বার্সেলোনায় শিরোপা জয়ের উৎসব
স্পেনের একটি অঞ্চল কাতালুনিয়া, যার রাজধানী বার্সেলোনা। গোটা অঞ্চলটা পরিচিত তার শিল্প ও স্থাপত্যের জন্য। তাদের আরেকটি বড় পরিচয় এফসি বার্সেলোনা। ইউরোপে কাতালান ক্লাবটির অবিশ্বাস্য সাফল্যে কাতালুনিয়া এখন এক নামে পরিচিত বিশ্বজুড়ে। যেখানে আপাতত হয়ে গেল শিরোপা জয়ের উৎসব।
গত রবিবার লা লিগা শিরোপা জয় নিশ্চিত করেছে বার্সা। চার বছর পর স্পেনের টপ-ফ্লাইটে শিরোপা পুনরুদ্ধার করেছে জাভি হার্নান্দেজের দল। আর সপ্তাহ খানেক আগে লিগে শিরোপা জয় নিশ্চিত করে ক্লাবটির নারী দল। ফুটবলারদের সঙ্গে জোড়া সাফল্য উদযাপন করেছে কাতালুনিয়ানরা।
সোমবার বার্সার নারী ও পুরুষ ফুটবলাররা ছাদ খোলা বাসে প্যারেড করেন। জমকালো আতশবাজি ও কনফেত্তির সেট করা সময় গান গেয়ে এবং পতাকা নেড়ে শুভেচ্ছা জানান ভক্তদের। রবার্ট লেভানদভস্কিদের টি-শার্টে লেখা ছিল, ‘লা লিগা আমাদের।’ মেয়েদের টি-শার্টে লেখা ছিল, ‘আমরা এক সঙ্গে খেলি, এক সঙ্গে জিতি।’
ছেলেদের লিগে বার্সার জয়ে বড় অবদান ছিল লেভার। তিনি প্যারেড চলাকালীন প্রায় তিন ঘণ্টা নেচে মাতিয়ে রাখেন পরিবেশ। ডিফেন্ডার রোনাল্ড আরাউহো বলেছেন, ‘আমি কখনো এ রকম কিছু অনুভব করিনি। আমি এই ধরনের আরও অনেক অভিজ্ঞতা উপভোগ করার আশা করি।’
জাভির দল ২৭তম লা লিগা শিরোপা জিতেছে। ২০২১ সালে লিওনেল মেসির বিদায়ের প্রথম এটাই লিগে বার্সার প্রথম সাফল্য। চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপও জিতেছে ক্লাবটি।
বার্সার নারী দল তাদের অষ্টম লিগ শিরোপা জিতেছে। ছেলেদের মতো তাদেরও লিগে আরও চারটি ম্যাচ বাকি রয়েছে। তারা জুনে ভলসবুর্গের বিপক্ষে নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে।
এমএমএ/