অস্ট্রেলিয়ান ওপেনে রাশিয়া ও বেলারুশের পতাকা নিষিদ্ধ
ব্যাঘাত সৃষ্টি করা যাবে না- এই শর্তে ভক্তদের মেলবোর্ন পার্কে রাশিয়া ও বেলারুশের পতাকা আনার অনুমতি দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। তবে সোমবার (১৬ জানুয়ারি) টুর্নামেন্ট শুরুর পরদিনই এমন সিদ্ধান্ত থেকে সরে আসল আয়োজকরা। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়া ও বেলারুশের পতাকার উপর।
উদ্বোধনী দিনে মেলবোর্নে মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের কাতেরিনা বেন্ডল এবং রাশিয়ার কামিলা রাখিমোভা। ওই ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে রাশিয়ান পতাকা প্রদর্শন করেন ভক্তরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিরাপত্তার স্বার্থে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ইউক্রেনীয় সমর্থকরা।
ইউক্রেনের ভীত ভক্তদের দাবি ছিল, রাশিয়ান সমর্থকরা বেন্ডলকে ‘বিদ্রুপ’ করছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য এজকে এক ভক্ত বলেন, ‘একটি যুদ্ধ চলছে। এটি একটি ছোট কোর্ট, তারা খেলোয়াড়দের খুব কাছাকাছি ছিল, আমার মনে হয়েছিল যে ভয় দেখানোর জন্য ওটা (পতাকা উড়ানো) করা হয়েছে।’
কোর্টসাইডের সেই ঘটনার পর মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাশিয়া ও বেলারুশের পতাকার উপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
একই সঙ্গে এক বিবৃতিতে টেনিস অস্ট্রেলিয়া বলেছে, ‘টেনিস উপভোগ করার জন্য সম্ভাব্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা খেলোয়াড় এবং আমাদের ভক্তদের সঙ্গে কাজ চালিয়ে যাব।’
এসজি