স্টামফোর্ডে ‘রিয়াল’ পরীক্ষা চেলসির
ইউরোপিয়ান মৌসুম শেষ হতে এখনো কয়েকমাস বাকি। কিন্তু এখনই চেলসির সামনে সমস্ত দরজা বন্ধ হওয়ার উপক্রম। একটি পথ খুলে রাখার শেষ সুযোগ রয়েছে ব্লুজদের। আজ স্টামফোর্ড ব্রিজে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে তারা। কঠিন এই পরীক্ষা ফেল মারলেই ট্রফিহীন মৌসুম নিশ্চিত হবে চেলসির।
রিয়াল তাদের কাজটা করে রেখেছে প্রথম লেগে। সান্তিয়াগো বার্নাব্যুতে চেলসিকে হারিয়েছে ২-০ গোলে। যেহেতু অ্যাওয়ে গোলের নিয়ম তুলে নিয়েছে উয়েফা, তাই সেমিতে উঠতে ফিরতি লেগ কমপক্ষে ৩-০ ব্যবধানে জিততে হবে ব্লুজদের। যদি হোম গ্রাউন্ডে দুটো শোধ দিতে পারে, তাহলে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে ভাগ্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ ম্যাচ জয়হীন চেলসি। এরই মধ্যে পরিবর্তন এসেছে তাদের ডাগআউটে। যেখানে গ্রাহাম পটারের স্থলাভিষিক্ত হয়েছেন ল্যাম্পার্ড। পুরনো ঠিকানায় ফিরে এখন অবধি জয়ের দেখা পাননি তিনি। ল্যাম্পার্ডের দ্বিতীয় মেয়াদে ৩ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে ব্লুজরা।
লিগে প্রথম হার আসে উলভারহ্যাম্পটনের মাঠে, ১-০ গোলে। এরপর বার্নাব্যু থেকে ফিরে হার নিয়ে। প্রিমিয়ার লিগে ফিরে ফের পরাজয়ের স্বাদ পায় তারা। গত শনিবার স্টামফোর্ড ব্রিজের চেলসিকে ২-১ গোলে হারায় ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওন।
সেই হারের পর ল্যাম্পার্ডের ভাষ্য ছিল এমন, ‘ক্লাবে আমার নয় দিন (শনিবার পর্যন্ত), আমি ব্রাইটনের বিপক্ষে যা দেখলাম তা মোটেও ভালো লাগেনি। আপনি যখন চেলসির হয়ে গর্ব হয়ে খেলেন তখন একটা অনুভূতি থাকা উচিত। মঙ্গলবারের জন্য আমাদের আরও কিছু করতে হবে। (চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে) যেতে হলে নতুন শক্তির প্রয়োজন, যা আমাদের ফিরিয়ে আনা প্রয়োজন।’
বাইলজ অনুযায়ী, চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা চার দল পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। এদিক থেকেও চেলসির সম্ভাবনা নেই বললেই চলে। ইংল্যান্ডের টপ-ফ্লাইটে ১১ নম্বরে আছে তারা। ৩১ ম্যাচে তাদের অর্জন মাত্র ৩৯ পয়েন্ট।
টেবিলের চারে থাকা নিউক্যাসল ইউনাইটেডের পয়েন্ট ৫৬ (৩০ ম্যাচে)। অর্থাৎ কাগজে-কলমে চতুর্থ স্থানে থাকার সুযোগ থাকলেও বাস্তবতার প্রেক্ষিতে এমনটা হওয়ার অসম্ভবের বরাবর। অর্থাৎ ইউরোপ সেরা টুর্নামেন্টে টিকে থাতকে হলে রিয়ালকে পেছনে ফেলা ছাড়া আর কোনো দরজা খোলা নেই চেলসির সামনে।
কঠিন এই পরীক্ষায় স্টামফোর্ড স্বাগতিক শিবিরে শক্তি ফিরবে কি না সেটা সময়ই বলে দিবে। তবে আপাতত এতটুকু নিশ্চিত যে সর্বশক্তি নিয়ে ইংল্যান্ড ভ্রমণে কার্লো আনচেলত্তি। রিয়াল প্রথম লেগ জিতলেও স্বস্তিতে নেই কোচ। যেমনটা আগেই বলেছেন আনচেলত্তি। শিষ্যদের ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে সেরা পরিকল্পনাই সাজিয়েছেন রিয়াল কোচ।
এদিকে আজ নাপোলির এসি মিলান পরীক্ষা। ঘরের মাঠে প্রথম লেগ ১-০ ব্যবধানে জিতে এগিয়ে আছে মিলানের ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগে ব্যবধান ধরে রাখতে পারলেই সেমি নিশ্চিত হবে তাদের।
এমএমএ/