জমজমাট চট্টগ্রাম পর্বে সোমবার মাঠে গড়াবে বিপিএল
দারুণভাবে জমে উঠেছে চট্টগ্রাম পর্বে বিপিএল। সেঞ্চুরি হচ্ছে। হ্যাটট্রিকও হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এই দুইটিই আকাশের তারা। সহজে ধরা দেয় না। ১২০ বলের খেলায় একজন ব্যাটসম্যানের জন্য সেঞ্চুরি করা কঠিনই। আর একজন বোলারের জন্য ৪ ওভার বোলিং করে হ্যাটট্রিকের নাগাল পাওয়া আরও কঠিন। অথচ সব কঠিনই চট্টগ্রামের মাটিতে নেমে এসেছে। একই ম্যাচে সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আন্দ্রে ফ্লেচারের (১১৬) সেঞ্চুরির জবাবে পাল্টা সেঞ্চুরি করেন মিনিস্টার গ্রুপ ঢাকার তামিম ইকবাল (১১১ অপরাজিত)। পরের দিন আবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী হ্যাটট্রিক করেন সিলেট সানরাইজার্সের বিপক্ষে। হচ্ছে হাইস্কোরিং ম্যাচও। সিলেটের ১৭৫ রান টপকে গিয়েছে ঢাকা। আবার চট্টগ্রামের ২০২ রানের জবাব দিয়েছে সিলেট ১৮৬ রান করে।
এভাবেই বিপিএল চট্টগ্রাম পর্বে হাজির হয়েছে বিনোদের ঢালি মেলে। আবার উল্টো পিঠও আছে। যা কিছু হচ্ছে সব দিনের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাসে ঢাকার মতো সেই রান খরা। দুই দিনে প্রথম ম্যাচে রান উঠেছে যথাক্রম ১৪১ ও ১৪৩। কিন্তু দ্বিতীয় ম্যাচের ধামাকা প্রথম ম্যাচের এই রান খরা অনেককেই ভুলিয়ে দিয়েছে। এক দিন বিরতির পর বিপিএল সোমবার (৩১ জানুয়ারি) আবার মাঠে গড়াবে বিনোদনের নতুন পসরা সাজিয়ে! যে পসরায় সবারই চাওয়া থাকবে রান খরা প্রথম ম্যাচের মুক্তি। আর দ্বিতীয় ম্যাচে যেন অব্যাহত থাকে রান বন্যা।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। দ্বিতীয় ম্যাচের দুই প্রতিপক্ষ ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স।
প্রথম ম্যাচের দুই প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। চট্টগ্রাম ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে। বিপরীতে কুমিল্লা ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। লক্ষ্যনীয় বিষয় হলো কুমিল্লা সোমবারই প্রথম নামবে চট্টগ্রাম পর্বে। এবারের সূচিও অদ্ভুত। সাধারণত প্রথম পর্ব শেষে দলগুলো আবার দ্বিতীয় পর্ব খেলতে নামবে। কিন্তু এবার কোনো কোনো দল নিজেদের তিন ম্যাচেই দুইবার করে খেলে ফেলেছে। আবার সিলেট দুই ম্যাচ খেলে চট্টগ্রাম পর্বের ইতি টানার পর খেলতে নামছে চট্টগ্রাম।
চট্টগ্রাম মাঠের ভেতরে যেমন উন্মাদনা ছিল, তেমনি বাইরে ছিল উত্তেজনা। চট্টগ্রাম দলে হঠাৎ করে নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে পরিবর্তন করে অভিজ্ঞ নাঈম ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এ নিয়ে বিগড়ে যান মিরাজ। না খেলেই ফিরে যেতে চেয়েছিলেন বাড়িতে। পরে ম্যানেজমেন্ট বসে বিষয়টি সমাধান করে।
এদিকে বরিশাল ও খুলনা চট্টগ্রামেই আবার মুখোমুখি। চট্টগ্রামে নিজেরা প্রথম মাঠে নেমেছিল পরস্পরের বিপক্ষে। যেখানে জয়ী হয়েছিল বরিশাল। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৪১ রান করে খুলনাকে মাত্র ১২৪ রানে অলআউট করে ম্যাচ জিতেছিল ১৭ রানে। আজ খুলনার প্রতিশোধ নেওয়ার দিন।
এমপি/টিটি