টুইটারের বড় অংশের মালিক ইলন মাস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বেশিরভাগ শেয়ারের মালিক এখন যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক।
টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ারই কিনে নিয়েছেন মাস্ক। যার মোট অর্থমূল্য প্রায় ৩০০ কোটি ডলার। ইলন মাস্কের টুইটার শেয়ার কেনার খবরে কোম্পানিটির শেয়ারমূল্য এক ধাক্কায় ২৫ শতাংশ বেড়ে গেছে। সোমবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টুইটারের সাত কোটি ৩৫ লাখ শেয়ার কিনেছেন ইলন। শেয়ারগুলো বর্তমানে ইলন মাস্ক রিভোকেবল ট্রাস্টের তত্ত্বাবধানে রয়েছে, যার একমাত্র তত্ত্বাবধায়ক ইলন নিজেই।
২০০৯ সালে সাইটটিতে যোগ দেওয়া মাস্ক নিজেও টুইটার ব্যবহারকারী হিসেবে যথেষ্ট সক্রিয়। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা আট কোটির উপর।
টেসলার অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে ভক্তদের আভাস দেওয়া বা বিভিন্ন ধরনের ঘোষণার জন্য এতে প্রায়ই পোস্ট করেন মাস্ক। তবে সম্প্রতি টুইটারের বিভিন্ন নীতিমালার তীব্র সমালোচনাও করেছেন তিনি। এক টুইটার বার্তায় ইলন বলেন, ‘টুইটার বাক স্বাধীনতার নিয়ম মানতে ব্যর্থ হয়েছে এবং এতে গণতন্ত্রের অবমূল্যায়ন হচ্ছে।’
ইলন মাস্ক টেসলার শেয়ার বিক্রি করছেন গত নভেম্বর থেকেই। বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিতে নিজ অংশীদারিত্বের ১০ শতাংশ ভারমুক্তির কথা তখন জানিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৬৪০ কোটি ডলার মূল্যমানের শেয়ার বিক্রি করেছেন মাস্ক।
২০২০ সালে সামাজিক মাধ্যম টুইটারের দিকে নজর ছিল বিনিয়োগকারী প্রতিষ্ঠান এলিয়ট ম্যানেজমেন্ট করপোরেশনের। তখন প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান ও সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসির বিরুদ্ধে অভিযোগ উঠে, টুইটারে কম মনযোগ দিয়ে তিনি অন্য প্রতিষ্ঠান ‘স্কয়ার’ চালাচ্ছেন।
ডরসি টুইটার থেকে পদত্যাগ করেন গত বছরের নভেম্বরে। তবে এখনো প্রতিষ্ঠানটির ২.২৫ শতাংশ তার নামে রয়েছে। রেফিনিটিভ ডেটার তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ষষ্ঠ বৃহত্তম অংশীদার তিনি।
এসএ/