জোকোভিচের জন্য খুলছে যুক্তরাষ্ট্রের দরজা
বিশ্ব লড়ছে করোনার সঙ্গে। নোভাক জোকোভিচের লড়াই কোভিড-১৯ ভ্যাকসিনের বিপক্ষে। টিকা না নেওয়ার অপরাধে গত বছর ইউএস ওপেনে খেলা হয়নি নাম্বার-ওয়ান টেনিস তারকার। তবে চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের দরজা খুলছে সার্বিয়ান কিংবদন্তির জন্য।
এতদিন যুক্তরাষ্ট্র ভ্রমণে সবার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার বাধ্যবাধকতা ছিল। এ শর্ত কার্যকর হবে না ১১ মে থেকে। এতে করে ইউএস ওপেনে লড়াইয়ে ফেরার বৈধতা পাবেন জোকোভিচ। আগামী ২৮ আগস্ট নিউইয়র্কে হার্ড কোর্টের গ্র্যান্ড স্লাম শুরু হওয়ার কথা রয়েছে।
সোমবার (১ মে) হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘আজ, আমরা ঘোষণা করছি যে ফেডারেল কর্মচারী, ফেডারেল ঠিকাদার এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বাধ্যবাধকতা আগামী ১১ মে থেকে তুলে নেবে প্রশাসন। সেদিন কোভিড-১৯ জনস্বাস্থ্য জরুরি অবস্থা শেষ হবে।’
এসজি