লিভারপুলের মৌসুম সেরা পারফরম্যান্সে তুষ্ট ক্লপ
এটা নিশ্চিত-চলতি মৌসুমে কোনো ট্রফি পাচ্ছে না লিভারপুল। প্রিমিয়ার লিগে সেরা চারে থাকা এখন তাদের প্রধান লক্ষ্য। লক্ষ্যপূরণের পথে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে অলরেডরা। লিডস ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। ইয়ুর্গেন ক্লপের মতে, এটাই লিভারপুলের মৌসুম সেরা পারফরম্যান্স।
সোমবার রাতে লিডসের মাঠে স্বাগতিকদের নিয়ে ছেলেখেলা করেছে লিভারপুল। আক্রমণে পসরা সাজিয়ে তুলে নেয় মৌসুমের তৃতীয় বড় জয়। অ্যাওয়ে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল অতিথিরা। ৩৫ মিনিটে গোলোৎসবের শুরু কোডি গ্যাকপোর স্ট্রাইকে। ৪ মিনিট বাদে ব্যবধান দ্বিগুন করেন মোহাম্মদ সালাহ।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অবশ্যই একটি গোল হজম করে ক্লপের শিষ্যরা। তবে লিডসকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি তারা। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান ডিয়োগো জোতা। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান সালাহ এবং ৯ মিনিট বাদে স্কোরলাইন ৫-১ তরেন জোতা।
নির্ধারিত সময়ের অন্তিম মিনিটে লিডসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডারউইন নুনেজ। সবমিলে সাত অন-শটের ৬টিতে জালের দেখা পায় লিভারপুল। এর আগে, চলতি মৌসুমে অলরেডরা বোর্নমাউথকে ৯-০ গোলে এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারিয়েছে।
আগের বড় দুই জয়ের চেয়ে ৬-১ গোলের জয়টিকে সেরা মানছেন ক্লপ, ‘আমি এই ম্যাচ নিয়ে সত্যিই খুশি। আমি মনে করি আমরা অনেক ভুল করেছি, দুর্দান্ত গোল করেছি, কাউন্ডারে অনেক বেশি চাপের সৃষ্টি করেছি। আমার মতে, বিভিন্ন দিক থেকে এটাই আমাদের মৌসুমের সেরা ম্যাচ।’
ইংল্যান্ডের টপ-ফ্লাইটে অষ্টম স্থানে আছে লিভারপুল। ৩০ ম্যাচে তাদের অর্জন ৪৭ পয়েন্ট। সেরা চার থেকে মৌসুম শেষ করতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে অলরেডদের, যারা ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ কাপ এবং এফএ কাপের মঞ্চে শিরোপা জয়ের রেশ থেকে ছিটকে গেছে।
এমএমএ/