‘২০২৪ ক্যারিয়ারের শেষ বছর’, অবসর ঘোষণায় নাদাল
দরজায় কড়া নাড়ছে ফ্রেঞ্চ ওপেন। সোমবার পর্দা উঠবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের। তার আগে অবসর ঘোষণা রাফায়েল নাদালের। এই স্প্যানিয়ার্ড বলেছেন, ২০২৪ তার ক্যারিয়ারের শেষ বছর। একইসঙ্গে আসন্ন রোলা গারোতে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন ২২ গ্র্যান্ড স্লামের মালিক।
বৃহস্পতিবার (১৮ মে) স্পেনের মায়োর্কায় নিজ একাডেমিতে এক সংবাদ সম্মেলন করেন নাদাল। সেখান থেকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অকপটে জানান দেয় ৩৬ বছর বয়সী টেনিস কিংবদন্তি। মূলত চোটের কাছে হার মেনেই কঠিন এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে তাকে।
নাদাল বলেছেন, ‘আমার ইনজুরির উন্নতি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে এগোয়নি। রোলা গারোতে খেলা আমার পক্ষে অসম্ভব হবে। আমি রোলা গারোতে থাকব না এবং সামনের মাসগুলোতেও খেলা চালিয়ে যেতে চাই না। শারীরিক গঠনের কারণে প্রতিটি ক্ষেত্রে ধারাবাহিকতা রাখা আমার জন্য কঠিন ছিল।’
স্প্যানিশ টেনিস গ্রেট যোগ করেন, ‘আমি জানি না, আমাকে আমার স্পোর্টস ক্যারিয়ার অসম্পূর্ণ রাখতে হবে কি না। তবে আমি আমার শরীরকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি। যখন আমি প্রস্তুত বোধ করব, আমি আবার শুরু করব। ডেভিড কাপে খেলার চেষ্টা করব এবং ২০২৪ সালের জন্য প্রস্তুত হব, যা আমার ক্যারিয়ারের শেষ বছর হবে।’
ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল। ২০০৫ সালে ক্লে কোর্টের টুর্নামেন্টে অভিষেকের পর প্রথমবারের মতো রোলা গারো মিস করতে চলেছেন তিনি।
এসজি