নাদালের পর বিদায় নিলেন রাডুকানু
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় দিনের শুরুটা হয় রাফায়েল নাদালের বিদায় দিয়ে। বুধবার (১৮ জানুয়ারি) ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেন আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড। দিনের শেষ বিকালে এমা রাডুকানুকে বিদায় করলেন আরেক আমেরিকান কোকো গফ।
রড লেভার অ্যারেনায় ছেলেদের এককে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চোটাক্রান্ত নাদালকে সরাসরি সেটে হারান ম্যাকডোনাল্ড। একই কোর্টে মেয়েদের এককে একই রাউন্ডে চোট থেকে ফিরে আসা ব্রিটেনের নাম্বার ওয়ান রাডুকানুকে সরাসরি সেটে পরাস্ত করেছেন গফ।
প্রথম সেটে তার বিপক্ষে পাত্তাই পাননি ব্রিটিশ গ্ল্যামার-গার্ল। হেরে যান ৩-৬ গেমে। দ্বিতীয় সেটে আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি রাডুকানুর। বিদায় ঘণ্টা বাজে ৬-৭ (৪-৭) গেমের হারে। অথচ টুর্নামেন্টটির জন্য গত দুই সপ্তাহ কঠোর পরিশ্রম করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুত হতে অকল্যান্ডে ওয়ার্ম-আপ টুর্নামেন্ট খেলেন রাডুকানু। এসবি ক্লাসিকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তার বাঁ গোড়ালি মচকে যায়। সেসময় চোখের জলে ভেসে কোর্ট ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। বহু চেষ্টায় বছরের প্রথম গ্র্যান্ড স্লামের জন্য প্রস্তুত হন রাডুকানু।
ফিট হলেও মেলবোর্ন পার্কে ফিরে বেশিদূর এগোতে পারলেন না ব্রিটিশ কন্যা। থামতে হলো দ্বিতীয় রাউন্ডে। বিদায়ের আগে বলে গেছেন চোটের কারণেই তার এই দুর্দশা। রাডুকানুর ভাষ্য ছিল ঠিক এমন, ‘(ইনজুরির কারণে) এই টুর্নামেন্টে আমার খেলার সম্ভাবনা খুবই কম ছিল। প্রস্তুতিটাও কম হয়েছে।’
এসজি