নতুন প্রজন্ম এসে গেছে: জোকোভিচ
২০ বছরের তরুণে ধরাশায়ী নোভাক জোকোভিচ। ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে তাকে থামিয়ে দিয়েছেন ড্যান হোলগার রুন। কম বয়সী প্রতিপক্ষের কাছে হেরে সার্বিয়ান কিংবদন্তি বললেন, নতুন প্রজন্ম এসে গেছে।
টেনিস জগতে প্রায় দুই দশক চলেছে রজার ফেদেরার, রাফায়েল নাদাল এবং জোকোভিচের রাজত্ব। খেলাধুলার এই অঙ্গনে (উন্মুক্ত যুগে পুরুষদের মধ্যে) শিরোপা জয়ের সংখ্যায় সেরা তিনে বিগ-থ্রি।
ফেদেরারের দিন শেষ। গত বছর ভালোবাসার খেলা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন সুইস কিংবদন্তি। নাদাল এখনো অবসরের ঘোষণা দেননি। তবে কোর্ট ছেড়ে চোটের সঙ্গেই বেশি লড়তে হচ্ছে এই স্প্যানিয়ার্ডকে।
জোকোভিচের সময় কাটছে কোর্টে। কিন্তু রোমে লম্বা রেসের ঘোড়া হতে পারেননি সার্বিয়ান গ্রেট। সেরা আটে তাকে থামিয়ে দিয়েছেন ২০ বছরের রুন। তিনি জিতেছেন ৬-২, ৪-৬, ৬-২ গেমে।
রুনের কাছে হারের পর জোকোভিচ বলেছেন, ‘নতুন একটি প্রজন্ম ইতোমধ্যেই এসে গেছে। সোমবার থেকে কার্লোস আলকারাজ বিশ্বের এক নম্বরে, স্পষ্টতই সে আশ্চর্যজনক টেনিস খেলছে। আমি মনে করি এটা আমাদের খেলার জন্য ভালো যে নতুন মুখ আছে, নতুন ছেলেরা আসছে।’
তিনি যোগ করেন, ‘আমরা বছরের পর বছর ধরে এটি বলে আসছি যে আমরা সেই মুহূর্তটি আশা করতে পারি যখন প্রজন্মে এক ধরনের পরিবর্তন হবে। আমি ব্যক্তিগতভাবে এখনো তাদের সবার সঙ্গে লড়াইয়ে থাকার চেষ্টা করছি। আমার এখনো খেলা চালিয়ে যাওয়ার ক্ষুধা রয়েছে। দেখা যাক আমি কতদূর খেলতে পারি।’
এসজি