সাফজয়ী মেয়েদের চেক রেডি বিসিবির, সাড়া নেই বাফুফের!
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর উৎসব আনন্দ আর পুরস্কারের ঘোষণায় ভরে গিয়েছিল। মেয়েরা পেয়েছিল ছাদখোলা বাসে অভ্যর্থনা। বিভিন্ন জায়গা থেকে পেয়েছিল সংবর্ধনা, সঙ্গে আর্থিক পুরস্কার। এ ছাড়া ছিল বেশ কয়েকটি আর্থিক পুরস্কারের ঘোষণা যেখানে ছিলেন বাফুফের দুই সহ-সভাপতি আতাউর রহমান মানিক ও আব্দুস সালাম মুর্শেদী। দুইজনেই ৫০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
এ ছাড়া ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। কিন্তু টাকার কারণেই বাংলাদেশের মেয়েরা অলিম্পিক বাছাই ফুটবল খেলতে যেতে পারেনি এ নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা যারা দিয়েছিলেন তারা প্রদান করেছেন কি না?
আতাউর রহমান মানিক টাকা দিয়ে দিয়েছেন। আব্দুস সালাম মুর্শেদী পে-অর্ডার রেডি করে রেখেছেন। কিন্তু বিসিবির টাকার ব্যাপারে বাফুফে কিছুই জানে না বলে জানিয়েছে। কিন্তু এ বিষয়টি অস্বীকার করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ (৫ এপ্রিল) মিরপুরে তিনি সাংবাদিকদের বলেন, এটি মিথ্যে কথা। নামে নামে চেক রেডি করা হয়েছে অক্টোবর মাসে কিন্তু ওরা নিতে আসে না। বারবার তাদের বলা হয়েছে। ৮-৯ দিন আগেও তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। একটা তারিখের কথা বলা হয়েছে কিন্তু ওরা তা করেনি। এ ব্যাপারে আরও ভালো বলতে পারবে সুজন (বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন)।
এ ব্যাপারে পরে বিসিবির প্রধান নিবার্হী সাংবাদিকদের বলেন, তিন চার মাস আগে থেকেই প্রস্তুত ছিলাম চেক দেওয়ার জন্য। সাম্প্রতিক সময়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি তাদের সুবিধাজনক একটা সময় দেওয়ার জন্য, যাতে আমরা চেকগুলো হস্তান্তর করতে পারি। এখন তা যদি না হয়, তাহলে উনাদের সঙ্গে যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেকগুলো পৌঁছে দেব এবং আমরা চেষ্টা করব ঈদের আগেই যাতে পৌঁছানো যায়।
এমপি/এসজি