৩টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ১.৮ অ্যাপারচারের ৬৪ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ২৬ মিলিমিটার ওয়াইড। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ১৩ মিলিমিটার ও ১২০ ডিগ্রি আল্ট্রাওয়াইড। তৃতীয় ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২.৪ অ্যাপারচারের ২ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ম্যাক্রো। সেভেন এস এর সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর অপরদিকে সেভেন এস প্রো এর সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ২ অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ২৬ মিলিমিটার ওয়াইড।
এখানে একটা বিষয় উল্লেখ্য যে রেড ম্যাজিক সেভেন সিরিজের স্মার্টফোনগুলোতে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা অর্থাৎ অদৃশ্য ক্যামেরার ব্যবহার শুরু করে জেডটিই। এবং নতুন দুই মডেলেও একই ক্যামেরাই ব্যবহার করা হবে।
বরাবরের মত দুটো ফোনেই সাউন্ড সিস্টেম হিসাবে থাকছে স্টেরিও স্পিকার এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। আলাদা মেমোরি কার্ড স্লট থাকছে না কোনো ফোনেই। দুটো ফোনই অ্যালুমিনিয়াম ফ্রেমের। রেড ম্যাজিক সেভেন এস এর ওজন ২১৫ গ্রাম এবং সেভেন এস প্রো এর ওজন ২৩৫ গ্রাম।
সেভেন এস সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি এবং সেভেন এস প্রো স্মার্টফোনটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি। দুটো ফোনই ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনের সুরক্ষায় দেওয়া হবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর পাশাপাশি দুটো ফোনেই গেমিং এর জন্য প্রেশার সেনসিটিভ এয়ার ট্রিগার তো থাকছেই।
রেড ম্যাজিক প্রো ভ্যারিয়েন্টের এক বিশেষ সংযোজন ছিল ফিজিক্যাল এয়ারকুলিং সিস্টেম। এর সিক্স সিরিজ থেকে একটি কুলিং ফ্যান প্রসেসরের হিট অ্যাবজরব করতে ব্যবহার করা হচ্ছে। এবারের সেভেন এস প্রো মডেলেও তার ব্যতিক্রম হচ্ছেনা।
যা-ই হোক, এ বিষয়ে যা জানা গেছে তার কোনো কিছুই নিশ্চিত নয়, কেবল প্রসেসর ছাড়া। নিশ্চিত হতে হলে জেডটিই'র ঘোষণা আসতে হবে এবং তখন দাম সম্পর্কেও জানা যাবে। ততদিন অপেক্ষার পালা। তবে আগামী আগস্টে ফোনগুলো আন্তর্জাতিক বাজারে চলে আসলেও বাংলাদেশে জেডটিই স্মার্টফোনের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর না থাকায় বাংলাদেশে কখনোই অফিশিয়ালি এই স্মার্টফোন আসবে না।
/এএস