আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
বাংলাদেশে আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে এই আগ্রহের কথা জানান।
সোমবার (৯ মে) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে. আব্দুল মোমেনের সাথে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের ২৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তাদের স্বাগতম যে এ দেশে তাদের বিনিয়োগে আগ্রহ আছে। এমনিতেও বাংলাদেশে আমেরিকান ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি। মালয়েশিয়ায় তাদের বিনিয়োগ আমাদের চেয়ে অনেক বেশি। চীনে আরও বেশি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এসেছেন আমরা বলেছি যে দেখেন আমরা তো রাইজিং সান। যথেষ্ট সুযোগ আছে এখানে বিনিয়োগের। আমাদের অনেক সেক্টর আছে-আইটি সেক্টর আছে, ব্লু ইকনোমিতে বিনিয়োগের সুযোগ আছে। জ্বালানি খাতে আমাদের আরও বিনিয়োগ দরকার । নবায়নযোগ্য জ্বালানিতে। আপনারা ঘুরে বেড়ান দেখেন।
আমরা বলেছি এখানে বিনিয়োগ করলে আমাদের নয় আপনাদের লাভ এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে কোনো প্রডাক্ট তৈরি করলে সেটা ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ হবে।
ড. মোমেন বলেন, এগুলো আমরা তাদের আগেও বলেছি। উনারা এখন সরেজমিনে দেখতে এসেছেন। তারা বলেছেন তারা আইসিটিতে বিনিয়োগে আগ্রহী। আামদের প্রায় সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার আছে তাদের ইউজ করেন। তারা এমন সময় এসেছেন যখন আগামী ২ জুন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বিষয় নিয়ে বৈঠক হবে।
সুনির্দিষ্ট কোনো বিনিয়োগ প্রস্তাব দিয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওটা তো ব্যবসায়ীদের দেবেন তারা। এমন প্রস্তাব তো সরকারকে দেওয়া হয় না।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীরা সবচেয়ে ক্ষমতাবান। তাদের সঙ্গে কাজ করতে করতে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যহারেও এক সঙ্গে কাজ করতে পারি ভবিষ্যতে।
আরইউ/