ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে বাংলাদেশের নারীদের সাফল্য
ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে ৩টি ব্রোঞ্জ পদক এবং ১টি রৌপ্য পদক নিয়ে একটি অসাধারণ ফলাফল অর্জন করেছে বাংলাদেশ গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড দল। আর এই ফলাফলে প্রতিযোগিতায় ২০তম স্থান অর্জন করেছে বাংলাদেশ।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সকল সদস্য পদক পেয়েছেন। নুজহাত আহমেদ দিশা রৌপ্য, সানিভা রাকিব সোহা ব্রোঞ্জ, আফসানা আক্তার ব্রোঞ্জ, আরিফা আলম ব্রোঞ্জ পদক পেয়েছেন। তবে দুই পয়েন্টের জন্য স্বর্ণ পদক মিস করেছেন দিশা। কারণ তিনি ৬টি সমস্যার মধ্যে ৫টি সমাধান করেছেন।
জানা গেছে, ম্যাথমেটিকাল অলিম্পিয়াড হলো বিশ্বের নারীদের জন্য প্রধান আন্তর্জাতিক গাণিতিক প্রতিযোগিতা। চলতি সপ্তাহে স্লোভেনিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশসহ ৫৫টি দেশ।
এসআইএইচ