ব্যবহৃত ল্যাপটপ কেনার আগে করনীয়
পৃথিবী যত উন্নত হচ্ছে ততই আমরা প্রযুক্তির প্রতি নির্ভরশীল হয়ে পড়ছি। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজই এখন প্রযুক্তি নির্ভর। কর্মক্ষেত্রের দাপ্তরিক কাজ তো কম্পিউটার ছাড়া চিন্তাই করা যায় না।
বাংলাদেশ কম্পিউটার সমিতির তথ্যমতে করোনাকালীন দেশে কম্পিউটারের ব্যবহার বেড়েছে। স্কুল-কলেজের অনলাইন ক্লাস, ঘরে বসে অফিসের কাজ এবং ফ্রিল্যান্সিং-এর প্রভাব বাড়ায় বেড়েছে ল্যাপটপ-কম্পিউটারের কেনা-বেচা। সেইসাথে বহনযোগ্য এবং স্বল্পমূল্যের কারণে বেড়েছে ব্যবহৃত ল্যাপটপের কেনা-বেচা।
কম্পিউটারের মধ্যে ল্যাপটপ সবচেয়ে সহজলভ্য ও বহনযোগ্য। দেশের বাজারে আসুস, এইচপি, ডেল, লেনোভো, অ্যাসারসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যায়। তবে নতুন ল্যাপটপের দাম সবার নাগালের মধ্যে থাকে না তাই ব্যবহৃত ল্যাপটপের চাহিদাও দেশের বাজারে অনেক।
ব্যক্তিগতভাবে অনেকেই নানাবিধ কারণে ব্যবহৃত ল্যাপটপ বিক্রি করে দেন। এর পাশাপাশি ব্যবহৃত ল্যাপটপ কেনা-বেচার জন্য বেশ কিছু প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। ব্যবহৃত ল্যাপটপ কমদামে পাওয়া যায় বলে মধ্যবিত্ত শ্রেণির কাছে এর চাহিদা বেশি।
তবে এখানে মাথায় রাখতে হবে যে দামে কম হলেই ব্যবহৃত ল্যাপটপ কেনা যাবে না। কেনার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল করতে হবে। যেমন:
* অনেকেই ব্যবহৃত ল্যাপটপ বিক্রি করে দেন হার্ডওয়্যার সংক্রান্ত জটিলতার কারনে। তাই আগে নিশ্চিত হতে হবে যে ল্যাপটপটির কোনো সমস্যা আছে কিনা।
* সাধারণত ল্যাপটপের মাদারবোর্ড বা মেইনবোর্ডে ঢালাই করে চিপগুলো লাগানো থাকে। এবং এসব চিপে সমস্যা হলে অনেক সময়ই তা মেরামত করা সম্ভব হয় না। পরে পুরো মাদারবোর্ড বদলাতে হয়। এরকম সমস্যা থাকলে সে ল্যাপটপ কেনা যাবে না।
* ল্যাপটপ আকৃতিতে ছোট এবং হালকা, সামান্য আঘাতেও এর অনেক বড় ধরণের ক্ষয়-ক্ষতি হতে পারে। এবং ল্যাপটপের বডিপার্ট মেরামত করা ব্যয়বহুল। তাই বডি ভাঙ্গা ল্যাপটপ কেনার চিন্তা থাকলে তা বাদ দিতে হবে।
* ল্যাপটপ বহণযোগ্য হওয়ায় অনেকসময়ই তা চুরি হয়। চোরাকারবারিরা এসব ল্যাপটপ খুবই অল্পদামে বিক্রি করে দেয়। লোভের বশবর্তী হয়ে চোরাই ল্যাপটপ কিনলে পরবর্তীতে আইনি জটিলতায় পড়তে হয়। এগুলো পরিহার করতে হবে।
* ল্যাপটপ ব্যাটারি চালিত যন্ত্র হওয়ায় ব্যবহৃত ল্যাপটপ কেনার আগে অবশ্যই ল্যাপটপটির ব্যাটারিতে কতক্ষণ চার্জ থাকে তা দেখে নিতে হবে।
কম্পিউটার ভিত্তিক কাজ খুব সহজ করে দিয়েছে ল্যাপটপ। তবে এর ব্যবহারে যত্ন প্রয়োজন। আকৃতিতে ছোট এবং হালকা হওয়ায় এটি খুবই সাবধাতার সাথে ব্যবহার করতে হয়।