একমাত্র খেলাধুলাই দেশকে মাদকমুক্ত রাখতে পারে: সৌরভ গাঙ্গুলি
‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’- এই স্লোগানকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র কাপে এবার জোয়ার তৈরি হয়েছে প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির আগমনে। আজ (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে এই আয়োজনের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন সৌরভ গাঙ্গুলি।
মাদকমুক্ত সমাজ গড়ার কাজে এমন আয়োজন নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশেন মানুষ এই যে ড্রাগ ফ্রি করার চেষ্টা করছেন, সেটা সত্যি প্রয়োজনীয়। সারা পৃথিবীতে হয়। ভারতবর্ষে হয়। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে এই ক্যাম্পিং হয়। কারণ ড্রাগস কম বয়সী যুব সমাজের কাছে একটা আতঙ্কের কারণ। আমি মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাই। উনি বিভিন্ন খেলার মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে ব্যস্ত রেখেছেন। কারণ স্পোর্টস ইজ দ্য অনলি সলিউশন ফর ড্রাগ ফ্রি কান্ট্রি।’
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র আতিকুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। সৌরভ গাঙ্গুলির পাশাপাশি অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতাহার আলী খান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, ভলিবল দলের অধিনায়ক হরষিত বিশ্বাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির হাতে নগর চাবি তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সৌরভ গাঙ্গলি খেলতেন ৯৯ নম্বর জার্সি পরে। এসময় মেয়র কাপের লোগো সম্বলিত ৯৯ নম্বর জার্সিও দেওয়া হয় তাকে।
মেয়র কাপ ভারতেও অনুষ্ঠিত হয় জানিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘মেয়রস কাপ, আজকে যেটার উদ্বোধন হলো সিজন-দুইয়ের, মেয়রস কাপ কিন্তু পশ্চিম বাংলাতেও হয়। আমরা ফুটবল করি, ক্রিকেট করি। এখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল বিভিন্ন রকমের খেলা মেয়রস কাপের পরিচালনায় হয়ে থাকে। ড্রাগস ইজ নো সলিশন ইন লাইফ। দ্য অনলি সলিশন ইন লাইফ টু হার্ড ওয়ার্ক অ্যান্ড পাসিভিয়ারেন্স। তাই খেলাধুলার সঙ্গে যুক্ত থাকো। গান-বাজনার সঙ্গে যুক্ত থাকো। শিক্ষার সঙ্গে যুক্ত থাকো। ডিগ্রি, শিক্ষা, পড়াশোনা তোমাদের এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।’
সৌরভ গাঙ্গুলি এবার ঢাকা এসেছেন ২০১৪ সালের পর। ৯ বছর এসে তিনি ঢাকায় অনেক পরিবর্তন দেখেছেন জানিয়ে বলেন, ‘আমি যতবার ঢাকা আসি, এই শহরের মধ্য দিয়ে আসি আমি প্রচুর পরিবর্তন দেখি। আমি আসলে বহুদিন আগে ঢাকা এসেছি। প্রায় ৮/৯ বছর আগে। ৮/৯ বছর পর যখন আমি আসি, তখন আমি দেখি রাস্তা কতটা চওড়া হয়েছে। ফ্লাইওভার হয়েছে। এই গুলশান দিয়ে যখন এলাম, এটি হয়তো বাংলাদেশের মোস্ট পশ এলাকা, এখানেও কতটা ডেভলপমেন্ট হয়েছে। এই ডেভলপমেন্ট কাদের জন্য? যুব সমাজের জন্য। তাই এই ডেভলপমেন্টের সঙ্গে তোমরা এগিয়ে যাও। এই ডেভলপমেন্টের সঙ্গে জড়িত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সোসাইটির কাজে অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এ রকমই থাকবে, ভালো থাকবে।’
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘যুব সমাজকে মাদকমুক্ত রাখতেই মূলত মেয়র কাপের আয়োজন।’
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, ‘ভবিষৎ প্রজন্মের সুস্থতার জন্য, সামাজিক অবক্ষয় মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলে আসছেন যে তরুণ প্রজন্মকে, যুবসমাজকে খেলাধুলায় বেশি করে সম্পৃক্ত করকে হবে। আমাদের নগরপিতা আতিক ভাই মেয়র কাপ আয়োজনের মাধ্যমে ঠিক সেই কাজটিই করছেন। প্রথম আসরেও আমরা মেজর স্পন্সর ছিলাম। সেসময় আমি কথা দিয়েছিলাম আতিক ভাই যতদিন মেয়র কাপ করবেন, আমরা সাইফ পাওয়ারটেক এই আসরের সঙ্গে থাকব।’
এমপি/এসজি