আবারও ফাইনালে জোকোভিচকে পেলেন সিৎসিপাস
কখনোই গ্র্যান্ড স্লাম জয়ের সৌভাগ্য হয়নি স্তেফানোস সিৎসিপাসের। ২০২১ সালে উঠেছিলেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। হেরেছিলেন নোভাক জোকোভিচের কাছে। সেই হারের প্রায় দেড় বছর পর দ্বিতীয়বার গ্র্যান্ড স্লামে শিরোপার লড়াই নিশ্চিত করলেন গ্রিক তারকা। দুর্ভাগ্য, আবারও ফাইনালে জোকোভিচকে পেলেন সিৎসিপাস।
শুক্রবার (২৭ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় আরেকটি সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককে ফাইনাল নিশ্চিত করেছেন জোকোভিচ। একই কোর্টে প্রথম সেমি সিৎসিপাস জিতেছেন চার সেটে। আগামীকাল (২৮ জানুয়ারি) রড লেভার অ্যারেনাতেই টুর্নামেন্টের সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়নের মুখোমুখি হবেন তিনি।
শেষ চারে কারেন খাচানভের স্বপ্নযাত্রা থামিয়ে দিয়েছেন সিৎসিপাস। প্রথমবার গ্র্যান্ড স্লামের সেমি খেলতে নেমে লড়াকু শুরু পান রাশিয়ান তারকা। লড়াই করে প্রথম সেট হারেন ৬-৭ (২/৬) গেমে। দ্বিতীয় সেটে (৪-৬) অবশ্য পাত্তা পাননি, তবে তৃতীয় সেট জিতে নেন ৭-৬ (৮/৬) গেমে।
আশা জাগিয়েও শেষতক পেরে উঠেননি খাচানভ। চতুর্থ সেটে তার অসহায় আত্মসমর্পনে ৬-৩ গেমে জিতে যান সিৎসিপাস। এরপর দ্বিতীয় সেমিতে জোকোভিচের মুখোমুখি হন টমি পল। তারও এটা প্রথম গ্র্যান্ড স্লাম সেমি ছিল। যেখানে বিন্দুমাত্র লড়াই দেখাতে পারেননি।
দুর্বল প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের রাজা শেষ চারের ম্যাচ জিতেছেন ৭-৫, ৬-১, ৬-২ গেমে।
এসজি