ঢাকা টেস্ট
তৃতীয় দিনের খেলা নিয়েও শঙ্কা
বৃষ্টির কারণে মিরপুর স্টেডিয়ামে খেলা গড়ায়নি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। রাতভর বৃষ্টির কারণে আজ সোমবার (৬ ডিসেম্বর) তৃতীয় দিনের খেলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বৃষ্টির কারণে মাত্র ৩৮ বল পরেই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছিলেন দুই আম্পায়ার মাইকেল গফ ও শরফুদ্দৌলা।
আজ সাড়ে নয়টা থেকে দিনের খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির কারণে অনেকটাই অনিশ্চিত। টানা বৃষ্টির কারণে দুই দলই এখন হোটেলে অবস্থান করছে। তাদের পরবর্তী আপডেট না জানানো পর্যন্ত সেখানেই থাকতে বলেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।
এই টেস্টে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল প্রথম দিন থেকেই। ৫৭ ওভার খেলা হয়েছিল। পরে আলোর স্বল্পতায় ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় দিনেও খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সারা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খেলা পরিত্যক্ত হওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮৮ রান। ক্রিজে আছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।
টিটি/