শিরোপার আরও কাছে জোকোভিচ
আরও একটি অনায়াস জয় নোভাক জোকোভিচের। সোমবার (২৩ জানুয়ারি) তার শিকার অ্যালেক্স ডি মিনাউর। স্বাগতিক প্রতিপক্ষকে হারিয়েছেন সরাসরি সেটে (৬-২, ৬-১, ৬-২ গেমে)। তাতে অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককে শিরোপার আরও কাছে টুর্নামেন্টের সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়ন।
প্রিয় কোর্ট রড লেভার অ্যারেনায় ব্যাক-টু-ব্যাক সরাসরি সেটে জয় পেলেন জোকোভিচ। আগের ম্যাচে ইনজুরিতে ভুগতে হয়েছিল সার্ব কিংবদন্তিকে। উরু নিয়ে ভুগলেন চতুর্থ রাউন্ডেও। কিন্তু টুর্নামেন্টের অষ্টম দিনে সেই চোট বড় বাধা হয়ে দাঁড়ায়নি ৩৫ বছর বয়সী তারকার সামনে।
মেলবোর্ন পার্কে টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সার্ব তারকা। শেষ আটে তার প্রতিপক্ষ আন্দ্রে রুবলেভ। চতুর্থ রাউন্ডের বাধা টপকাতে রাশিয়ান তারকাকে খেলতে হয়েছে পাঁচ সেট। হোলগার রুনের বিপক্ষে তিনি জয় পেয়েছেন ৬-৩, ৩-৬, ৬-৩, ৪-৬, ৭-৬ (১১/৯) গেমে।
একইদিনে শেষ আটে জেকোভিচ-রুবলেভের সঙ্গী হয়েছেন টমি পল এবং বেন শেল্টন। দুজনের কেউই পায়নি সরাসরি সেটের জয়। রবার্তো বাউতিস্তা আগুতের বিপক্ষে পল জিতেছেন ৬-২, ৪-৬, ৬-২, ৭-৫ গেমে। শেল্টন জে জে উলভকে হারিয়েছেন ৬-৭ (৫/৭), ৬-২, ৬-৭ (৭/৪), ৭-৬ (৭/৪) ৬-২ গেমে।
এসজি