টুইটারের ১৬ বছর
প্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ১৬ বছর পূর্ণ হল গতকাল। ২০০৬ সালের ২১ মার্চ জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন এবং সেই বছরের জুলাই মাসে এটি চালু হয়।
পৃথিবীর প্রথম টুইটটি করেন জ্যাক ডরসি নিজেই। ২১ মার্চ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে তিনি লিখেন 'জাস্ট সেটিং আপ মাই টুইটার'। এ বিষয়ে বিবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাক বলেছিলেন তিনি কখনো কল্পনাও করেননি যে তার এই সামান্য টুইটটি এক বিশাল ইতিহাস গড়ে ফেলবে। শুধু তাই নয় ২০২১ সালের ২৩ মার্চ টুইটারের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে জ্যাকের করা টুইটটি ২ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ২৫ কোটি ২ লাখ ৭৫ হাজার ৭৭১ টাকা।
টুইটারের পুরো নাম, টুইটার ইনকর্পোরেটেড। যার সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো-তে এবং সারা বিশ্বে এটির ২৫টিরও বেশি অফিস রয়েছে৷
২০২১ সালের হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় ২১৭ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন টুইট পোস্ট করেন। ২০১৩ সালে এটি দশটি সর্বাধিক জনপ্রিয় ওয়েবসাইটগুলির মধ্যে একটি ছিল এবং এটিকে "ইন্টারনেটের এসএমএস" হিসাবে বর্ণনা করা হয়। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, টুইটারে ৩৩০ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল। বাস্তবে, ব্যবহারকারীদের সংখ্যালঘু অংশই বেশিরভাগ টুইট লিখে থাকেন।
প্রথমদিকে টুইটগুলি মূলত ১৪০ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ২০১৭ সালের নভেম্বরে অক্ষরের সীমা দ্বিগুণ করে ২৪০ করা হয়। বেশিরভাগ অ্যাকাউন্টের জন্য অডিও এবং ভিডিও টুইটগুলি ১৪০ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে।
২০২২ সালের জানুয়ারিতে সর্বশেষ হিসাব অনুযায়ী টুইটারের নিট সম্পদের পরিমাণ ৩৫ বিলিয়ন বা প্রায় ৩ লাখ ২ হাজার কোটি টাকা। যেখানে মোট রাজস্বের পরিমাণ প্রায় ৪৩ হাজার কোটি টাকা। কেবল ২০২১ সালেই রাজস্বের পরিমাণ সাড়ে ১৩ হাজার কোটি টাকা।
বর্তমানে টুইটারে কর্মী নিয়োজিত আছে ৬ হাজার ১০০ জন। পরিসংখ্যানের হিসাব অনুযায়ী টুইটারের ৭০ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী পুরুষ এবং মাত্র ২৯ দশমিক ৬ শতাংশ নারী। যুক্তরাষ্ট্রের ২৩ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক টুইটার ব্যবহার করেন। এবং সারা বিশ্বে ২৫ থেকে ৩৪ বছর বয়সী টুইটার ব্যবহারকারীর সংখ্যা বেশি, যা মোট ব্যবহারকারীর ৩৮ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ৬ মিনিট টুটারে ব্যয় করে।
টুইটার বলছে ৩৯১ মিলিয়ন টুইটার অ্যাকাউন্টের অর্থাৎ ৩৯ কোটি ১০ লাখ ব্যবহারকারীর কোনো ফলোয়ার নেই। সংখ্যার ভিত্তিতে সর্বোচ্চ টুইটার ব্যবহারীর দেশ যুক্তরাষ্ট্র, যেখানে ব্যবহারকারীর সংখ্যা ৭৭ দশমিক ৭৫ মিলিয়ন বা ৭ কোটি ৭৭ লাখ ৫০ হাজার। দ্বিতীয় স্থানে আছে জাপান, যার ব্যবহারকারী ৫৮ দশমিক ২ মিলিয়ন বা ৫ কোটি ৮২ লাখ এবং তৃতীয় স্থানে আছে ভারত, যার ব্যবহারকারী ২৪ দশমিক ৪৫ মিলিয়ন বা ২ কোটি ৪৪ লাখ ৫০ হাজার জন।
বর্তমানে টুইটারে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ব্রেট টেলর, তিনি ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব পান। এবং সিইও এর দায়িত্ব পালন করছেন পরাগ আগরওয়াল। ২০২১ সালের ১৯ নভেম্বর জ্যাক ডরসি সিইও পদ থেকে পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হন সিটিও পরাগ আগারওয়াল।