ই-ক্যাব প্রার্থীদের ‘ঐক্য’ হয়েছে
লেখা ও ছবি : নাহিদ হাসান, জনসংযোগ কর্মকর্তা, সোনারগাঁও ইউনিভার্সিটি
শহীদুল্লা কায়সার, জহির রায়হান ও শাহরিয়ার কবিরের ভাগনী অভিনেত্রী শমী কায়সারের সূত্রে ও বাংলাদেশের অনলাইন তরুণ ব্যবসায়ীদের কারণে আলোচনায় চলে এসেছে ‘ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ বা ‘ই-ক্যাব’।
বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ জানিয়েছেন, ‘১৮ জুন আমাদের ই-ক্যাবের আগামী দুই বছরের নির্বাচনের জন্য আমরা প্রার্থীরা ঐক্যবদ্ধ হয়েছি।’
তিনি বলেছেন, ‘ই-ক্যাবের এটি চতুর্থ দফা নিবাচন।’
মোট ৯টি, সবগুলোই পরিচালকের পদ।
আলোচনার ভিত্তিতে তারা চূড়ান্ত প্রার্থীদের বাছাই করেছেন। এই প্যানেলটির নাম হলো ‘ঐক্য’। আবদুল আজিজ বলেছেন, তাদের প্রার্থীরা হলেন, ক্রাফটম্যান সলিউশনের অংশীদার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, আই এক্সপ্রেস লিমিটেডের মোহাম্মদ তাজুল ইসলাম, স্কুপ ইনফোটেক লিমিটেডের আরিফ মোহাম্মদ আবদুশ শাকুর চৌধুরী, নূর-তাজ.কম.বিডির মোহাম্মদ সেলিম শেখ, র্যাপিডো ডেলিভারিজের সামদানী তাবরিজ, মেনসেন মিডিয়ার প্রকৌশলী তৌহিদা হায়দার রীমা, পরান বাজারের মোহাম্মদ আরিফুল ইসলাম দীপেন, কোরিয়ান মার্ট বিডি.কমের শাফায়েত মাহমুদ লিখন এবং যাছাই.কমের তিনি প্রকৌশলী আবদুল আজিজ।
সোনারগাঁওসহ আরো কটি উচ্চ শিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবদুল আজিজকে শিক্ষা উদ্যোক্তা হিসেবে এই ঐক্য প্যানেলের ‘দলনেতা’ নির্বাচন করা হয়েছে।
তিনি বলেছেন, ‘আমরা উদ্যোক্তাদের স্বার্থে এক হয়েছি। সামনের দিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলবো। আমাদের ভোট দিয়ে সাহায্য করুন’, বলে আহবান জানিয়েছেন তিনি সব ভোটারকে।
প্রকৌশলী আবদুল আজিজ তাদের শ্লোগান তুলেছেন, ‘দক্ষ থেকে পক্ষ নিন, ঐক্যের সবাইকে ভোট দিন।’
ওএস।