সুপার লিগ শুরু ১ মে, মুখোমুখি আবাহনী-মোহামেডান
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। ১২ দলের আসর বিভক্ত হয়ে গেছ তিন ভাগে।
একধাপে শিরোপার জন্য পয়েন্ট টেবেলর শীর্ষ ৬ দল খেরবে সুপার লিগ। এই ছয়টি দল হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
প্রথম বিভাগে অবনমনের জন্য পয়েন্ট টেবেলর নিচের ৩ দল অগ্রণী ব্যাংক, শাইনপুকুর ও ঢাকা রিওপার্ডস খেলবে রেলগেশন লিগ। মাঝের ৩ দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাব নিরপেক্ষ জোনে। তারা আর কোনও ম্যাচই খেলবে না চলতি মৌসুমে।
মে মাসের ১ তারিখ থেকে একই সঙ্গে শুরু হবে সুপার লিগ ও রেলিগেশন লিগ। জাতীয় দলের খেলা না থাকায় সাকিব-লিটন-শান্তরা প্রথম পর্বের মাঝ পথে এসে বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন। কিন্তু সুপার লিগে আর তাদের পাওয়া যাবে না।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের ৩টি ম্যাচ খেলতে ইংল্যান্ড সফরে থাকবে। মে মাসের শুরুতেই জাতীয় দল যাবে ইংল্যান্ড। সিরিজ শুরু হবে ৯ মে থেকে। পরের দুইটি ম্যাচ ১২ ও ১৪ মে। এদিকে সুপার লিগ ১ মে শুরু হয়ে শেষ হবে ১৩ মে।
সুপার লিগের প্রথম দিনই মুখোমুখি হবে দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডান। পয়েন্ট টেবিলে ২০ পয়েন্ট আবাহনীর অবস্থান দুইয়ে। ১৩ পয়েন্ট নিয়ে মোহামেডান আচে পাঁচে। এই দুই দল মুখোমুখি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
একই দিন ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সুপার লিগে সবার নিচে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির ৩ নম্বার মাঠে খেলবে পয়েন্ট টেবিলের তিন ও চারে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক। লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৬ ও প্রাইম ব্যাংকের পয়েন্ট ১৪।
সুপার লিগের খেলা হবে তিন ভেন্যুতে। প্রতি একদিন খেলার পর ২ দিন বিরতি রাখা হয়েছে। এর মাঝে একদিন রিজার্ভ ডে। কোনো কারণে খেলা না হলে রিজার্ভ ডে তে গড়াবে খেলা। একটি সূত্রে জানা গেছে সিসিডিএম সুপার লিগ শুরু করতে চেয়েছিল ২৮ এপ্রিল। কিন্তু গেম ডেভালপমেন্ট কমিটির একটি প্রোগ্রাম থাকায় তাদের অনুরোধে সেই তারিখে তারা আর শুরু করতে পারেননি।
সুপার লিগে ৬ দল খেললেও শিরোপা লড়াই সীমাবদ্ধ হয়ে পড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জের মাঝে। শেখ জামাল ও আবাহনীর ২০ পয়েন্ট করে এবং লিজেন্ডস অব রূপগঞ্জের ১৬ পয়েন্ট। বাকি ৩ দল প্রাইম ব্যাংক (১৪ পয়েন্ট), মোহামেডান (১৩ পয়েন্ট ) ও গাজী গ্রুপের ১১ পয়েন্ট) শিরোপা লড়াইয়ে শামিল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই ৩ দল পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে স্বাস্থ্যবান করে তুলার চেষ্টা করবে।
এমএমএ/